Rice Water For Face: বয়স বাড়ার সঙ্গে আমাদের ত্বকে সূক্ষ্ম রেখা দেখা দেয়…. দাগ ছোপ দেখা দেয়…কিন্তু অনেক সময় অল্প বয়সেই মুখে বলিরেখা পড়তে শুরু করে। এটা হলো জীবন যাপন এর ওপর ডিপেন্ড করে…. এমন পরিস্থিতিতে এমন কিছু নিয়ম রয়েছে যা মানলে বলিরেখা একেবারেই মুছে যেতে পারে….ভাতের পুষ্টিগুণের কথা তো নতুন করে বলার কিছু নেই। চাল যখন এতই পুষ্টিকর, তখন এর গুণ আর শুধু খাওয়ার পাতে আটকে রাখবেন কেন? জেনে নিন চালধোয়া জল দিয়ে কত ভাবে ত্বকের যত্ন নিতে পারেন__যা শুনলে চোমকে যাবেন…
✓ চালের জল ব্যবহার করলে ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়ে, যা ত্বককে নরম করে তোলে। চালের জল দিয়ে বলিরেখা দূর করা যায়। ব্রণ, ফুসকুড়ি জাতীয় সমস্যা মেটাতেও সাহায্য করে চালের জল।
চালের জল দিয়ে মুখ ধুলে কি হয়
✓ সকালে উঠে প্রথমে ফেসওযাশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এবার চালের জলে তুলো ভিজিয়ে মুখে ঘষে নিয়ে খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে।
আরোও পড়ুন,
Body Scrub: ৩: ঘরোয়া বডি স্ক্রাব যা আপনার শরীরের সমস্ত ট্যান দূর করবে
✓এবার চন্দনের গুড়ির সঙ্গে চালের জল মিশিয়ে এই প্যাক মুখে লাগিয়ে নিন। আলতো করে লাগিয়ে রাখবেন। বেশি ঘষবেন না। এবার এই ফেস মাস্ক ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। দেখবেন ত্বক কেমন নায়িকা দের মতন হয়ে গেছে।
রূপচর্চায় ব্যবহার করুন
✓ চালধোয়া কিংবা চাল ভেজানো জলটা নিয়ে সারা মুখে নিয়মিত লাগাতে পারেন। কয়েক মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এতে ত্বক হবে নরম, উজ্জ্বল।
✓ এই জল রোজ টোনার হিসাবে ব্যবহার করতে পারেন।। কমে যাবে ব্রণের সমস্যা। প্রচণ্ড রোদে ত্বকে দেখা দেয় র্যাশের সমস্যা। অনেক সময়ে মুখে ফোলা ভাবও দেখা যায়। তা দূর করতে পারেন চালধোয়া জলকে।
চালের পানি দিয়ে ফর্সা হওয়ার উপায়
✓ রোদে ত্বক পুড়ে গেলে জেল্লাহীন দেখায়। সানবার্নের সমস্যা থেকে রেহাই পেতে রোদ থেকে ফিরে চালধোয়া ঠান্ডা জল মুখে লাগাতে পারেন। সপ্তাহে ৩ দিন ইউজ করতে পারেন।।
আরোও পড়ুন,
Fast Hair Growth Tips|বিয়ের আগেই টাক পড়ে যাচ্ছে? সমস্যার সমাধান করুন