গরমে ত্বকে সৌন্দর্য্যের কোনো ছিটে ফোটাও থাকে না,,, ত্বক সারাক্ষণ হয়ে থাকে তৈলাক্ত,, তবে ত্বককে উজ্জ্বল করতে চান সকলেই। এই সৌন্দর্য্যের পিছনে দৌড়াতে গিয়ে সকলে পার্লার ও নামিদামী প্রসাধনীর পিছনে একগাদা টাকা খরচ করেন। তবে সেগুলো তেও কোনো কাজ দেয়না… তাই এসবের পিছনে সময় নষ্ট না করে আজ যেগুলো টিপস্ দিচ্ছি সেগুলি ফলো করুন…. টেক্সচারড ত্বকের মোকাবিলা করতে নিয়মিত স্কিনকেয়ার রুটিন মেনে চলা দরকার। পাশাপাশি রইল কিছু কাজের টিপস যা আপনার ত্বকের টেক্সচার দিনে দিনে মসৃণ সুন্দর করে তুলতে পারে।
গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায়
✓ প্রথমে ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ গুলো সরিয়ে ফেলতে হবে। কারণ ত্বকের মধ্যে আটকে থাকা তেলময়লা ত্বকের সৌন্দর্য্যে নষ্ট করে দাওয়ার বড় কারণ। ত্বক থেকে মৃত কোষ তুলে ফেলতে নিয়মিত ত্বক এক্সফোলিয়েট করা দরকার। টমেটো চিনি কিংবা কফি মধুর স্কাব ইউজ করতে পারেন।
✓ ভিটামিন সি ব্যবহার করুন: ত্বকের কোষ উন্নত করার সবচেয়ে সেরা উপায় হল অ্যান্টিঅক্সিডান্টের জোগান দেওয়া। ভিটামিন সি-এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডান্ট আপনার ত্বককে পরিবেশজনিত সমস্ত হামলা থেকে রক্ষা করে, নিয়মিত মাখলে ত্বকের টেক্সচার সুন্দর হয়ে ওঠে।
কালো ত্বক ফর্সা করার উপায়
✓ গোলাপ জল: গোলাপ জল ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনে। আপনি আপনার সৌন্দর্য ধীর্ঘ দিন বজায় রাখতে গোলাপ জল ব্যবহার করতে পারেন। সামান্য তুলো গোলাপ জলে ডুবিয়ে সারা মুখে আলতো করে লাগান। এটি আপনার ত্বকে রেখে দিন সারা রাত এবং পরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
✓ ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করুন। ময়শ্চারাইজার ত্বক শুষ্ক হতে দেয় না, এবং অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণে রাখে। গরমে হালকা কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন।
গরমে ত্বকের যত্নের ঘরোয়া উপায়
✓ হলুদ:রূপচর্চায় আদিযুগ থেকে ব্যবহার হয়ে আসছে হলুদ। তাই সপ্তাহে দুদিন ফেসপ্যাক ইউজ করতে পারেন,,, আর ত্বকের হাজার সমস্যা মেটাতে সাহায্য করে হলুদ। তাই সপ্তাহে এক থেকে দু’দিন হলুদ বেটে লাগান।
✓ টমেটো:গরমে সান ট্যান এর জন্য ত্বক কালো হয়ে যায়। ফলে কালো দেখায়। আর এই সান ট্যানের সমস্যা মেটাতে সাহায্য করে টমেটো। এতে লাইকোপিন রয়েছে। যা ত্বকের ট্যান তুলে ত্বককে ঝকঝকে করে দেয়।
ত্বক উজ্জ্বল করার খাবার:
** টমেটো: ত্বকের যত্নে টমেটো ব্যবহারের কোনো বিকল্প নেই। টমেটোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি। যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ সহায়ক।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
** গাজর: নিয়মিত গাজর খেলে ত্বক হবে সজীব ও উজ্জ্বল। গাজর ত্বকের টিস্যু মেরামত করে এবং ক্ষতিকর সূর্য রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে।
** বাদাম: বাদামে আছে ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং ভিটামিন-ই। এটি ত্বককে আরও সজীব ও লাবণ্যময় করে তুলবে।
** কলা: ত্বক ভালো রাখার জন্য কলা অত্যন্ত উপকারী। এটি ত্বকের মলিনতা দূর করতেও কার্যকর।
আরোও পড়ুন,
Hair Removal At Home: ঘরোয়া উপায়ে লোম তোলার উপায়