Spread the love

শিট মাস্ক আজকাল কমবেশি সকলে ব্যবহার করেন।। নারীদের মধ্যে বেশ জনপ্রিয়। এই ব্যস্ত সময়ের মধ্যে নিজেদের ত্বকের যত্ন নেওয়া হয়না … তাই ত্বকের খেয়াল রাখতে বেছে নিন শিট মাস্ক।

শিট মাস্ক ত্বকের জন্য কতোটা উপকারী জানেন

শীট মাস্ক কী? (What is Sheet Mask?)

প্রকৃতপক্ষে শীট মাস্কগুলি হল মুখের আকারে কাটা , ফাইবার। এতে অনেক বেশি পরিমাণে সিরাম থাকে। এগুলি অন্যান্য ফেস মাস্কের থেকে পুরোপুরিই আলাদা। কারণ এটি লাগানোর পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনি এটি সরিয়ে নিন শুধু। এছাড়া এই শীট মাস্কের কাজ হয়ে গেলে মুখে অন্য কোনও স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। একটি মাস্ক একবারই আপনি ব্যবহার করতে পারবেন।

শীট মাস্কের সুবিধা কী কী? (Sheet Mask Benefits)

✓ অন্যান্য ফেসিয়াল মাস্কের মতো এগুলো ব্যবহারের কোনো ঝামেলা নেই। এটি নিয়মিত ফেসিয়াল মাস্ক বা প্যাকের মতো ত্বকের ন্যাচারাল অয়েলটা নষ্ট করে না। এটি অন্য যেকোনো ঘরোয়া প্রতিকারের চেয়ে অনেক বেশি কার্যকর। পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও ভয় নেই।

আপনি এই ধরণের শীট মাস্ক প্রতিদিন ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি এই বাজারি প্রোডাক্ট ব্যবহার করতে না চান তাহলে বাড়িতে সহজে বানান এই শিট মাস্ক। দেখে নিন কীভাবে বাড়িতেই বানাবেন এই মাস্ক।

✓ শসার শিট মাস্ক: এই মাস্ক বানাতে গেলে প্রথমে শসা গ্রেট করে রস বের করে নিন। এবার কটন ফেসিয়াল মাস্ক শিট ভিজিয়ে রাখুন এই শসার রসে। তারপর সেটাকে ফ্রিজে ৮ ঘণ্টা রেখে দিন। তারপর সেটা বের করে মুখে লাগান। ২০ মিনিট মতো মুখে লাগিয়ে রেখে ধুয়ে নিন। এতে চুলকানি, ইত্যাদি দূর হয়ে ত্বক কোমল থাকবে।

শীতে স্কিনের ড্রাইনেস দূর করার শিট মাস্ক

✓ গ্রিন টি শিট মাস্ক: গরম জলে ২০ মিনিট একটি গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রাখুন। এবার এই জল যখন ঠাণ্ডা হয়ে যাবে তখন তাতে দিন গোলাপ জল।। কটন ফেসিয়াল মাস্ক শিট এতে ভিজিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর বের করে মুখে লাগান। মিনিট কুড়ি রেখে ধুয়ে নিন মুখ।

✓ ১ কাপ অ্যালোভেরা জেল, ৩টি ভিটামিন ই ক্যাপসুল, কয়েক ফোঁটা গ্লিসারিন ব্লেন্ড করে নিন। পরে শিট মাস্কে ভিজিয়ে মুখে ব্যবহার করতে পারবেন। দেখবেন ত্বক কতোটা উজ্জ্বল হয়ে গেছে।।

আরোও পড়ুন,

Sheet Mask Benefits|শিট মাস্কের ৫ উপকারীতা! যা দেবে কোমল ত্বক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *