Spread the love

Rose Water For Dark Circles: ডার্ক সার্কেলের জন্য গোলাপ জলের উপকারিতা

IMG_20230425_131121-1682408499073 Rose Water For Dark Circles - ডার্ক সার্কেলের জন্য গোলাপ জলের উপকারিতা

রূপচর্চায় গোলাপ জলের উপকারীতা

দিন যতো যাচ্ছে আমাদের কাজের চাপ, মানসিক টেনশন ইত্যাদি কারনে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে,,, কনসিলার দিয়ে ডার্ক সার্কেল ঢেকে ফেলতে পারেন ঠিকই, কিন্তু কতদিন? তার থেকে ডার্ক সার্কেল মলিন করার উপায় জেনে নিলে মন্দ হয় না বলুন।


এমন অনেক প্রাকৃতিক উপাদান আছে, যা আপনার ত্বকে উপকারী ভূমিকা পালন করে। সেই সঙ্গে ডার্ক সার্কেলও মলিন করে…..


কোন কোন কারণে ডার্ক সার্কেল হয়?

অপর্যাপ্ত ঘুমের কারণে ডার্ক সার্কেল হতে পারে।

চোখের উপর চাপ পড়লে চওড়া হয় কালি।

চোখের আশপাশের ত্বক ক্ষতিগ্রস্থ হলে হাইপার পিগমেন্টেশনের সমস্যা বাড়তে পারে।

চোখ ঘন ঘন চুলকানোর কারণেও ডার্ক সার্কেল দেখা দিতে পারে।


গোলাপ জল মুখে কীভাবে ব্যবহার করে


এর থেকে মুক্তি পাওয়ার উপায় –


গোলাপ জল এবং আমন্ড অয়েল

গোলাপ জলে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এটি আপনার ত্বকের সমস্যা কমায় এবং চোখের চারপাশের অংশকেও উজ্জীবিত করে। একটি ছোট্ট পাত্রে কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিন। সামান্য পরিমাণে গোলাপ জল নিন। একটি কটন বলের সাহায্যে চোখের চারপাশে গোলাপ জল লাগিয়ে নিন। গোলাপ জল শুকিয়ে গেলে তার উপরে আমন্ড অয়েল মালিশ করুন ৩ মিনিট। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেল মালিশ করুন। তারপর সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ধীরে ধীরে ডার্ক সার্কেল দূর হয়ে গেছে।।


রোজ ওয়াটার ব্যবহারের নিয়ম

অ্যালোভেরা জেল কিন্তু বেশ কার্যকরী। কীভাবে ব্যবহার করবেন? অ্যালোভেরা জেল সামান্য পরিমাণে হাতে নিন এবং তা চোখের চারপাশে মাসাজ করে নিন। সারা রাত ওভাবেই রেখে দিন এবং ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে উঠে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল আপনার ত্বকের একাধিক সমস্যাই সমাধান করে। আর্দ্রতার অভাবে ডার্ক সার্কেল হলে তা কমিয়ে দিতে পারে এই অ্যালোভেরা জেল।


গোলাপ জলের গুণাবলীর শেষ নেই। আপনিও আপনার বিউটি রুটিনে এই গোলাপ জল ব্যবহার করতে ভুলবেন না। গোলাপ জল আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। তা রিফ্রেশ করে। এছাড়া ত্বকের জেল্লা ফেরাতেও সাহায্য করে। একটি কটন বল গোলাপ জলে ভিজিয়ে নিন। সেটি চোখের চারপাশে ভালো করে লাগিয়ে নিন। এবার ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।


গোলাপ জল: গোলাপ জল ত্বকের টোনার হিসেবে ভালো কাজ করে। দীর্ঘদিনের ক্লান্তি ও দুশ্চিন্তার ছাপ চেহারায় পড়লে চোখ খুব মলিন দেখায়। চোখের নিচে কালো দাগছোপ পড়ে। এই ধরনের সমস্যা দূর করতে গোলাপ জল অত্যন্ত কার্যকর।


একটা শশা খোসা ছাড়িয়ে কুরিয়ে নিয়ে ১ চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। তুলোর বল ভিজিয়ে চোখের উপর চাপা দিয়ে রাখুন ১৫ মিনিট। এই মিশ্রণ ফ্রিজেও রেখে দিতে পারেন।


IMG_20230425_131058-1682408499271 Rose Water For Dark Circles - ডার্ক সার্কেলের জন্য গোলাপ জলের উপকারিতা
আরও পড়ুন,

চোখের কালি দূর করার উপায়

দুধ: দুধে রয়েছে ভিটামিন এ। কাঁচা দুধ ত্বকের জন্য খুবই উপকারী। তুলার বল বা মেকআপ রিমুভার প্যাডে পরিমাণমতো দুধ নিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩-৪ দিন কাঁচা দুধ ত্বকে ব্যবহার করলে ডার্ক সার্কেল দূর হবে।


ভিটামিন ই: ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে তেল থাকে, তা চোখের নিচের কালচে ভাব দূর করতে অত্যন্ত কার্যকর। এই তেল ও সামান্য গোলাপ জল রাতে ঘুমানোর আগে চোখের নিচে মেখে নিতে হবে। সকালে ফেস ওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। এভাবে নিয়মিত ব্যবহারে অনেক উপকার পাবেন।



Tags – Rose Water , Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *