Spread the love

ত্বকের যত্ন(Skin Care) নেওয়ার জন্য আমরা ত্বকের ওপর কতো কিছুই ব্যবহার করি….. নিয়মিত ক্লিনজিং থেকে শুরু করে টোনার মস্চারাইজার সব কিছুই অ্যাপ্লাই করি…. কিন্তু এমন কিছু প্রাকৃতিক তেল থাকে, যার সাহায্যে আপনার ত্বক আরও ভালো রাখতে পারেন আপনি। ত্বকের লালভাব ব্রণ হয়েছে?এক নিমেষে দূর করতে পারেন টি ট্রি অয়েল ব্যবহার করে। শুধুই ত্বকের নানা সমস্যা ঠিক করে তা নয়, বরং মুখের জেল্লা ফেরাতেও দারুণ কাজে দেয়! জেনে নিন কী ভাবে ত্বকের যত্নে কাজে আসে এই টি ট্রি অয়েল।

IMG_20240605_122019-edited Tea Tree Oil Benefits|ত্বকের যত্নে টি ট্রি অয়েলের ব্যবহার

টি ট্রি অয়েল মুখে ব্যবহারের নিয়ম

✓ যদি আপনার শুষ্ক ত্বকের সমস্যা থাকে তাহলে ময়শ্চারাইজ়ারের সঙ্গে দু’-তিন ফোঁটা টি ট্রি অয়েল ব্যবহার করুন। যাঁদের ত্বক এমনিতেই তৈলাক্ত, তাঁরা কয়েক ফোঁটা এই তেল মুখ মাসাজ করে ধুয়ে নিন। সারা দিনে কয়েক বার ব্যবহার করলে ত্বক সতেজ থাকবে।

✓ এই এসেনশিয়াল অয়েল খুব ভালো প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে। এই টি ট্রি অয়েল আপনার ত্বকে লাগিয়ে নিন। তাহলে আর ময়শ্চারাইজার ব্যবহারের কোনও প্রয়োজন নেই। রাতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মুখে লাগিয়ে নিন কয়েক ফোঁটা টি ট্রি অয়েল।

টি ট্রি অয়েল চুলে ব্যবহারের নিয়ম

✓ ত্বকের ব্রণ-অ্যাকনে দূর করতে টি ট্রি অয়েল যুক্ত ফেসওয়াশ ব্যবহার করলে ভাল ফল পাবেন। ত্বকের যেখানে সমস্যা, সেখানে ড্রপারে করে দু’ফোঁটা টি ট্রি অয়েল লাগিয়ে সারা রাত রেখে দিন। এছাড়াও টি ট্রি অয়েল যুক্ত সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন। এই এসেনশিয়াল অয়েল অ্যান্টি ব্যাকটেরিয়াল। ব্রণর মতো সমস্যা সারিয়ে তুলবেই। একটি কটন প্যাড নিন। তাতে পরিমাণ মতো গোলাপ জল নিন। মিশিয়ে নিন টি ট্রি অয়েল। সেটি মুখে লাগান।

চুলের যত্নে টি ট্রি অয়েল —–এই তেল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ আছে বলে স্ক্যাল্পের নানা সমস্যা ও খুসকির মতো সমস্যা দূর করবে। এবং চুল পড়ার সমস্যা কমে। স্ক্যাল্পের রোগজীবাণু, পোকা দূর করে। রোদেজলে শুষ্ক হয়ে যাওয়া চুলের স্বাস্থ্য ফেরায়।

স্কিন কেয়ারে টি ট্রি অয়েলের বেনিফিটস

যেভাবে ব্যবহার করবেন —-রোজকার শ্যাম্পুতে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। শ্যাম্পুর বোতলে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। মসৃণ ও উজ্জ্বল চুল পাবেন।স্ক্যাল্পে রক্ত সঞ্চালনে সাহায্য করে বলে, এটি ব্যবহারে চুল ঘন হয়।

নারকেল তেল বা বাদাম তেলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে গরম করে স্নানের আগে মাসাজ করতে পারেন। যাঁদের খুব চুল উঠছে, তারা বাদাম তেলের সঙ্গে এই তেল মিশিয়ে ব্যবহার করুন।

আরোও পড়ুন,

Best Soap For Glowing Skin: উজ্জ্বল ত্বকের জন্য সেরা সাবান

Best Men’s Face Wash: পুরুষদের সেরা ৩ ফেসওয়াশ

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *