Spread the love

Skin Care Routine Steps : গোলাপ জল দিয়ে রূপচর্চা

আমরা সকলেই জানি ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে গোলাপজল। অনেক আগে থেকেই গোলাপ জল রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে আসছে। তাই আর দেরি না করে আমাদের এই পেজ এ এর পাতায় দেখে ফেলুন কিভাবে বাড়িতেই গোলাপ জল তৈরি করবেন, গোলাপ জলের উপকারিতা এবং গোলাপ জল দিয়ে কিভাবে রূপচর্চা করবেন।


photogrid.collagemaker.photocollage.squarefit_20239223245228-1693677257024 Skin Care Routine Steps : গোলাপ জল দিয়ে রূপচর্চা

Skin care routine steps at home

গোলাপ জল তৈরি করার পদ্ধতি – প্রথমত, একটি পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গোলাপ ফুলের পাঁপড়ি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিন, তারপর ছেঁকে নিলেই তৈরী হয়ে যাবে অসাধারণ গোলাপ জল।


Skin care routine steps for dry skin


ব্যবহার করার পদ্ধতি –


১) টোনার তৈরি করুন – গোলাপ জল দিয়ে তৈরি করতে পারেন অসাধারণ টোনার। অবশ্যই ফ্রিজে রেখে ব্যবহার করুন। নষ্ট হবেনা।।


Skin care routine steps for oily skin


২) ফেসপ্যাক তৈরি করুন – গোলাপ জলের সঙ্গে পরিমাণমতো গোলাপ ফুলের পাঁপড়ি বেটে নিয়ে চন্দন গুঁড়োর সাথে এই মিশ্রণটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন, এতে ত্বকের সৌন্দর্য বজায় থাকে।


৩) চোখের ফোলাভাব কমান –

এর জন্য ২ চা চামচ গোলাপ জল, ৩-৪ ফোঁটা লেবুর রস দিয়ে একটা প্যাক তৈরি করে নিন। এর পর তুলো দিয়ে ভিজিয়ে রোজরাতে মুখে মাখুন।বলিরেখা পড়া রোধ করবে সেই সঙ্গে চোখের নিচ ফোলাভাব দূর করবে।।


গোলাপ জল দিয়ে ফর্সা হওয়ার উপায়


৪) ব্রণর সমস্যা মেটাতে

গোলাপ জল এবং ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে নিন।৩০ মিনিট অপেক্ষা করুন।

জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এটি সপ্তাহে ২- ৩ বার ব্যবহার করতে পারেন।


গোলাপ জল বানানোর নিয়ম


৫) ময়েশ্চারাইজারে


গোলাপজল, ও জলপাইয়ের তেল একসঙ্গে মিশিয়ে ময়েশ্চারাইজার বানিয়ে নিতে পারেন। এটি চেহারায় বয়সের ছাপ রোধেও কাজ করবে। পাশাপাশি আপনার ত্বককে বেশ লম্বা সময় ধরে আর্দ্র রাখবে।


Read More,

Natural Eye Makeup Step By Step : পুজোর আগে চোখের মেকাপ করার পদ্ধতি


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *