Spread the love

ত্বকের যত্নে স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন খুব জরুরি…. শীত হোক কিংবা গ্রীষ্ম সকল ঋতুতেই বডি স্ক্রাব প্রয়োজন। শরীরের সৌন্দর্য ধরে রাখার জন্য বিভিন্ন রকমের বডি স্ক্রাব অনেকে ব্যবহার করে থাকেন.. সেক্ষেত্রে ত্বকের যত্ন নিতে আমার পছন্দের বেস্ট বডি স্ক্রাবিং এর নাম বলবো…. এই বডি স্ক্রাব শরীর থেকে নোংরা পরিস্কার করতে সাহায্য করে দ্রুত..…

IMG_20240730_201321-edited Summer Best Body Scrub||গরমকালে ত্বকের যত্নের বেস্ট বডি স্ক্রাব

বডি স্ক্রাবিং কী —

✓✓ সাধারণত বিভিন্ন এক্সফোলিয়েটরের মাধ্যমে বডির উপরের লেয়ারে জমে থাকা ডেড সেলস ও ময়লা পরিষ্কার করে ব্রাইট, স্মুথ এবং ক্লিন করে তোলাকেই বডি স্ক্রাবিং বলা হয়ে থাকে। হাত পা মুখের পাশাপাশি পুরো শরীরও ভালোভাবে ক্লিন করতে হবে।

বডি স্ক্রাব ব্যবহারের নিয়ম

** Dove Body Scrub Benefits: এই স্ক্রাব স্কিন সেল রিজেনারেশনে সাহায্য করে, স্কিনে টাইটেনিংয়ে ভূমিকা রাখে। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেলস, যা সাইন কমাতে হেল্প করে। পাশাপাশি স্কিনটোনকে ইমপ্রুভ করে ব্রাইট লুক দেয়।এটি বেশ কার্যকর স্ক্রাবিং এজেন্ট হিসাবে।

গরমে ত্বকের যত্নে বেস্ট বডি স্ক্রাব

যাদের প্রচন্ড ড্রাই আর রাফ স্কিন, সেই সাথে বডি স্কিনে একনে এবং একজিমার সমস্যা, তাদের জন্য উপযোগী। এটি ডেড সেলস ক্লিনের পাশাপাশি ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, ও ড্যামেজড স্কিনের জন্য বেস্ট সল্যুশন হিসাবে কাজ করে। এতে থাকা দানাদার ফল ব্লেন্ড করে শরীরের ত্বকে ম্যাসাজ করে নিন। এটি আপনার স্কিনের ডালনেস কমানোর পাশাপাশি ডিপলি ক্লিন করবে।

আরোও পড়ুন,

Anti-Aging Product: অ্যান্টি-এজিং ৩ কার্যকারী ফেসপ্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *