Spread the love

একটি শিট মাস্কের উপকারীতা অনেক।। যা সহজেই আপনার ত্বককে আরও উজ্জ্বল করে তুলতে পারে। যাঁরা নিয়মিত শিট মাস্ক ব্যবহার করেন তাঁরা হয়তো জানেন যে এতে প্রচুর পরিমাণ সিরাম থাকে। মুখে লাগানোর পরেও অনেকটা সিরাম পড়ে থাকে। বিভিন্ন শিট মাস্ক বিভিন্ন সূত্রে তৈরি করা হয়। আপনার যদি ব্রণর সমস্যা বা পিগমেনটেশনের সমস্যা থাকে সেই অনুযায়ী শিট মাস্ক বেছে নিন।

তৈলাক্ত ত্বকের শিট মাস্ক

প্রথমে, এই প্রাথমিক টিপসগুলি অনুসরণ করুন, পরিষ্কার হাতে শিট মাস্কের কভারটি খুলুন এবং এটি মুখের ওপর লাগান। তার আগে অবশ্যই মুখটা পরিষ্কার করে নেবেন। কিছুক্ষণ রাখার পর শিট মাস্কটা সরিয়ে নিন। এবার ফেস টুল ব্যবহার করে ত্বকের ওপর ম্যাসাজ করুন। এটি ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং ত্বককে হাইড্রেট রাখবে।

১) এটি আপনার ত্বকের আর্দ্রতার ঘাটতি মেটায়। পিএইচ-এর মাত্রা ঠিক রাখে।

২) ত্বককে ময়শ্চারাইজ করে। মুখের জেল্লাও হয় দেখার মতো।

৩) রোদের তাপ, খারাপ আবহাওয়ায় ধীর ধীরে আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। আপনার ত্বক হয়ে ওঠে ডিহাইড্রেটেড। কিনতু শিট মাস্ক আপনার ত্বকের আদ্রতা ফিরিয়ে দেয়।।

শিট মাস্ক ব্যবহারের নিয়ম

৪) শীতকালের মতোই গরমেও আপনার ত্বকের প্রয়োজন বিশেষ আর্দ্রতা। ত্বকের টানটান ভাব ধরে রাখাও জরুরি। শিট মাস্ক আর্দ্রতার সেই ঘাটতি পূরণ করে। ত্বকের হাইড্রেশনের মাত্রা ঠিক রাখে।

৫) শরীর ঠিক রাখার জন্যে যেমন স্বাস্থ্যের ডিটক্স প্রয়োজন, একইভাবে ত্বক ভালো রাখতেও প্রয়োজন ডিটক্স।

৬) ত্বকের টক্সিন বের করে দিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দেয় শিট মাস্ক। নানা কারণেই মুখের ত্বকে টক্সিন জমতে থাকে।

Read More,

Skin Care Tips: শীতে ত্বকের হাজার সমস্যা দূর করবে একটি উপাদান

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *