Spread the love

Potato For Face Skin Whitening |আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়

সামনে দূর্গাপুজো। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সব মেয়েদের…. এদিকে কাজের প্রয়োজনে বাড়ির বাইরে রোজ বেরোতেই হচ্ছে। তাই একটু রূপচর্চা করুণ আলু দিয়েই…. দেখে নিন পদ্ধতি —


photogrid.collagemaker.photocollage.squarefit_202393234955980-1693765212257 Potato For Face Skin Whitening : আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়

আলুর রসের ফেসপ্যাক

১/ বাইরের ধুলো-বালিতে আর দূষণে মুখের ক্ষতি সবচাইতে বেশি হয়। দিনের পর দিন মুখে নোংরা জমতে জমতে একটা স্তর পড়ে যায়। সঙ্গে কালো দাগ-ছোপ তো থাকেই। তাই আলু দিয়ে যত্ন নিন বাড়িতেই। আলুর খোসা ছাড়িয়ে ভাল করে গ্রেট করে নিতে হবে। এবার আলুর থেকে রস বের করে নিতে হবে। এবার ওর মধ্যে হাফ পাতিলেবুর রস ও গোলাপ মিশিয়ে নিতে হবে। এবার মুখে অ্যাপ্লাই করুণ…১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।।

মুখে আলু দেওয়ার উপকারিতা

২/ আলুর রসের সঙ্গে টকদইও ব্যবহার করতে পারেন। মুখ ধুয়ে এই প্যাক ভাল করে মুখে লাগিয়ে নিতে হবে।

এতে ত্বকের ভাঁজ পড়বে না।।


৩/ ব্রণের দাগ দূর করতে : ব্রণের দাগ ফিকে করার জন্যও আলুর উপর ভরসা রাখতে পারেন। আলু কুরিয়ে রস বের করে নিন। এবার এই রস সারা মুখে মাখিয়ে ১০-১৫ মিনিট রাখুন। শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে ধুয়ে নিলেই হবে।

ত্বকের যত্নে আলুর ৫ টি ব্যবহার

৪/ ত্বকের রং উজ্জ্বলে করে তোলে : আলুর রসে এমন কিছু গুণাগুণ রয়েছে যা আপনার ত্বককে উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা পালন করে। আলু কুরিয়ে রসের সঙ্গে দু’টেবিল এলোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে ও গলায় মেখে ১০-১৫ মিনিট রাখুন। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন এবং আয়নায় দেখুন ত্বক কতটা উজ্জ্বল হয়েছে।

How to use potato for face skin

৫/ বার্ধক্যের ছাপ পড়তে দেয় না আলুর রস
মুখে বয়সের দাগ প্রতিরোধ করতে বিশেষ সাহায্য করে আলু। আলুর রসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। আলুর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন, এর সঙ্গে অল্প শসার রস মিশিয়ে নিন,,,এরপর সেই পেস্টটা ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত আলুর পেস্ট ব্যবহার করলে বয়সের ছাপ আর মুখে পড়বে না।

আরোও পড়ুন,

Tags – Skin Care, Skin Tips, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *