Categories: Skin Care

Skin Brightening Serum For Oily Skin – অয়েলি স্কিনের জন্য সিরাম

Spread the love

Skin Brightening Serum For Oily Skin: অয়েলি স্কিনের জন্য সিরাম


ক্লেনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং – এটি হল ত্বকের যত্নের প্রধান রুটিন,, ত্বকের নির্দিষ্ট সমস্যার মোকাবিলা করবে এমন পাওয়ার-প্যাক উপাদান যুক্ত ফেস সিরামগুলি ক্রিম এবং ময়েশ্চারাইজারগুলির চেয়ে অনেক বেশি কার্যকর। এগুলি হালকা, সহজে শোষিত হয় এবং ত্বকের গভীরে প্রবেশ করে। আজ, আমরা প্রতিটি ত্বকের সমস্যার জন্য সেরা ফেস সিরাম সংগ্রহ করব। আসুন আমরা এ সম্পর্কে জেনে নিই –


Best skin whitening serum for oily skin in India

১/ Retinol এবং Niacinamide সহ ক্লোভিয়া বোটানিকা অ্যান্টি-এজিং ফেস সিরাম


এটি  এমন একটি সিরাম যা আপনার বার্ধক্যের সমস্ত লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করবে । এই ফেস সিরাম আপনাকে তারুণ্য এবং মোলায়েম ত্বক দেবে । এতে রেটিনল এবং নিয়াসিনামাইডের মতো সক্রিয় উপাদান রয়েছে যা বলিরেখা, সূক্ষ্ম রেখা এবং বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করে। সিরামে অন্যান্য উপাদান যেমন হায়ালুরোনিক অ্যাসিড, জাফরান তেল এবং কোলাজেন রয়েছে যা নিস্তেজতা এবং হাইড্রেট কমাতে সাহায্য করে এবং ত্বকে পুষ্টি যোগায়। 


How to use face serum for oily skin


Best Face serum for oily skin and pimples

২/ ভিটামিন ই এবং ল্যাকটিক অ্যাসিড সহ ক্লোভিয়া বোটানিকা রেটিনল ফেস সিরাম


এটি একটি সিরাম যা এই হিরো উপাদানের সাথে সরাসরি আপনার ত্বকে পুষ্টি যোগায়। ফলাফল অবিশ্বাস্য হবে. এই রেটিনল ফেস সিরাম আপনাকে সেই প্রতিশ্রুতি দেয়! রেটিনল আপনাকে তরুণ এবং উজ্জ্বল ত্বক দিতে সাহায্য করে, সেইসাথে বার্ধক্যজনিত কোনো লক্ষণকে উল্টে দেয়। এটি রুক্ষ প্যাচগুলিকে নরম করে যা আপনাকে দৃঢ় ত্বক দেয় (বলি এবং সূক্ষ্ম রেখা ছাড়া)। এটিতে অন্যান্য উপাদানও রয়েছে, যেমন ল্যাকটিক অ্যাসিড, আঙ্গুরের নির্যাস, ভিটামিন ই এবং গ্লাইকোলিক অ্যাসিড। 


Best serum for oily skin large pores


“””””তৈলাক্ত ত্বকের যত্নের (Oily Skin Care) জন্য  ঘরোয়া উপায়ে আপনি সিরাম বানাতে পারেন – তৈলাক্ত ত্বকের খেয়াল রাখার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু বিষয়-রোজকার খাবার, জীবনযাপন, যেখানে থাকেন সেখানকার আবহাওয়া, ব্যবহৃত বিউটি প্রোডাক্টস-সহ অনেক কিছুই। রাসায়নিক মেশানো সিরাম ব্যবহার করার চেয়ে বাড়িতেই ব্রণ দূর করার জন্য বানিয়ে ফেলুন ঘরোয়া সিরাম ।

১. ভিটামিন সি এবং গোলাপ জল


২  টেবিল চামচ ভিটামিন সি পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপ জল,এবং ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটি পরিষ্কার এবং শুকনো বোতলে সংরক্ষণ করুন। এই সিরাম মৃত ত্বককে পুনরুজ্জীবিত করতেও সাহায্য করে। ময়েশ্চারাইজার ব্যবহারের আগে রুটিন মাফিক এই সিরাম ব্যবহার করতে পারেন।


২. টি ট্রি অয়েল এবং অ্যালোভেরা


টি ট্রি অয়েল ব্রণ প্রবণ ত্বকের জন্য একটি চমৎকার অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। ৫-১০ ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল, ২০ ফোঁটা গোলাপ জল, এবং ৪ টেবিল চামচ অ্যালোভেরা নিন। একটি সিরামের মতো সমস্ত উপাদান মিশ্রিত করুন। একটি পরিষ্কার শুকনো কাচের বোতলে সংরক্ষণ করে রাখুন।  এই সিরাম যেন কোনওভাবে সূর্যের আলোয় না পড়ে । স্কিন কেয়ার রুটিনে প্রতিদিন ব্যবহার করতে পারেন।

তৈলাক্ত ত্বকের জন্য ভিটামিন সি সিরাম

কিভাবে সিরাম ব্যবহার করবেন:


তৈলাক্ত ত্বকের হাইড্রেশন প্রয়োজন৷ ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টিসাধন করে সেরাম৷ ফলে গড়পড়তা ক্রিম ও ময়্চারাইজারের তুলনায় অনেক বেশি কার্যকর হয়৷  সিরাম ব্যবহার করা খুবই সহজ৷ মুখ পরিষ্কার করে নেওয়ার পর সিরাম ব্যবহার করতে হয়৷ এই বিউটি টনিকের মাত্র কয়েক ফোঁটা তৈলাক্ত ত্বককে প্রয়োজনীয় পুষ্টি দেয়৷ সারা দিনের জন্য আপনার ত্বক থাকে ঝলমলে৷ মুখ ধুয়ে ফেলার পর আঙুলের ডগায় সিরাম নিয়ে আলতো ভাবে মুখে এবং ঘাড়ে লাগিয়ে দিন৷ 


Read More,

বয়স অনযায়ী ত্বকের যত্ন – How Do You Use Ageless Beauty



Tags – Skin Care, Skin Tips 

Bristy

Leave a Comment

Recent Posts

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

4 mins ago

Himalaya Anti Wrinkle Cream: বলিরেখা কমানোর বেস্ট ক্রিম

আজকাল রোদের তাপে, ধুলো বালি দূষণের কারণে বয়স না হতেই বয়স্ক লাগে অনেককে। মুখে চটজলদি…

20 mins ago

Summer Best Sunscreen: সান ট্যান দূর করতে সেরা ৩ সানস্ক্রিন

দিন দিন যেনো ত্বকের সমস্যা বেড়েই চলছে,, ত্বকে দাগ ছোপ হওয়া, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া…

12 hours ago

Rose Water Spray: পুজোতে একটি স্প্রে দিয়েই ফেস গ্লো করুন

সামনেই তো পুজো এখন থেকেই রূপচর্চা একটু শুরু না করে দিলে হয়… কিনতু এর জন্য…

1 day ago

5 Ways of Sun Tan Removal: ত্বক থেকে ট্যান দূর করার উপায়

How To Remove Tan From Face: এই প্রখর রোদ ও ঘামের কারণে ত্বকের ওপর ট্যান…

5 days ago

Summer Health Tips: এতো গরমে শরীর ও পেট ঠান্ডা রাখার উপায়

এই কদিন ধরে গরমের যা তীব্রতা,, তাতে প্রাণ যায় যায়….এই তীব্র গরমে শরীর ও পেটকে…

5 days ago