Spread the love

Tanning Problem For Face: মুখের ট্যান দূর করার উপায়


গরমে স্কিন ট্যানিং খুব সাধারণ একটি সমস্যা। আমরা কম-বেশি সকলেই এই সমস্যার শিকার। চিন্তা নেই আজ আমরা আপনার ট্যান দূর করার জন্য কিছু ঘরোয়া সমাধান নিয়ে এসেছি।

আমাদের ত্বকে ট্যান পড়ে,, আর এই ট্যান থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে, এর জন্য প্রায়ই দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করা হয়, কিন্তু অনেক সময়ই সুফল পাওয়া যায় না। আজ আমরা আপনাদের এমন কিছু প্রাকৃতিক প্রতিকার বলব যার সাহায্যে সহজেই ত্বকের ট্যানিং থেকে মুক্তি পেতে পারেন।


IMG_20230516_150052-1684229464462 Tanning Problem For Face - মুখের ট্যান দূর করার উপায়

সান বার্ন দূর করার উপায়

Tanning Problem For Face In Bengali

সানট্যান কতদিন থাকে?

বাইরে কোথাও গিয়ে যদি সানট্যান হয় তাহলে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ট্যানিংয়ের সমস্যা চলে যায়। মুখের তুলনায় শরীরের ট্যানিং দূর করতে সময় লাগে।


কীভাবে ত্বকের ট্যানিং থেকে মুক্তি পাবেন


১/ ব্যাসন

বেসন দিয়েও ত্বকের ট্যানিং থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য বেসন, হলুদ, লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ও ত্বকে লাগান। এখন এটি প্রায় ২৫ মিনিট শুকানোর জন্য ছেড়ে দিন।


হাতের ট্যান দূর করার উপায়


২/ মধু

মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তাই এটি বেশিরভাগ সৌন্দর্য প্রডাক্টে ব্যবহৃত হয়। একটি পাত্রে মধু এবং দই মিশিয়ে মুখে এবং ত্বকে প্রায় ২০ মিনিট লাগিয়ে রেখে দিন। সবশেষে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


৩/ টমেটো

আপনি টমেটো ম্যাশ করুন এবং এই পেস্টটি মুখ এবং শরীরের ট্যান পরা অংশে ১৫ মিনিটের জন্য লাগান এবং তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।


৪/ চন্দন ফেসপ্যাক

এটি দ্রুত ট্যানিং থেকে মুক্তি পাবে। চন্দন কাঠের তৈরি এই ফেসপ্যাকটির সাহায্যে প্রলেপযুক্ত ত্বকের সঙ্গে সম্পর্কিত আরও অনেক সমস্যা যেমন ব্রণ এবং দাগও দূর হয়। অল্প চন্দন বাটা এবং তার সাথে ৩ চামচ গোলাপ জল মিশিয়ে অ্যাপ্লাই করুণ মুখে,২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।।


সান ট্যান দূর করার উপায়


IMG_20230516_150027-1684229464743 Tanning Problem For Face - মুখের ট্যান দূর করার উপায়

মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

৫/ রূপচর্চায় নারকেল জলের কদর রয়েছে। ত্বকের ট্যানিং দূর করতেও এটা ম্যাজিকের মতো কাজ করে।

নারকেলের জল দিয়ে তৈরি করতে হবে ডি-ট্যান টোনার: এই ডি ট্যান টোনার তৈরি করতে প্রয়োজন ১ কাপ নারকেল জল, ৩ টেবিল চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ লেবুর রস এবং ১টি ভিটামিন ই ক্যাপসুল। প্রথমে একটা স্প্রে বোতলে নারকেল জল ভরে নিতে হবে। তারপর তাতে মেশাতে হবে গোলাপ জল, লেবুর রস এবং ভিটামিন ই ক্যাপসুলের তেল। এবার সবকটা উপাদান ভাল করে মিশিয়ে নিয়ে তুলোর বলে সেটা লাগিয়ে মুখ পরিস্কার করতে হবে। দেখবেন ত্বক কতো সুন্দর হয়ে গেছে।।


আরও পড়ুন,

Best Underarms Whitening Cream



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *