Spread the love

Skin Care Home Remedies In Summer: গরমে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন


বর্ষাকালে ত্বকের রঙ হারিয়ে যায়,, এই ঋতুতে ত্বককে সুস্থ রাখতে প্রতিদিনের ত্বকের যত্নের রুটিন মেনে চলতে হবে । তাই বাড়িতে ত্বকের যত্নের রুটিন মেনে চলা জরুরি । যার কারণে মুখের উজ্জ্বলতা বজায় থাকবে ।


IMG_20230808_121813-1691477305937 Skin Care Home Remedies In Summer - গরমে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন

Top 10 skin care tips for summer

ত্বকের যত্নের রুটিন অনুসরণ করুন: ঘরে বসেই মুখে স্ক্রাব এবং ফেস মাস্ক লাগাতে পারেন । এজন্য ঘরে তৈরি ফেস মাস্ক বা বাজার থেকে আনা যেকোনো ফেস মাস্ক লাগাতে পারেন ।


গরমে ত্বকের যত্ন কিভাবে নেব


ফেসপ্যাক

ত্বকের জেল্লা বাড়াতে মুলতানি মাটির বিকল্প নেই। গরমে ত্বকের তেল-ভাব দূর করতে মুলতানি মাটি ও মিশিয়ে ব্যবহার করতে পারেন।।এটি ত্বকের মলিন ভাবও দূর করে জেল্লা ফিরিয়ে আনে।

Home remedy for skin whitening in 3 days

ট্যন রিমুভাল

গরমে ট্যন পড়ে যাওয়া সাধারণ ব্যাপার, তবে হাতের কাছে টমেটো থাকলে চিন্তার কোনও কারণ নেই। টমেটোর মধ্যে থাকা লাইকোপিন প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে। একটি টমেটো বেটে নিয়ে তাতে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ট্যান পড়ে যাওয়া অংশে লাগিয়ে আধঘণ্টা পরে ধুয়ে নিতে হবে।


Daily skin care routine home remedies


রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক ভাল থাকে। কাঁচা দুধ,লেবুর রস আর মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে দিয়ে মুখ ধুলে তা ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য় করে।


Home remedies for glowing skin in summer


ফেস মিস্ট

সব ধরনের ত্বকেই শশা উপকারী। প্রচন্ড গরমে ত্বক ঠান্ডা রাখতে ফেস মিস্ট সবচেয়ে ভালো উপায়। একটি শসা থেঁতো করে তার রস ছেঁকে নিয়ে তাতে এক চামচ গোলাপ জল মিশিয়ে স্প্রেয়ারে ভরে নিতে হবে। গরমে মুখ জ্বালা করলেই এটি মুখে ছিটিয়ে দিন। দেখবেন ত্বক একদম ঠাণ্ডা হয়ে গেছে।।


Read More,

মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় – How To Remove Oil From Face Permanently



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *