Spread the love

Sunscreen For Men: পুরুষদের জন্য সানস্ক্রিন

মেয়েরাই শুধু সানস্ক্রিন ব্যাবহার করবে? ঠিক তা নয়!! বলতে গেলে মেয়েদের এ ছেলেদের সানস্ক্রিন প্রয়োজন,, কারণ ছেলেরা সারাদিন কাজের সুত্রে বাইরে যায় তাদের ত্বকের ওপর বেশি প্রভাব ফেলে।। যে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবের ফলেই ত্বকে বেশির ভাগ সমস্যা সৃষ্টি হয়ে থাকে। দিনের বেলায় স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করা ইম্পরট্যান্ট একটি স্টেপ। টিনেজ থেকে প্রাপ্ত বয়স্ক, ছেলে কিংবা মেয়ে, সবারই স্কিন কেয়ারে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তাই আজকে আমি ছেলেদের ৫টি সানস্ক্রিন সম্পর্কে জানাবো –

সানস্ক্রিন কী এবং কেন ইউজ করবো?

সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বককে মারাত্মক ক্ষতি করে থাকে। এই আলট্রাভায়োলেট রশ্মি থেকে নিজের ত্বককে সুরক্ষা দিতে আমরা সানস্ক্রিন ব্যবহার করে থাকি। সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে আমাদের ত্বকের কোলাজেন প্রোডাকশন দিন দিন কমতে থাকে, ফলে কম বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। ও সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে স্কিন ক্যান্সার হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন যে প্রতিদিন সানস্ক্রিন অ্যাপ্লাই করা কতটা জরুরী। সানস্ক্রিন আপনার ত্বককে সূর্যের তাপ ও ইউ ভি রে থেকে সুরক্ষিত রাখবে। জেল, ক্রিম, পাউডার, লোশন বিভিন্ন ফর্মেই সানস্ক্রিন পাওয়া যায়।



IMG_20230323_150625-1679566212053 Sunscreen For Men - পুরুষদের জন্য সানস্ক্রিন

Best Sunscreen for men in India

সানস্ক্রিন কেনার আগে জেনে নিন কিছু বিষয়


ইউ ভি রে(UV Ray)- আমাদের স্কিনের ভিতর দুইধরনের রশ্মি পোঁছাই, একটি ইউ ভি এ (UVA), অপরটি ইউ ভি বি (UVB)। ইউ ভি এ ত্বকের কোলাজেন প্রোডাকশন কমিয়ে দেয় মানে বয়সের ছাপ দেখা দেয়। আর ইউভি বি রশ্মির ফলে ত্বকে ছোপ ছোপ দাগ দেখা দেয়, যাকে আমরা বলি সানবার্ন।


এসপিএফ (SPF)- এসপিএফ মানে সান প্রোটেকশন ফ্যাক্টর (sun protection factor)। এসপিএফ (SPF) এর উপরেই নির্ভর করে আপনার সানস্ক্রিন সান ড্যামেজ থেকে আপনার স্কিনকে কত সময়ের জন্যে সুরক্ষা দিতে পারবে।


পিএ+++ (PA+++)- সানস্ক্রিনের প্যাকেজিংয়ে পি এ প্লাস (PA+) থেকে পি এ প্লাস প্লাস (PA++) এবং পি এ প্লাস প্লাস প্লাস (PA+++) পর্যন্ত দেখা যায়। যত বেশি প্লাস তত বেশি ইউ ভি এ (UV A) রশ্মি থেকে প্রটেকশন পাওয়া যায়, মানে ডীপ লেয়ারে যেয়ে কাজ করে। বুজলেন তো এবার তাহলে??!


Sunscreen for men Oily Skin


এবার চলুন দেখি বেস্ট সানস্ক্রিন গুলির নাম –


১/ নিউট্রোজিনা আল্ট্রা সির ড্রাই- টাচ সান ব্লক (Neutrogena Ultra Sheer Dry-Touch Sunblock SPF50+)


রোদ থেকে মুক্তি পেতে বেস্ট সানস্ক্রিন হচ্ছে নিউট্রোজিনা আল্ট্রা সির ড্রাই-টাচ সান ব্লক এসপিএফ ৫০+। ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করার সাথে সাথে ত্বককে সফট ও স্মুথ করে। সানস্ক্রিনটির বেস্ট পার্ট হচ্ছে এটি ওয়াটারপ্রুফ বা সোয়াটপ্রুফ, জল লাগলেও স্কিনকে ৮০ মিনিটের মত সূর্যের রশ্মি থেকে রক্ষা করতে পারে।


61dSZR8IqbL._SL1500_-1679566470655 Sunscreen For Men - পুরুষদের জন্য সানস্ক্রিন

ছেলেদের জন্য সানস্ক্রিন


২/ ফার্ম স্টে গ্রীন টি সিড ময়েশ্চার সান ক্রিম (FARM STAY GREEN TEA SEED MOISTURE SUN CREAM)
যারা মেকআপ বেইজড সানস্ক্রিন খুঁজছেন, তাদের জন্য এই সানস্ক্রিনটি খুব ভালো চয়েজ। এই সানস্ক্রিনটি এসপিএফ ৫০+ পিএ+++ রয়েছে, যার মানে স্কিন বেশ ভালো প্রোটেকশন পেয়ে থাকে।
এই সানস্ক্রিনটি স্কিনকে সুরক্ষিত রাখার পাশাপাশি লাইট মেকআপের কভারেজ দেয়। ফ্রি রেডিকেলস থেকে স্কিনকে প্রোটেক্ট করে। কোন ধরণের ইরিটেশন, রেডনেস বা এই ধরনের প্রবলেম থাকলে অনেকটাই কমিয়ে আনে।
IMG_20230323_154418-1679566469643 Sunscreen For Men - পুরুষদের জন্য সানস্ক্রিন

সানস্ক্রিন এর উপকারিতা

৩/ Lakme Sun Expert Ultra Matte Lotion SPF-50
লাকমি সৌন্দর্য পণ্যগুলির বিশ্বে একটি সুপরিচিত ব্র্যান্ড। আমাদের দেশে ত্বককে গরম আবহাওয়া থেকে রক্ষা করতে আমাদের সানস্ক্রিনের প্রয়োজন যা একটি উচ্চতর এসপিএফ স্তরযুক্ত। এটি রোদে পোড়া এবং কালো ছোপ দাগ ইত্যাদি থেকে মুক্তি পেতে সহায়তা করে। এই সানস্ক্রিনটি সব ধরণের ত্বকে ব্যবহারযোগ্য। আর অয়েল ফ্রি হওয়ায় অয়েলি স্কিনেও ব্যবহার করা যাবে। লাইটওয়েট এবং ক্রিমি ফর্মুলার একটি সানস্ক্রিন, এমন ফর্মুলা অনেকেই প্রেফার করেন।

ম্যাট ফিনিশিং দেয়, সাদা সাদা হয়ে ভেসে থাকে না। ম্যাট লুকের পাশাপাশি স্কিনকে সফট এবং স্মুথ রাখে।

lakme-sun-expert-spf-50-pa-+++-ultra-matte-lotion-100ml_1-1679566470413 Sunscreen For Men - পুরুষদের জন্য সানস্ক্রিন

গরমের বেস্ট সানস্ক্রিন

৪/ Lotus Safe Sun 3-In-1 Matte Look Daily Sunblock SPF-40
আপনি যদি কম দামের মধ্যে ভাল সানস্ক্রিন খুঁজছেন, তবে আপনি এই লোটাস পণ্যটি ব্যবহার করতে পারেন। এটি স্বাভাবিক ত্বকের জন্য সেরা সানস্ক্রিন। ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকবে, তেমনি আপনার ত্বকও ভাল রাখবে, ত্বকের দাগ দূর হবে এবং ত্বক সুন্দর এবং চকচকে দেখাবে।ত্বকে আর ঔজ্জ্বল্য ও উন্নত করে,,,ত্বকে জ্বালা করে না।।

254692_4-lotus-herbals-safe-sun-3-in-1-matte-look-daily-sun-block-pa-spf-40-1679566470160 Sunscreen For Men - পুরুষদের জন্য সানস্ক্রিন

ছেলেদের তৈলাক্ত ত্বকের সানস্ক্রিন


৫/ Lacto Calamine Sun Shield SPF-30

Lacto-Calamine-Sun-Shield-1679566469960 Sunscreen For Men - পুরুষদের জন্য সানস্ক্রিন
আরও পড়ুন,
সবাই আগে ল্যাক্টো-ক্যালামিন লোশন ব্যবহৃত হতো, তবে ল্যাক্টো ক্যালামাইনের এই সানস্ক্রিন ত্বকের জন্য সেরা সানস্ক্রিনও। এটি ত্বকে কেবল সূর্যের রশ্মি থেকে রক্ষা করে না, তবে এতে উপস্থিত ভিটামিন ই ত্বকের রঙ্গকতা, কালচে ছোপ দাগ এবং ত্বকের অকাল বয়সকেও রক্ষা করতে সহায়তা করে। ত্বকের ক্ষতি করে না,,,সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।।।




Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *