Spread the love

আজ তৃতীয়, ৪ দিন পরেই অষ্টমী , এইদিন প্রিয় জনের সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে আগে থেকে ত্বকের যত্ন নিতে হবে….রোদে পোড়া দাগ ও ত্বকের মরা চামড়া দূর করার পাশাপাশি ত্বক সুস্থ রাখতে ব্যবহার করতে পারেন চালের গুঁড়া দিয়ে তৈরি ফেসপ্যাক। চালের গুঁড়ায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও এমন কিছু উপাদান যা ত্বকের অতিরিক্ত তেল শুষে ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। জেনে নিন কীভাবে চালের গুঁড়ার ফেসপ্যাক তৈরি করবেন-

IMG_20241006_210618-edited Rice Flour Face Pack: ত্বকে উজ্জ্বলতা বাড়াবে চালের গুঁড়োর ফেসপ্যাক

1। চালের গুঁড়া, হলুদ ও মধুত্বকের মৃত কোষ উঠিয়ে উজ্জ্বলতা বাড়াবে এই প্যাক …..১ টেবিল চামচ চালের গুঁড়া, ১ টেবিল চামচ হলুদ ও ৩ চা চামচ মধু একসঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।

চালের গুড়া দিয়ে ফর্সা হওয়ার উপায়

2। চালের গুঁড়া, টক দই ২ টেবিল চামচ টক দই ও ২ টেবিল চামচ চালের গুঁড়া মিক্সড করে ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মরা চামড়া ও ব্রণ দূর করবে।

চালের গুঁড়ো দিয়ে রূপচর্চা

3। চালের গুঁড়া, হলুদ ও লেবু২ টেবিল চামচ হলুদ গুঁড়া, ২ টেবিল চামচ চালের গুঁড়া ও এক ফোঁটা লেবুর রস একসঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন পুরু করে। ২৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে কালচে দাগ।

4। চালের গুঁড়ো, কফি: চালের গুঁড়ো, কফি ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাঁরা সপ্তাহে তিনদিন অন্তত এই প্যাক মুখে লাগান। এতে কিন্তু ভাল ফল পাবেন। মুখ তৈলাক্ত লাগবে না। এই প্যাক ব্যবহারের পর ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

আরোও পড়ুন,

Sun Tanning: পুজোর আগে কীভাবে মুখের ট্যান দূর করবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *