গরম আসতে না আসতেই আমাদের ত্বকে প্রায়শই ট্যান দেখা যায় । আর এই ট্যান থেকে মুক্তি পেতে সকোলে চেষ্টা করেন,, কিনতু সঠীক উপায় টা খুঁজে পান না….. তাই আজ আমরা আপনাদের এমন কিছু প্রাকৃতিক প্রতিকার বলব যার সাহায্যে সহজেই ত্বকের ট্যানিং থেকে মুক্তি পেতে পারেন।
এতো রোদের তেজ (Summer Season), তার মধ্যেই বাড়ির বাইরে বেরিয়ে নানা কাজের কারণে ত্বকের রঙ পুড়ে গিয়ে ঝলসে হয়ে যাচ্ছে?? রোদে পুড়ে ত্বকের উপর কালো ছোপ বা সান ট্যান (Sun Tan) পড়ে। আর সেই ট্যান তোলার কাজ যে কতটা কঠিন তা অধিকাংশেরই জানা।
মুখের ট্যান দূর করার ঘরোয়া উপায়
১) ট্যান তোলার জন্য অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ টমেটো হল সবচেয়ে ভালো উপকরণ। প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিত এই টমেটো ত্বকের অকাল বার্ধক্যের লক্ষণগুলিওব হ্রাস করতে কাজ করে। গরমের দিনগুলিতে ত্বকের কালো ছোপ থেকে মুক্তি পেতে সাহায্য করে।
কফি দিয়ে ট্যান তোলার উপায়
একটি পাকা টমেটো নিয়ে ভাল করে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে ফেলুন। এবার এর সঙ্গে কিছুটা পরিমান কফি গুঁড়ো মেসান এরপর অ্যাপ্লাই করুণ,,,১৫-২০ মিনিটের জন্য অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিন।
২) পেঁপের মত স্বাস্থ্যকর ও সুস্বাদু ফল পাওয়া যায়। পেঁপে ত্বকের যত্নের জন্য একটি উপযুক্ত উপাদান হিসেবে মানা হয়। এতে রয়েছে প্যাপেইন নাম এনজাইম, যা সান ট্যান থেকে মুক্তি পেতে সাহায্য করে। তাই একটি পাত্রের মধ্যে এক টেবিলস্পুন পেঁপের পাল্প, ১ টেবিলস্পন লেবুর রস একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পেস্টটি ত্বকের যেখানে যেখানে ট্যান পড়েছে, সেখানে সেখানে প্রয়োগ করুন। শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
হাত ও পায়ের রোদে পোড়া দাগ দূর করার উপায়
৩) বেসন, দই ও হলুদবেসনের ফেসপ্যাক হল সবচেয়ে কার্যকর উপাদান। সোনার মত ত্বকের রঙ চাইতে এই ফেসপ্যাক একেবারে উপযুক্ত। বেসনের অ্যাসিডিক যৌগ, দইয়ের অ্যান্টি-ইনফ্লেমেটরির যোগ ত্বকের ট্যান দূর করতে তো বটেই. ত্বকের উজ্জ্বল আভাও দেখা দেয়। একটি পাত্রের মধ্যে ২টেবিলস্পুন দই, ১ টেবিলস্পুন বেসন, একসঙ্গে মিশিয়ে ত্বকের উপর প্রয়োগ করুন। ২০ মিনিট অপেক্ষা করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪) শশা, গোলাপ জল – শশা ও গোলাপ জল দুটোই ত্বক ব্লিচ করার জন্য খুব ভাল। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শশার পেষ্ট, ও এক টেবিল চামচ রোজ ওয়াটার এক সঙ্গে মিশিয়ে নিন। তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবোন বাড়ি ফিরে এই প্যাক লাগিয়ে নিন।
আরোও পড়ুন,
গরমে তেলতেলে ত্বক দূর করতে মুসুর ডাল বেটে করুণ রূপচর্চা