পুজো প্রায় আর ২৯ দিন পরেই… শহরে উৎসবের আমেজ প্রায় শুরু হয়ে গিয়েছে…. মেয়েরা নিশ্চয়ই এখন থেকেই পুজোর সাজ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন….. কেমন হবে পুজোর মেকআপ, কীভাবে মেকাপ করলে সকলে শুধু আপনার দিকেই তাকিয়ে থাকবে…..তাহলে শিখে নিন ১০ মিনিটে কী ভাবে সারবেন পুজোর মেকআপ, প্রবন্ধে রইল বিস্তারিত…
** মেকআপ শুরু করার আগে মুখ প্রস্তুত করে নেওয়া প্রয়োজন। তাই প্রথমেই মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন…. এরপর টোনার ও ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এরপরে মুখে মেকআপ প্রাইমার লাগান। এটি আপনার মুখে বেস হিসেবে কাজ করবে। ভালো কোম্পানির প্রাইমার ব্যবহারে আপনার মেকআপের ফিনিশিং আরও বেশি স্মুথ হবে।
দুর্গা পূজার মেকাপ লুক
** প্রাইমার লাগানোর পরে মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ ত্বকের ধরন অনুযায়ী। ব্লেন্ডারের সাহায্যে ধীরে ধীরে মেকআপ মুখে মিশিয়ে নিন। মনে রাখবেন, এই বেস ঠিকঠাক সেট করলে আপনার মেকআপও সুন্দর হবে।
** এরপর মুখের দাগছোপ মলিন করার জন্যে অবশ্যই কনসিলার লাগিয়ে নিন। তারপর গালে ব্লাশ লাগাতে ভুলবেন না। আপনার ড্রেসের কালার অনুযায়ী।
** চিক বোনে, নাকের উপর, কপালে এবং থুতনিতে কিন্তু আপনাকে হাইলাইটার লাগাতেই হবে। নাহলে রাতে মুখ চকচক করবে কীভাবে।
পুজোয় করুন এভাবে মেকাপ
** এসব লাগানোর পরে সেটিং পাউডার চোখের তলায় লাগান। মেকআপ সেট হয়ে গেলে অতিরিক্ত পাউডার ঝেরে ফেলুন।
** এরপর আই মেকআপ কিনতু মাস্ট। আই মেকআপ সুন্দর হলে তবেই আপনার মেকাপ করা স্বার্থক হবে। ন্যুড শেডও লাগাতে পারেন চোখের উপর।
দুর্গা পূজার মেকাপ টিপস্
** এরপর ব্রাউন শেডের কাজল বেছে নিলে মন্দ হবে না। দেখতে বেশ লাগবে।
** শেষে লিপস্টিক লাগান। এরপর মেকআপ সেটিং স্প্রে মুখে লাগিয়ে নিতে ভুলবেন না যেন! তাহলেই সম্পূর্ণ আপনার পুজোর মেকআপ!
আরোও পড়ুন,
3 Easy Homemade Face Scrub: পুজোর আগে ত্বক পরিষ্কার করুন ঘরোয়া স্ক্রাব দিয়ে