Spread the love

Rice Flour Face Pack – চালের গুঁড়ার ফেস প্যাক তৈলাক্ত ত্বকের জন্য

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে তা কিনতু নয়,, স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। পরিবেশ দুষণের প্রভাব, ঘাম, তেল মিলে মুখের অবস্থা একদম ম্লান তেলতেলে করে রাখে। এই অবস্থা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় চালের গুঁড়ার নিয়মিত ব্যবহার করার পরে।। সপ্তাহে দুই/তিন দিন করে ব্যবহারেই এক মাসের মধ্যেই স্কিন হবে ফর্সা, দাগমুক্ত এবং টলটলে লাবণ্যময়।চালের গুঁড়ো খুব ভাল স্ক্রাবারের কাজ করে। আর তাই গরমে বানিয়ে নিন চালের গুঁড়োর ফেসপ্যাক……..


IMG_20230326_204808-1679843899483 Rice Flour Face Pack - চালের গুঁড়ার ফেস প্যাক তৈলাক্ত ত্বকের জন্য

চালের গুঁড়ার ফেসপ্যাক

চালের গুঁড়া যেভাবে কাজ করবে –

ত্বক ফর্সা করতে চালের গুঁড়া যেভাবে কাজ করবে তা জানুন –
(১) চালের গুঁড়ায় থাকে খুবই উচ্চমানের PABA (Para aminobenzonic acid), যা খুব ভালো সানস্ক্রিন হিসেবে কাজ করে। ফলে সুর্যের অতি ক্ষতিকর রশ্মি থেকে স্কিন থাকে সুরক্ষিত ।


(২) চালের গুঁড়ায় থাকা allantoin নামের উপাদান রোদে পোড়া ত্বক ঠিক করে ও ক্ষতিগ্রস্ত ত্বক রিপেয়ার করে।


(৩) চালের গুঁড়ায় থাকা tyrosinase নামক উপাদান স্কিনের মেলানিন উৎপাদনের হার কমিয়ে আনে।


(৪) চালের গুঁড়া স্কিনের অতিরিক্ত অয়েল ও সেবাম উৎপাদন দূর করে।


(৫) চালের গুঁড়ায় থাকে অতি উচ্চমানের ভিটামিন বি, যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে উৎপাদন করে,.।


(৬) চালের গুঁড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ঝুলে পড়া রোধ করে টানটান করে তুলে।

ত্বকের যত্নে চালের গুঁড়ার ব্যাবহার

চালের গুঁড়ো, কাঁচা দুধ, মধু একসঙ্গে মিশিয়ে নিন ফেসপ্যাক বানিয়ে নিন। প্রতিদিন সকালে স্নানেরর আগে লাগিয়ে নিন। এরপর কিছুক্ষণ মুখে রেখে ধুয়ে নিন। এতেও কিন্তু ফিরবে ত্বকের উজ্জ্বলতা।


চালের গুঁড়ো, বেসন, হলুদ বাটা, মধু, কাঁচা দুধ মিশিয়ে একটি প্যাক বানান। স্নানে যাওয়ার ২০ মিনিট আগে তা মুখে লাগিয়ে নিন। হাতে-পায়েও লাগাতে পারেন।

অনেক সময় ফুসকুড়ি বা ব্রন চলে গেলেও তার কালো দাগ থেকে যায়। এই সমস্যা দূর করতে তিন চামচ চালের গুঁড়ো, দু চামচ হলুদ গুঁড়ো ও কিছুটা লেবুর রস নিয়ে একসাথে মিশ্রন তৈরি করুন। সপ্তাদে দু দিন এই প্যাক লাগান। উপকার পাবেন।

চালের গুঁড়ো দিয়ে তাড়ান মুখের সানট্যান

IMG_20230326_204747-1679843899768 Rice Flour Face Pack - চালের গুঁড়ার ফেস প্যাক তৈলাক্ত ত্বকের জন্য
আরও পড়ুন,

রূপচর্চায় চালের গুঁড়ার ব্যাবহার


চালের গুঁড়া ও অ্যালোভেরা মাস্ক
এই মাস্কটি খুব ভালো এক্সফলিয়েটিং প্যাক হিসেবে কাজ করে। স্কিনের মরা চামড়া দূর করে খুব ইফেক্টিভ-ভাবে। এর জন্যে আপনাকে যা করতে হবে তা হল-


এক চা চামচ চালের গুঁড়া,দুই চা চামচ অ্যালোভেরার রস,,মিক্স করে মুখে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। ২০ মিনিট পর মুখ জল দিয়ে ভিজিয়ে হালকা হাতে ম্যাসাজ করে মাস্ক তুলে ফেলতে হবে।


ট্যান সারাতে চালের গুঁড়ো

ট্যান সারাতে চালের গুঁড়ো, কাঁচা দুধ, মধু একসঙ্গে যোগ করুণ,,চালের গুঁড়োয় আছে অ্যালানটয়েন নামক উপাদান যা এই রোদের দাগ দূর করে। তাই ট্যান যা পড়েছে তা সরানোর জন্য এবং আর যাতে ট্যান না পড়ে তার জন্য চালের গুঁড়োর এই প্যাক ব্যবহার করুন।


উপকরণঃ

৫ চা চামচ চালের গুঁড়ো

৩ চা চামচ কাঁচা দুধ

২ চা চামচ মধু

পদ্ধতিঃ

আগে মুখ ভালো করে ধুয়ে নিন। তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে মেখে রাখুন। প্রায় ১০ মিনিট মতো রাখতে হবে। তারপর ঠাণ্ডা জল বা চাইলে হাল্কা গরম জল দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। এটি সপ্তাহে দু’দিন অন্তত করবেন। তাহলেই উপকার পাবেন।।।



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *