দিন দিন যেনো ত্বকের সমস্যা বেড়েই চলছে,, ত্বকে দাগ ছোপ হওয়া, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া , চামড়া ঝুলে পড়ার মতো ইত্যাদী সমস্যা লেগেই আছে,,, একটু খেয়াল করে দেখবেন যে এসব সমস্যা হচ্ছে ত্বকের ওপর সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবের ফলে…. এই গরমে সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা ইম্পরট্যান্ট একটি স্টেপ। তাই আজকে জানাবো বেস্ট সানস্ক্রিনের নাম —
গ্রীস্মের সেরা সানস্ক্রিন
1। The Derma Co 1% Hyaluronic Sunscreen SPF 50: এই সানস্ক্রিন ক্ষতিকারক আলোর বিরুদ্ধে লড়াই করে। এই কারণেই আমরা আপনার জন্য নিয়ে এসেছি ভিটামিন ই সহ 1% হায়ালুরোনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল যা আপনার ত্বককে শুধু সূর্যের থেকে নয়, পর্দা থেকেও রক্ষা করে। Derma Co. 1% Hyaluronic Sunscreen Aqua Gel সুগন্ধ মুক্ত এবং আপনার ছিদ্র আটকায় না। হায়ালুরোনিকের 1% ঘনত্বের উপস্থিতি এই সানস্ক্রিনে থাকা অ্যাসিড এটিকে দ্রুত শোষণ করে এবং ত্বকে তীব্র হাইড্রেশন প্রদান করে।
গরমের ৩ সানস্ক্রিন
2। Vitamin C + E Face Sunscreen SPF 50 PA+++ For Glowing Skin: এটি ইউ ভি এ এবং ইউ ভি বি থেকে ত্বককে রক্ষা করে। ফলে সানবার্ন এবং বয়সের ছাপ পরা প্রতিহত হয়। এই সানস্ক্রিনে এসপিএফ ৫০ রয়েছে, যা সূর্যের ইউ ভি রে থেকে ৯৮% পর্যন্ত সুরক্ষা করতে পারে। আর এটি সব টাইপের স্কিনে ইউজ করা যায়,, খুব লাইট ওয়েট হওয়ায় সানস্ক্রিনটি সহজে স্কিনে মিশে যায়।
3। Bright and protected skin with Vitamin C + Niacinamide Sunscreen: এই সানস্ক্রিনটির বেস্ট পার্ট হচ্ছে এটি ওয়াটারপ্রুফ,, সূর্যের রশ্মি থেকে রক্ষা করতে পারে। এই সানস্ক্রিনটি সব ধরণের ত্বকে ব্যবহারযোগ্য। লাইটওয়েট এবং ক্রিমি ফর্মুলার একটি সানস্ক্রিন, এমন ফর্মুলা অনেকেই প্রেফার করেন। ম্যাট ফিনিশিং দেয়, সাদা সাদা হয়ে ভেসে থাকে না। স্কিন স্মুথ রাখে।
আরোও পড়ুন,
Rose Water Spray: পুজোতে একটি স্প্রে দিয়েই ফেস গ্লো করুন