Spread the love

ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য মানুষ কতো কিছুই না করে,,, তবে জেল্লাদার ত্বক পাওয়ার জন্য কখনও রাইস ওয়াটার ব্যবহার করেছেন??? জানেন কি কোরিয়ায় ত্বকের যত্নে এই প্রাকৃতিক উপাদানের ব্যবহার যেমন বহুল প্রচলিত, এর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ত্বকের জেল্লা বাড়ানোর জন্যে এবং আর্দ্রতার মাত্রা ধরে রাখতে চালের জল বা রাইস ওয়াটার। এমনকী ত্বকের বয়স ধরে রাখতেও এর কার্যকারিতা রয়েছে।

IMG_20240602_181438-edited Rice Water Benefits: ত্বকের সৌন্দর্য ধরে রাখবে রাইস ওয়াটার

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ঘরোয়া উপায়

রাইস ওয়াটার আপনি টোনার এবং ক্লিনজার হিসেবেও ব্যবহার করতে পারেন। কারণ এটির মধ্যে রয়েছে ক্লিনজিং উপাদান, যেটি ত্বকরন্ধ্রে জমে থাকা জেদি ময়লাকে বের করে দেয়। এটি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা ত্বককে পুষ্ট এবং পুনরুজ্জীবিত করতে সহায়তা করে ।

ত্বকের যত্নে রাইস ওয়াটার এর উপকারিতা—*এটি ত্বককে উজ্জ্বল করতে, চোখ পরিষ্কার করতে এবং ত্বককে নরম ও কোমল করতে সহায়তা করে ।

* হাইপারপিগমেন্টেশন, সূর্যের ট্যানকে বিপরীত করে, হাইড্রেশন বাড়ায়।

ত্বকের যত্নের ঘরোয়া টিপস্

* কোলাজেনের ব্রেকডাউন প্রতিরোধ করে। ফলে ত্বক সহজেই বুড়িয়ে যায় না।

* ত্বকে টানটান ভাবও বজায় রাখে ।

* ত্বকের জৌলুস বাড়াতেও সাহায্য করে।

ত্বকের জেল্লা বাড়ানোর উপায়

*চালের জল সানবার্ন প্রশমিত করে। ত্বকের লালভাব এবং প্রদাহ হ্রাস করতে পারে এবং নিরাময়কে প্রচার করতে পারে। এছাড়াও অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করতে পারে।

*দাগ হালকা করেচালের জলের নিয়মিত ব্যবহার দাগ এবং দাগগুলির উপস্থিতি হালকা করতে সাহায্য করতে পারে।

কীভাবে বাড়িতেই তৈরি করবেন রাইস ওয়াটার: এক কাপ চাল নিন। চাল ধুয়ে নিন। তার সঙ্গে চার কাপ জল মিশিয়ে নিন। ১ ঘণ্টা ওভাবেই রেখে দিন। তারপর চাল টিপে দেখুন যে,সেটা নরম হয়েছে কি না। এরপর চাল থেকে জল ছেঁকে নিন। এবার পাঁচদিন ফ্রিজে কন্টেনারে রেখে দিন। এরপর যখনই ইচ্ছা হবে টোনারের মতো ত্বকে শুধু অ্যাপ্লাই করে নিবেন।

আরোও পড়ুন,

Best Men’s Face Wash: পুরুষদের সেরা ৩ ফেসওয়াশ

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *