Spread the love

Summer Beauty Hacks For Oily Skin – গরমের মেকাপ টিপস্


সাধারণত ত্বক তিন ধরণের হয় ,, শুষ্ক, তৈলাক্ত ও মিশ্র। তৈলাক্তি ত্বকের অধিকারীদের অনেক ঝামেলা পোহাতে হয়। এদের ত্বক সংবেদনশীলও হয়ে থাকে। একটু এদিক থেকে ওদিক হলেই মুখে ব্রণের সমস্যা ও এলার্জি সমস্যা দেখা দেয়। তাই তৈলাক্ত ত্বকের স্বাজসজ্জা করতেও অনেকে ভয় পান। তৈলাক্ত ত্বকে অনেক সময় সহজে মেকআপ বসতেও চায় না অথবা মেকআপ করার কিছুক্ষন পরই মেকআপ মনে হয় গলে গলে পরতে থাকে। গরমকালে মেকাপ করে মনে শান্তি পাওয়া যায় না। কারন মেকাপ খুব বেশি সময় ত্বকে থাকেনা। তাই আজ কিছু টিপস্ বলবো যা আপনার কাজে আসবে যদি আপনার তৈলাক্ত ত্বক থাকে…….


IMG_20230721_125433-1689924281492 Summer Beauty Hacks For Oily Skin - গরমের মেকাপ টিপস্

Summer Meckup Tips For party


১/ ক্লিঞ্জার

যাদের তৈলাক্ত ত্বক তারা প্রায়শই যে ভুল করে তা হল, উল্টো পাল্টা জিনিষ পত্র ব্যবহার করে তেলভাব কমাতে চায় আর এটি তাদের আসল ভুল,,, এসব ফরমুলা ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয় আর এজন্যই আপনার তৈলাক্ত ত্বকের যত্নে হালকা মানের অয়েল ফ্রি ক্লিঞ্জার বাছাই করা উচিত। যার ভালো স্ক্রাবিং শক্তি থাকবে ও ত্বকের আসল সৌন্দর্য বের করে আনবে।

২/ এরপর মুখের বেস মেকাপের জন্য যাই ব্যবহার করুন সেটি যেন অয়েল ফ্রী হয়। অয়েল ফ্রি মেকাপ এখন বাজারে প্রচুর পাওয়া যায়। তা ব্যবহার করে সহজেই সুন্দর মেকাপ করতেই পারেন।


গরমকালের প্রতিদিনের মেকাপ


৩/ ফাউণ্ডেশন

ফেসওয়াশ বা ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করার পর, টোনার ব্যবহার করতে ভুলবেন না। কারন ক্লিনজিং মিল্ক ত্বকের ছিদ্রগুলিকে খুলে, জমে থাকা ময়লাকে বার করে। তৈলাক্ত ত্বকে অয়েল ফ্রি ফাউণ্ডেশন বা পাউডার বেস ফাউন্ডেশন ব্যবহার করা ভালো। তাহলে ফাউন্ডেশন গলে যাবে না।


৪/ ওয়াটার প্রুফ কসমেটিক্স

মেকাপ ত্বকে অনেকখন রাখার একটি উপায় আমরা সবাই জানি। সেটি হল বরফ। মেকাপ করার আগে যদি কয়েক টুকরো বরফ নিয়ে ২০-৩০মিনিট লাগান, তাহলে মেকাপ অনেকটা সময় থাকে।


৫/ ব্লোটিং পেপার

আপনি কি খুব ঘামেন? তার ফলে মেকাপ নষ্ট হয়ে যায়? তাহলে সেই ঘাম কোন কাপড় বা রুমাল দিয়ে না মুছে, সাথে রাখুন ব্লোটিং পেপার। এটি দিয়ে মুছলে ঘামও যাবে আর মেকাপও উঠবে না।


গরমকালের বিয়ে বাড়ির মেকাপ


৬/ চোখ ও ঠোঁটের মেকাপ

মুখের মেকাপ হালকা করলে চোখের মেকাপ ভারী করতে হয়। আর মুখের মেকাপ ভারী হলে চোখের মেকাপ হালকা করতে হয়। তবে গরমে মুখের মেকাপ যেহেতু হালকা করাই ভালো তাই চোখকে হাইলাইট করতে পারেন।


৭/ আর নীচের অংশে হালকা করে কোন হার্বাল কাজল ব্যবহার করুন। তার সঙ্গে জামার সঙ্গে ম্যাচ করে হালকা রঙের অ্যাই শ্যাডো লাগান।


৮/ মেকাপ সেটিং স্প্রে


আপনার তৈলাক্ত ত্বকে যদি সহজেই ফাইন্ডেশন নষ্ট হয়ে যায় তাহলে আপনি একটি মেকাপ সেটিং স্প্রে কিনতে পারেন, যা আপনার মেকাপকে দিনভর ঠিক রাখবে।


আরোও পড়ুন,

Tags – Meckup Tips, Summer Meckup

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *