Health Tips

Pimple On Penis: Causes, Treatment: পুরুষাঙ্গের মধ্যে ব্রণ হওয়ার কারণ ও এর সমাধান

Spread the love

পুরুষাঙ্গের মধ্যে ব্রণ হওয়ার কারণ অনেক কিছুই হতে পারে,,, এর জন্যে নিয়মিত ত্বককে পরিষ্কার রাখতে হবে ,, স্নান করা জরুরি…..ব্রণ শুধু মুখে নয়, শরীরের অন্যান্য অংশেও হতে পারে। যখন আপনার ছিদ্র তেল এবং ব্যাকটেরিয়া দিয়ে ব্লক হয়ে যায় তখন আপনার লিঙ্গে ব্রণ তৈরি হতে পারে। এটি নিজে থেকে নিরাময় করা উচিত, কিন্তু যদি এটি না হয়, তাহলে একজন ডাক্তারের সাথে দেখা করা গুরুত্বপূর্ণ।

এটা কি সম্ভব?

যেখানে আপনার ছিদ্র আছে সেখানেই ব্রণ তৈরি হতে পারে। এর মানে তারা লিঙ্গ সহ আপনার শরীরের যে কোনও জায়গায় গঠন করতে পারে। এলাকার সংবেদনশীল প্রকৃতির প্রেক্ষিতে, স্ব-নির্ণয়ের চেষ্টা করার আগে আপনাকে কয়েকটি নির্দিষ্ট লক্ষণ পরীক্ষা করা উচিত।

পুরুষাঙ্গের রোগ ও প্রতিকার

এই ধরণের ব্রণ হলে কি কি লক্ষণ দেখা যায় —

১. মূত্রত্যাগের সময়ে জ্বালা করা।

২. সহবাসের সময়ে ব্যথা বা জ্বালা করা।

৩. যৌনাঙ্গ থেকে সাদা, দুর্গন্ধহীন স্রাব নিঃসরণ।

৪. এই ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এর সমাধান —-১/ নিমপাতা খুব ভাল জীবাণুনাশক। তাই ব্রণ সারাতে নিমপাতা খুবই উপকারী। নিমপাতা বেটে সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

২/ পাকা পেঁপে চটকে নিন (এক কাপের মতো)। এর সঙ্গে মেশান এক চামচ পাতিলেবুর রস ,,মিশ্রণটি শরীরে লাগান।

পুরুষাঙ্গের চুলকানি রোগ ও প্রতিকার

৩/ পুদিনা পাতার রস করে নিয়ে সেটা দিয়ে আইস কিউব তৈরি করুন। ফুসকুড়ি ও ব্রণের এই আইস কিউব ঘষুন ১০-১৫ মিনিট। এতে ফুসকুড়ি ও ব্রণের সংক্রমণ তো কমবেই সঙ্গে ত্বকের জ্বালাপোড়া ভাবও দূর হবে। পুদিনা পাতা ত্বকের অতিরিক্ত তেল এবং ব্রণের সংক্রমণ কমাতে খুবই উপকারী। টাটকা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর হয়ে যাবে।

গোপনাঙ্গের চুলকানি দূর করার ওষুধের নাম

৪/ নিয়মিত পড়ে থাকা প্যান্ট পরিবর্তন করুন। তা যেন খুব টাইট না হয়। অনেক সময় বেশিক্ষণ জিনস পরে থাকলেও ঘাম ও ময়শ্চারে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে। অন্তর্বাস সুতির তৈরি হলেই ভাল।

৫/ যৌনাঙ্গের সংক্রমণ ও তার অস্বস্তি সবচেয়ে পীড়াদায়ক। তাই ছোট ছোট কয়েকটি বিষয় মাথায় রাখলেই এড়ানো সম্ভব ইনফেকশন।

Read More,

Winter Instant Glow Face Pack: শীতে ইনসট্যান্ট গ্লো পেতে ব্যবহার করুন ৩ ফেসপ্যাক

Bristy

Leave a Comment

Recent Posts

Rice Flour Face Pack: ত্বকে উজ্জ্বলতা বাড়াবে চালের গুঁড়োর ফেসপ্যাক

আজ তৃতীয়, ৪ দিন পরেই অষ্টমী , এইদিন প্রিয় জনের সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে…

2 hours ago

Sun Tanning: পুজোর আগে কীভাবে মুখের ট্যান দূর করবেন

পুজোর আগে যা গরম গেলো,, সকলের ত্বকে কম বেশি ট্যান পরে গেছে…. আর এই ট্যানের…

2 hours ago

Subha Mahalaya In Bengali: মহালয়ার শুভেচ্ছা বার্তা

বাঙালির সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গাপুজো…মহালয়া থেকেই এই আমেজ শুরু হয়ে যায়… মহালয়ার দিনে ভোর…

5 days ago

মহালয়া ইতিহাস,তাৎপর্য মহালয়া কেনো পালন করা হয়? জানুন বিস্তারিত

বছর ঘুরে এলো মা…বনে বনে কাশফুলের দোলা লেগে যায়…. এরই মধ্যে চারিদিকে যেনো পুজো পুজো…

5 days ago

Tan Removing Face Pack: মুখের ট্যান দূর করার সহজ ৫ উপায়

পুজোর আগেই চকচকে ত্বক চাইছেন? কিনতু গরমে রোদে পুড়ে আমাদের ত্বকের অবস্থা বারোটা বেজে গেছে,,,…

5 days ago

মহালয়ার শুভেচ্ছা বার্তা, মেসেজ,ছবি ( Bengali Mahalaya Photos, SMS, Wishes)

বছর পেরিয়ে চলে এলো মহালয়া…. মহালয়া মানেই দেবীর আগমন… আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের…

6 days ago