Rakhi Purnima 2023 Bengali Date : রাখি পূর্ণিমা 2023 তারিখ ও সময়
Raksha Bandhan date : হাতে গোনা আর একদিন পরেই ভাই এবং বোনের মধ্যে পবিত্র সম্পর্কের উত্সব রক্ষাবন্ধন …..এবার অগাস্টের শেষের দিকে মানে ৩০ তারিখ পড়বে রক্ষা বন্ধনের শুভ উৎসব। রক্ষাবন্ধনে বোনেরা তাদের ভাইয়ের কব্জিতে রাখি বাঁধেন এবং ভাইরাও তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। শ্রাবণ মাসে আসা এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এবার রক্ষা বন্ধন উপলক্ষে পঞ্চক ও ভদ্রা যোগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে ২০২৩ সালে ২ দিন ধরে পালিত হতে চলেছে রক্ষা বন্ধন উৎসব।
Rakhi Purnima 2023 Date & Time
রাখি পূর্ণিমা 2023 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে। কবে পড়েছে এবছরের রাখি পূর্ণিমা 2023? রাখি পূর্ণিমার শুভ সময় কখন? এটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ——
আমরা সকলেই জানি যে, ভাই আর বোনের মধ্যে ভালোবাসার বন্ধন এই রাখির সুতোয় বেঁধে রাখার একটা রীতি অনেকদিন আগে থেকে চলে আসছে।
রাখি বন্ধনের মূল তাৎপর্য হলো কারো সুরক্ষার জন্য প্রার্থনা করা সেটা ভাই বোন এর মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। রাখি অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইয়ের মঙ্গল কামনায় বোন ভাইয়ের ডান হাতে রাখি পরিয়ে তাকে সমস্ত রকম বিপদ থেকে দূরে রাখার চেষ্টা করে।
Rakhi Purnima 2023 Date & Muhurat
রাখি পূর্ণিমা ২০২৩-র দিনক্ষণ (Rakhi Purnima Date- Time)
What time is Rakhi
* এবছর রাখি পূর্ণিমা পড়েছে ৩০ অগাস্ট, বুধবার।
* পূর্ণিমা তিথি লাগছে ৩০ অগাস্ট, সকাল ১০/২৬/০-এ এবং থাকবে ৩১ অগাস্ট সকাল ৭/৫৮/১৩ মিনিট পর্যন্ত।
What is the time of Rakhi Purnima in 2023
রাখি বন্ধনে ২০২৩-র শুভ যোগ (Raksha Bandhan Auspicious Yog)
* মাহেন্দ্রযোগ – দিবা ঘ ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে।
এবারে রাখি পূর্ণিমা কবে? জানুন রাখি পড়ানোর সঠিক তারিখ ও শুভ সময়
* অমৃত কাল রাত্রি ঘ ১২/৮৩ গতে ৩/৪ মধ্যে।
আপনি যদি আপনার দাদা- ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবেন, তবে শাস্ত্রে উল্লেখিত কিছু বিশেষ বিষয় মাথায় রেখে রাখি কিনুন।
Read More,
Raksha Bandhan 2023: When is Rakhi? Date and Shubh Muhurat – रक्षाबंधन कब है 2023 शुभ मुहूर्त
Tags – Rakhi Bandhan, Raksha Bandhan 2023