Spread the love

Sunburn Treatment: গরমের দিন পড়লেই সানবার্ন এর সমস্যা কমবেশী সকলের মুখে দেখা দেয়….আরোও যাদের তৈলাক্ত ত্বক, তারা রোদে বের হলেই মুখ তেলতেলে চিটচিটে হয়ে যায়। এ কারণে তাদের মুখে ধুলো-ময়লাও খুব সহজেই আটকে যায়। এরপর ব্রণ হয়, সানবার্ন দেখা দেয়,, এমনকি মুখে অন্যান্য সমস্যাও দেখা দেয়।

IMG_20240910_125413-edited Sunburn On Face: সানবার্ন দূর করার ৫ ঘরোয়া উপায়

সানবার্ন কী?

সানবার্ন হলো সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শে থাকার কারণে ত্বকে পোড়াভাব দেখা দেয়। এতে ত্বকের ওপর লালচে ভাব দেখা দেয়।

সানবার্ন দূর করার উপায় কী —-

১/ প্রথমত ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করুন।এখনো অনেক লোক আছে যারা প্রতিদিন সঠিকভাবে মুখ পরিষ্কার করে না। কেউ কেউ আবার কেবল সাবান মেখে মুখ পরিষ্কার করেন। আর এই কারনে ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। ‘সানবার্ন’ একদম ত্বকের ওপর বসে যায়।

২/ গরমে রোদে বাইরে গেলে সারা শরীর ঢেকে, টুপি, সানগ্লাস, গ্লভস পড়ে বেরোবেন।

মুখের কালচে ভাব দূর করার উপায়

৩/ ঠাণ্ডা জলে স্নান করবেন। মুখে গরম জল দিবেন না।স্নানের পর ত্বককে আর্দ্রতা রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

৪/ রোদে পোড়ার হাত থেকে বাঁচতে হলে অ্যালভেরা বেস্ট। ত্বকের ওপর অ্যালোভেরা জেল লাগান।

ডার্ক স্পট দূর করার উপায়

৫/ শশায় ৯০ শতাংশের বেশিই জল, তাই গরমে ত্বকের জন্য এই ফল ভালো। শশা ব্যবহার করলে ত্বক আর্দ্র রাখে, এতে উপস্থিত ভিটামিন ও নানা খনিজ পদার্থ থাকায় ত্বকের শসার রস মাখলে সার্বিকভাবে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে।

৬/ এছাড়াও রোদে পোড়া ত্বকে অত্যধিক পুড়ে গেলে এবং এটি জ্বালা সৃষ্টি করে তাহলে শসার রস প্রয়োগ করুন।

আরোও পড়ুন,

2024 Durga Puja Bengali Date And Time: ২০২৪ এর দুর্গাপূজা কবে, তারিখ, সময়, ক্যালেন্ডার

Pujo Makeup: পুজোয় সকলের নজর কারুন এভাবে মেকআপ করে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *