Spread the love

Skin Care Products For Oily Skin – তৈলাক্ত ত্বকের যত্নের রুটিন


ত্বক কেনো তৈলাক্ত হয়?? সবারই প্রশ্ন,, তাহলে মন দিয়ে শুনুন – ত্বকে থাকা সেবাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত সিবাম উৎপাদনের জন্য ত্বক তৈলাক্ত হয় । সিবাম হলো চর্বি দিয়ে তৈরি একটি তৈলাক্ত পদার্থ যার কাজ ত্বককে রক্ষা এবং ময়েশ্চারাইজ করা এবং আপনার চুলকে চকচকে এবং স্বাস্থ্যকর রাখা। তবে অত্যাধিক সিবাম ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রে আটকে জমে যেতে পারে এবং এতে ব্রণ হতে পারে। তৈলাক্ত ত্বকের যত্ন করা জটিল। কিনতু আপনি বাড়িতে বসে প্রাকৃতিক পথ্য ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন –


IMG_20230625_142115-1687683085084 Skin Care Products For Oily Skin - তৈলাক্ত ত্বকের যত্নের রুটিন

Which product is best for oily skin


তৈলাক্ত ত্বকের যত্ন-

আপনার ত্বক তৈলাক্ত হলেও একটু বেশি যত্ন করতে হবে। অয়েল কন্ট্রোলড ফেসওয়াশ ব্যবহার করতে হবে। যাতে আপনার ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণে থাকে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে এই রুটিন ফলো করুন।


সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মুখ ক্লিনজিং করে নিন। তারপর সাধারণ স্ক্রাব ব্যবহার করে এক্সফোলিয়েশন করুন। তারপর মুখ ভালো করে ধুয়ে নিন। এবার টোনার লাগিয়ে নিন। জেল বেসড ময়শ্চারাইজার লাগান। শেষে সানস্ক্রিন মেখে নিন। রাতে টোনার লাগানোর পর সিরাম ব্যবহার করতে পারেন। নাইটক্রিম লাগান তারপর।


What is needed in a skincare routine for oily skin

তৈলাক্ত ত্বক হোক বা ব্রণ প্রবণ ত্বক সানস্ক্রিন এড়িয়ে গেলে চলবে না। ত্বককে ভাল রাখতে গেলে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখতে হবে। সপ্তাহে দু’বার স্ক্রাব ব্যবহার করুন। এতেই উপকার পাবেন।

তৈলাক্ত ত্বকের যত্নে এক্সফোলিয়েশন জরুরি। এতে মরা চামড়া দূর হয়ে যায় এবং ত্বকের জেল্লা বাড়ে। কিন্তু রোজ এক্সফোলিয়েশন করবেন না। সপ্তাহে দু’বার স্ক্রাব ব্যবহার করুন।

সপ্তাহে একদিন ফেসপ্যাক ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকের যত্নে আপনি বেসন, মুলতানি মাটি কিংবা চন্দনের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এই কয়েকটি উপায় মেনে চললেই আপনার তৈলাক্ত ত্বক ভাল থাকবে।


Which toner is best for oily skin


এছাড়াও ত্বকের যত্নে –


মধু ব্যবহার করতে পারেন।। মধু জীবাণু প্রতিরোধ করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ব্রণ এবং তৈলাক্ত ত্বকে সরাসরি মুখের ওপর মধু মাখুন। প্রায় ১০ মিনিট অপেক্ষা করে, মধু শুকিয়ে গেলে উষ্ণ জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।


ডিমের সাদা অংশ এবং লেবু


লেবু এবং অন্যান্য সাইট্রাস ফল তেল শোষণ করতে সাহায্য করে। এছাড়াও, লেবুর অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্ষমতাও আছে। ডিম লেবুর প্যাক বানাতে ১টি ডিমের সাদা অংশে ১চা চামচ লেবু রস মেশান ও ভিটামিন ই ক্যাপসুল মেশান। এবারে, এটি আপনার মুখে লাগিয়ে নিন এবং শুকিয়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন।


IMG_20230625_142059-1687683084838 Skin Care Products For Oily Skin - তৈলাক্ত ত্বকের যত্নের রুটিন

তৈলাক্ত ত্বকের যত্নে বেসন


ঘৃতকুমারী বাঁ অ্যালোভেরা:

অ্যালোভেরা ত্বকের শুষ্কতা প্রতিরোধ করে। রাতে ঘুমানোর আগে আপনার মুখে ঘৃতকুমারী প্রয়োগ করুন এবং সকাল পর্যন্ত রেখে দিন। অ্যালোভেরা ত্বকের যত্নে দারুন কাজে আসে।।

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন


টমেটো:

ত্বকে অতিরিক্ত তেল এবং ত্বকের ছিদ্রগুলোতে ময়লা জমে বন্ধ হয়ে গেলে সেগুলো পরিষ্কার করতে টমেটো সাহায্য করে। টমেটো দিয়ে একটি এক্সফলিয়েটিং মাস্ক তৈরি করতে ১টি টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ চিনি মিশান। এরপর গালের ওপর বৃত্তাকারভাবে ম্যাসেজ করুন এবং ৫ মিনিটের জন্য রেখে দিন। তারপর ভালোভাবে মুখ ধুয়ে নিন। দেখবেন ব্ল্যাকহেডস ও দূর হয়ে গেছে।।


Read More,

Toner For Oily Skin – তৈলাক্ত ত্বকের জন্য টোনার



Tags – Skin Care, Skin Tips


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *