Spread the love

শুরু হয়েছে কদিন ধরে গ্রীষ্মের তাপদাহ। কিন্তু এই গরমে কাজের জন্য বাইরে তো বেরোতে হবে। তাই সকলে চায় একটু সস্থীর পোষাক পরতে। যা গরম কম লাগবে। শীতের ভারী-মোটা কাপড়ের বড়লে ওয়্যারড্রোবে জায়গা নিয়েছে আরামদায়ক পাতলা সুতি কাপড়ের পোশাক। তাই এই সময়ের পোশাক-আশাকের সম্পর্কে আলোচনা করবো….

GridArt_20240516_230550774-1-1024x819 Summer Wear For Women: গ্রীষ্মকালে মহিলাদের পোশাক

মহিলাদের জন্য 5 সেরা গ্রীষ্মের ট্রেন্ডি পোশাক

গ্রীষ্মে মেয়েদের পোশাক নির্বাচনের ক্ষেত্রে সুতি পোশাকই প্রাধান্য পায় বেশি।সুতির কুর্তি , ম্যাক্সি ড্রেস… ইত্যাদী। ঘরের ভেতর ক্যাজুয়াল পোশাক পড়ে থাকতে থাকতে বাইরে খুব ফরমাল আটশাট পোশাক পরা কঠিন হয়ে পড়ে। কাজে পরে যাবার জন্য হালকা ব্লক প্রিন্টের সুতি বা লিনেন সালোয়ার কামিজ অথবা কুর্তি সবচেয়ে ভালো হয়। কুর্তির সঙ্গে পালাজ্জো, বা পাতলা ডেনিম পড়তে পারেন। সুতি কাপড়ের ফতুয়া বা টপ পরেও অফিস করতে পারেন এই গরমে।

IMG_20240516_230950-edited Summer Wear For Women: গ্রীষ্মকালে মহিলাদের পোশাক

মহিলাদের জন্য গ্রীষ্মের আরামদায়ক পোশাক

যা তাপমাত্রা মোকাবিলায় লিনেনকেও খুব উপযোগী বলে মনে করা হয়। লিনেন একটি ঢিলেঢালা বোনা কাপড় যা আপনার শরীরকে দারুণ স্বস্তি দেয়। গরমে যে ঘাম বের হয় তা শুষে নেয়।

শ্যাম্ব্রে: শ্যাম্ব্রে একটা খুব হালকা ফ্যাব্রিক যা ডেনিমের মত দেখতে। এই কাপড় তুলা থেকে তৈরি করা হয়। গরমে আপনি শ্যাম্ব্রে থেকে তৈরি ট্রাউজার, শার্ট, টপস, শর্টস ব্যবহার করতে পারেন।

IMG_20240516_230920-edited Summer Wear For Women: গ্রীষ্মকালে মহিলাদের পোশাক

গরমে মেয়েদের স্টাইলিস্ট পোষাক

রেশম বা সিল্ক: সিল্ক হল এমনই একটি কাপড় যা বছরের পর বছর ধরে মানুষের কাছে প্রিয় , সিল্ক গরমের দিনে যেমন শীতলতা আনে, তেমনি এটি আপনাকে একটি মার্জিত চেহারাও দেয়। গরমে খুব উজ্জ্বল আর গাঢ় রং মোটেও শোভন নয়।

হালকা রঙের পোশাক পরলে আপনাকে যেমন দেখতে ভালো লাগবে তেমনি আপনি স্বস্তিতে চলাফেরা ও করতে পারবেন। গরমে সবারই উচিৎ ঢিলেঢালা পোশাক পরা। যত ঢোলা তত ভালো। ঢিলেঢালা পোশাকের ভেতর দিয়ে খুব সহজেই বাতাস চলাচল করতে পারে। এতে পরিধানে আরাম পাওয়া যায়। অনেকেই ভাবেন ঢিলেঢালা পোশাকে ঠিকমতো স্টাইল করা যায় না। কথাটা মোটেও ঠিক নয়। ঢোলা বা ওভারসাইজ পোশাক এখন ট্রেন্ডি। শুধু আপনাকে স্টাইল করাটা জানতে হবে।

আরোও পড়ুন,

Summer Skin Care: গরমে ত্বকের জেল্লা ধরে রাখার উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *