Spread the love

চুলকে লম্বা ও ঘনো করে তুলতে আমরা চুলে কতো কিছু অ্যাপ্লাই করি।। এরই মধ্যে দুদিন পর পর চুলের সমস্যা লেগেই থাকে,,, চুল পড়া, চুল শুষ্ক হয়ে যাওয়া, চুল ঝরে পড়া,, চুলের নানা সমস্যা নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেকেই নানা উপায়ে চুলের যত্ন নিয়ে থাকেন। দামি দামি হেয়ার প্রোডাক্ট তো ব্যবহার করেনই, সেই সঙ্গে পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিতেও ভোলেন না। তবে আপনি আমার একটা রুলস ফলো করুন দেখবেন হাতে নাতে ভালো ফল পেয়েছেন…..

চুলের বৃদ্ধির জন্য ভাতের জল

✓ চুলের যত্নে রাইস ওয়াটারের গুন:

আপনি শুনলে অবাক হবেন,,এই প্রাকৃতিক উপাদান চুল পড়া বন্ধ করে। আর পাতলা চুলকে ঘন করে । আসলে রাইস ওয়াটারে প্রচুর পরিমাণে অ্যান্টঅক্সিডেন্ট পাওয়া যায়, যা স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও রাইস ওয়াটারে ভিটামিন বি, সি আছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

**কীভাবে ব্যবহার করবেন রাইস ওয়াটার

✓ চুলে টোনার হিসাবে চালের জল ব্যবহার করতে হলে, প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলতে হবে। এরপর হাতে চালের জল নিয়ে চুলের গোড়া থেকে চুলের শেষ পর্যন্ত ভাল করে লাগাতে হবে এবং প্রায় ২০ মিনিট চুলে রাখার পর ধুয়ে ফেলতে হবে। এমন করে সপ্তাহে ২ দিন ইউজ করতে পারেন।

চাল ধোয়া জল দিয়ে কিভাবে চুল বড় হয়

✓ চুল পরিষ্কার ও সাইন রাখতে চুলে চালের জল লাগাতে পারেন ,,এ ছাড়াও একটি স্প্রে বোতলে চালের জল ভরে চুলে স্প্রে করা যেতে পারে।

চাল ধোয়া পানি দিয়ে চুলের যত্ন

✓ চাল ধোয়া জলে মেশাতে পারেন আমলার রস। চুলের জন্য আমলকী এমনিতেই অত্যন্ত উপকারী। কারণ আমলকীতে থাকে ভিটামিন সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। চুল গোঁড়া থেকে একদম মজবুত করে তোলে।

✓ মেথি বীজে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। চুল মজবুত করতে সাহায্য করে প্রোটিন। মেথি গুঁড়ো করে তা চাল ধোয়া জলে মেশানো যায় এরপর চুলে অ্যাপ্লাই করে কিছুক্ষন রেখে শ্যাম্পু করে ফেলবেন।।

চুলে চালের পানি ব্যবহারের নিয়ম

✓ শ্যাম্পু করার পর চুলে যথারীতি শ্যাম্পু আর কন্ডিশনিং করার পর শেষবার চুল ধুতে ব্যবহার করুন রাইস ওয়াটার। চুলে জট লাগবে না।

রাইস ওয়াটার ফর হেয়ার

✓✓হেয়ার মাস্ক হিসেবে: এক চামচ নারকেল তেল ও এক চামচ টক দই এর সঙ্গে চালের জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটা স্ক্যাল্পে লাগিয়ে 15-20 মিনিট রাখুন, তারপর শ্যাম্পু করে নিন।

আরোও পড়ুন,

Anti Ageing Face Pack: লুকিয়ে যাবে বয়সের ছাপ! ব্যবহার করুন অ্যান্টি এজিং ফেস প্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *