Spread the love

Rose Water Benefits : এই গরমেও সারা দিন কাজের চাপে আমাদের বাইরে বেরোতে হয়…. এরপর কাজ থেকে ফিরে এসে, দেখি মুখের বারোটা বেজে গেছে…. ত্বকে নোংরা জমে ব্রণ লাল রেস ইত্যাদী দেখা যায়….. এর থেকে মুক্তি পেতে ভাল করে মুখ ধুয়ে কিছু ক্ষণ পর মুখে ছিটিয়ে নেন গোলাপ জল। ক্লান্তি দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল বেশ জনপ্রিয়। ত্বকের জেল্লা বাড়াতে এবং আর্দ্রতার মাত্রা ধরে রাখতে গোলাপ জল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

IMG_20240830_125621-edited Rose Water For Skin: ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার

1। যাঁরা বাইরে বেরোনোর আগে নিয়মিত সানস্ক্রিন মাখেন না, তাঁদের জন্য গোলাপ জল বেশ কাজের। রোদে পোড়া ত্বকের লালচে ভাব, দূর করতে সাহায্য করে।

গরমে রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার

2। ফেসওয়াশ করার পর টোনিং করা জরুরি। তখন ব্যবহার করতে পারেন গোলাপ জল।

3। গোলাপ জল আপনার ত্বকের অন্দরে পিএইচ-এর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। সেই সঙ্গে ত্বক থাকবে টানটান।

রাতে গোলাপ জল মাখলে কি হয়

IMG_20240830_125603-edited Rose Water For Skin: ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার

4। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে রাতের গোলাপ জল মেখে ঘুমোলে এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

5। রাতে মুখ ক্লিনজিং করার পর কটন প্যাডে পরিমাণ মতো গোলাপ জল নিয়ে সারা মুখে বুলিয়ে নিন। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে ময়শ্চারাইজার লাগান।

ত্বকে গোলাপ জলের ব্যবহার

IMG_20240830_125612-edited Rose Water For Skin: ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার

6। ত্বক ভাল রাখতে কিংবা ত্বক পরিষ্কার রাখতে মুখে গোলাপ জল মেখে একটু ম্যাসাজ করে নিবেন,,উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি মুখে ওপেন পোরস্‌ থাকলে, সেই সমস্যাও নিরাময় করে।

7। মুখ পরিষ্কার করার উপকরণ হিসেবেও গোলাপ জল কাজে লাগে। মেকআপ তোলার ক্ষেত্রেও গোলাপ জল ব্যবহার করতে পারেন।

8। শুধু ত্বকের যত্নে না অনেক সময় চুলের পরিচর্যাতেও কাজে লাগে গোলাপ জল। বাড়িতে হেয়ার প্যাক তৈরি করলে গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। চুল সিল্কি রাখতে সাহায্য করে গোলাপ জল।

আরোও পড়ুন,

5 Hair Growth Tips: ৫ উপায়ে চুল হবে লম্বা ও মজবুত

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *