Toner: সকলেই জানি গরমে ত্বকের চাই একটু বিশেষ যত্ন,,, কারন গরমে অতিরিক্ত তাপমাত্রা এবং বাইরের ধুলো বালির কারনে ত্বকের প্রাকৃতিক জেল্লা ধীরে ধীরে হারিয়ে যায়। তাই এই গরমে সানট্যান এবং সানবার্নের মতো সমস্যা দেখা দেয়। এ ছাড়াও ত্বকে আর্দ্রতার ঘাটতি দেখা দিলে ত্বক রুক্ষ হয়ে যায়।
টোনার তৈরির নিয়ম
তাই ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে টোনার ইউজ করুণ। এই টোনার ত্বকে ম্যাজিকের মতো কাজ করে,, আপনারা চাইলে প্রাকৃতিক ভাবেই বাড়িতে টোনার বানিয়ে নিন…. এর উপকারিতাও অনেক…।
টোনার ব্যবহারের নিয়ম
টোনার কিভাবে ও কখন ব্যবহার করতে হয়?
টোনার ত্বক পরিষ্কার করার পরে, সকালে এবং রাতে প্রয়োগ করা হয়। টোনার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত ময়লা, তেল, মেকআপ অপসারণ করে। এবং ত্বক এক নিমেষে সতেজ করে তোলে।
টোনারের উপকারীতা.…
১. ত্বকের ব্রেক আউট ও দাগছোপের বিরুদ্ধে কাজ করে ক্ল্যারিফাইয়িং টোনার।
২. ত্বক ময়েশ্চারাইজিং করে। এবং ত্বকে আর্দ্রতা ফিরিয়ে দেয়। ত্বক ভালো রাখে ।
ঘরে তৈরি সেরা ৩ টোনার
৩. টোনার দৈনিক বা সপ্তাহিক ভিত্তিতে ব্যবহার করতে হয়। কারন টোনার মৃত কোষ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
কীভাবে ঘরোয়া পদ্ধতিতে টোনার তৈরি করবেন….
1। অ্যালোভেরার টোনারঅ্যালোভেরায় নানা উপাদান রয়েছে, যা আপনার ত্বককে জেল্লাদার করে। ব্রণ ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।
কী ভাবে বানাবেন? এই টোনার বানাতে আপনার প্রয়োজন, আধ কাপ রোজ ওয়াটার এবং আধ কাপ অ্যালোভেরা এবং একটি ভিটামিন ই ক্যাপসুল। এই তিন উপাদান ভালো করে মিশিয়ে বানিয়ে নিন টোনার। তারপর স্প্রে বোতলে ঢেলে রাখুন।
2। রোজ ওয়াটার টোনার: গোলাপ জল ত্বকের জন্যে এমনি উপকারী। কারন এটি আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। যেভাবে তৈরি করবেন —একটি পাত্রে ১ টেবিল চামচ গোলাপ জল নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই দুই উপকরণ মিশিয়ে তৈরি করুন আপনার টোনার।
3। ১ চামচ টি ট্রি অয়েল, ১ চামচ ল্যাভেন্ডার অয়েল, একসঙ্গে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। রাতে শোওয়ার আগে মুখে লাগিয়ে নিন। ফল দেখুন এক সপ্তাহেই।
আরোও পড়ুন,
3 Best Summer Day Cream: গ্রীষ্মে উজ্জ্বল ত্বকের জন্য সেরা ডে ক্রিম