Serum For Glowing Skin At Home: আমাদের সুস্থ্য ও উজ্জ্বল ত্বক পেতে চাইলে দৈনন্দিন ত্বক পরিচর্যার রুটিনে সিরাম রাখতে হবে।। এই সিরামের মধ্যে এমন অনেক শক্তিশালী উপাদান থাকে যা ত্বকের একাধিক সমস্যার সফলভাবে মোকাবিলা করতে পারে। কিনতু বাজারে ছোট্ট সিরামের দাম অত্যন্ত বেশি, ফলে একগাদা টাকা খরচ করে ছোট্ট সিরামের বোতল কিনতে অনেকেই চান না।। তাহলে উপায় কি?? বিস্তারিত পড়ুন….
উজ্জ্বল ত্বকের জন্য ৫ টি ঘরে তৈরি প্রাকৃতিক সিরাম
সিরাম কীভাবে কাজ করে?
সিরাম এমনভাবেই তৈরি করা হয় যাতে স্টার ইনগ্রেডিয়েন্ট খুব সহজেই স্কিনের ডিপ লেয়ারে প্রবেশ করতে পারে। ত্বক উজ্জ্বল রাখে এই সিরাম।।
কত বছর বয়স থেকে সিরাম ব্যবহার করা যায়?
বয়স ২০+ হলে স্কিনকেয়ার রুটিনে সিরাম অ্যাড করতে পারবেন। কিন্তু সেই সাথে বেসিক স্কিনকেয়ার রুটিন মেনটেইন করা খুবই জরুরি। সিরাম অ্যাপ্লাই করলে দিনের বেলাতে সানস্ক্রিন স্কিপ করা যাবে না।
আরোও পড়ুন,
WishCare Sunscreen SPF 50 Review
তৈলাক্ত ত্বকের জন্য ঘরে তৈরি সিরাম
বাড়িতে সিরাম তৈরি করার পদ্ধতি
✓ গোলাপ জল, ভিটামিন সি পাউডার ভেজিটেবল গ্লিসারিন, কাচের ড্রপার বোতল। তৈরির পদ্ধতিএকটি পাত্রে এক টেবিল চামচ গোলাপ জল এবং ১/৩ টেবিল-চামচ ভিটামিন পাউডার মেশান। এতে এক টেবিল-চামচ ভেজিটেবল গ্লিসারিন মিশিয়ে রেফ্রিজারেইটরে রেখে দিন। এটি আপনার ত্বকের লাবণ্য বৃদ্ধির কাজে দেবে।।
✓ ত্বকে ব্যবহারের পাশাপাশি খাবারে ভিটামিন সি যুক্ত করা উচিত। এক চামচ কমলার রস, আঙ্গুরের রস পরিমান মতো ও লেবুর রস প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে একটি কাচের শিশিতে রেখে দিন।। এই সিরাম ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।।
ত্বকে সিরাম ব্যবহারের নিয়ম
✓ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই হাইড্রেটিং সিরাম ব্যবহার করুন। একটি কাচের বোতলে ১ চামচ আর্গন অয়েল, ১ চামচ রোজহিপ অয়েল এবং ১০ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।প্রতিটি উপকরণ ভালো করে মেশান। ড্রপারের সাহায্যে মুখে ব্যবহার করুন। এই সিরাম মুখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
আরোও পড়ুন,
Dark Spots: বিয়ের মরশুমে ত্বকে দাগছোপ? দূর করুণ এই উপায়