Spread the love

Skin Brightening Face Pack For Oily Skin – তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া ফেসপ্যাক


Oily Skin Care – ফেসপ্যাক অ্যাপ্লাই করে ত্বককে উজ্জ্বল করা যায়। তবে এর জন্য ত্বকের ধরন বুঝে যত্ন নেওয়া খুব জরুরি। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে সঠিক যত্ন নেওয়া আরও প্রয়োজন।। তৈলাক্ত ত্বকে না বুঝেশুনে বাজার চলতি ফেস প্যাক, ফেস ওয়াশ ইত্যাদি প্রয়োগ করা হলে মুখের বারোটা বাজতে আর সময় লাগবে না…..


photogrid.collagemaker.photocollage.squarefit_2023105183219557-1696510952733 Skin Brightening Face Pack For Oily Skin - তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া ফেসপ্যাক

তৈলাক্ত ত্বকের ফেসপ্যাক

যাঁদের তৈলাক্ত ত্বক, একটু বেশিই সতর্ক থাকা প্রয়োজন। রাস্তায় বেরোলেই মুখে ময়লা জমে একাকার। বাইরের ধুলা-ময়লা তৈলাক্ত ত্বকে আটকে গিয়ে দেখা দেয় নানা সমস্যা। এর মধ্যে ব্রণের সমস্যা সবচেয়ে বেশি। তৈলাক্ত ত্বকের যত্নে বাইরের রাসায়নিকসমৃদ্ধ প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানগুলো বেশি কার্যকর। আসুন জেনে নিই প্রাকৃতিক উপাদানে ঘরোয়াভাবে তৈরি কিছু ফেসপ্যাক সম্পর্কে, যা তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাব দূর করে, ব্রণ কমিয়ে মুখে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা।

অয়েলি স্কিন কেয়ার রুটিন

টমেটো ফেস প্যাক:

ত্বকের যত্নে টমেটোর জুড়ি নেই। ত্বকের ট্যান তুলতেও সাহায্য করে টমেটো। এতে রয়েছে লাইকোপিন ও অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের হাজার সমস্যা মেটায়। টমেটো পেস্ট করে এক চামচ চিনি যোগ করে মুখে মেখে নিন। কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন।। দেখবেন ত্বক চকচক করছে।।


তৈলাক্ত ত্বকের জন্য কোন প্রাকৃতিক ফেসপ্যাক ভালো


অ্যালোভেরা:

ত্বকের যত্নে অ্যালোভেরার অনেক গুণ।। যেকোনও ধরনের ত্বকের জন্যই আশীর্বাদের মতো কাজ করে এই ভেষজ। অ্যালোভেরা গাছ থেকে পাতা তুলে ভিতর থেকে থকথকে নির্যাসটা বের করে নিয়ে ত্বকে লাগিয়ে নিন। উপকার পাবেন। এর সঙ্গে মধু মিশিয়ে নীতে পারেন।।

Face Pack For Oily Skin Homemade

পাকা কলার ফেসপ্যাক

কলা তৈলাক্ত ত্বকের পরিচর্যার জন্য অত্যন্ত কার্যকর। এটি ত্বকের ঔজ্জ্বল্য আর কোমলতা বৃদ্ধি করতেও সাহায্য করে। কলার সঙ্গে লেবুর রস ত্বকের তেলতেলে ভাব দূর করতে সাহায্য করে। একই সঙ্গে ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।


মধু হলো প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের ব্রণ-ফুসকুড়ির সমস্যা দূর করে ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। ২ চা-চামচ পাতি লেবুর রস, ১ চা-চামচ মধু নিন এর সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করুন। এই পেস্ট হাতে, মুখে ও গলার ত্বকে ভালো করে মেখে নিয়ে মিনিট ১৫ রেখে দিন। তারপর ঠাণ্ডা জলের সাহায্যে ধুয়ে ফেলুন।।


Face Pack For Oily Skin Home Remedies


বেসন ত্বকের জন্যে সত্যিই উপকারী। এতে ক্লিনজিং গুণ আছে। ত্বকের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফেরাতে সাহায্য করে বেসন। বেসনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান,,, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।।। ত্বকের দাগছোপ দূর করে দেবে।।


মনে রাখবেন —-


টোনিং:

টোনার ত্বকের ময়লা দূর করতে এবং ময়শ্চারাইজ করার কাজ করে। ফেস প্যাক অ্যাপ্লাই করে ত্বকে টোনার ব্যবহার করবেন।।


ময়শ্চারাইজিং:

তৈলাক্ত ত্বকে ঘরে তৈরি ফেসিয়াল করার পর তাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বককে ময়শ্চারাইজ করে দীর্ঘক্ষণ কোমল রাখতে সাহায্য করবে।


Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *