Spread the love

Summer Skin Care Tips For Oily Skin:গরমে ত্বকের ঘরোয়া যত্ন

IMG_20230424_151031-1682329261851 Summer Skin Care Tips For Oily Skin - গরমে ত্বকের ঘরোয়া যত্ন

Tips For Oily Skin In Summer

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে পারলে গরমে যে সমস্ত ত্বকের সমস্যা হয় সেগুলো আর হয়না,, তৈলাক্ত ত্বকে একটাই প্রধান সমস্যা হলো খুব সহজে ধূলোবালি আটকে যায় এবং অতিরিক্ত তেল মুখের রোমকূপগুলোকে বন্ধ করে দেয়। তথা গরমে তৈলাক্ত ত্বকের যত্ন কিভাবে করবেন তার কিছু উপায় ও টিপস দেওয়া হলো।কিছু ক্ষেত্রে ত্বক পরিষ্কার না রাখায় ব্রণ দেখা দিতে পারে তৈলাক্ত ত্বকে লোমকূপ বড় হয়ে যায়।

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন কিভাবে করবেন?


১/ গরমে প্রতিকূল আবহাওয়া থেকে তৈলাক্ত ত্বক রক্ষা করতে হলে প্রতিদিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে হবে। ভালো মানের ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে।। বাড়িতে বসেই ত্বকের যত্ন নিতে পারেন।


গরমে রাতে ত্বকের যত্ন


২/ শশার রস তৈলাক্ততা দূর করতে খুবই কার্যকর। প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। এতে ত্বকের নোংরা অনায়াসেই দূর হয়ে যাবে।।


৩/ অ্যালোভেরা: অ্যালোভেরায় থাকা অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং হাইড্রেটিং গুণ ত্বকের ছিদ্র সঙ্কুচিত করে এবং ত্বকের অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে। এ সময় বাইরে থেকে ফিরে ফেস ওয়াশ ব্যবহার করে মুখ ভালোভাবে ধুয়ে নিন। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে তাজা জেল বের করে লাগাতে পারলে ভালো থাকবে ত্বক।।


গরমে তৈলাক্ত ত্বকের যত্ন

৪/ গ্রিন টি: গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান,যেমন-পলিফেনল ব্রণ নিরাময়ে এবং সিবাম উৎপাদন কমাতে কার্যকর। নিয়মিত লেবুর রস যোগ করে এক কাপ গ্রিন টি পান করুন।


৫/ এ ছাড়া স্ক্রাব হিসেবে ব্যবহার করতে চাইলে এর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিলেই হবে। যাদের মধুতে অ্যালার্জি নেই, তারা সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন এই মিশ্রণে। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে।


গরমে মেয়েদের ত্বকের যত্ন


IMG_20230424_151016-1682329262193 Summer Skin Care Tips For Oily Skin - গরমে ত্বকের ঘরোয়া যত্ন
আরও পড়ুন,

প্রতিদিনের ত্বকের যত্ন

৬/ গরম কালে ভারী মেকআপ করা উচিত নয়। এর ফলে ত্বকের সমস্যা বাড়তে পারে। এই সময় কেবল হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অয়েলি স্কিনের জন্য ক্লিনজিং, টোনিং ও ময়েস্চারাইজিং নিয়মিত প্রয়োজন।


৭/ গোলাপ জল, লেবুর রস সমান পরিমাণে নিয়ে একটি প্যাক বানিয়ে আধ ঘণ্টা মুখে লাগিয়ে রাখুন। আলতো ভাবে তুলো দিয়ে মুখ পরিষ্কার করুন ধীরে ধীরে। এতে ব্রণ ও মুখের দাগ উধাও হয়ে যাবে।


৮/এক চা চামচ বেসন, অল্প হলুদ গুঁড়ো, টক দই একসঙ্গে মিশিয়ে লাগাতে হবে এবং আধঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে। এতে করে ত্বক ফর্সাও হবে ও সুন্দর থাকবে।।।




Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *