Spread the love

Tea Tree Oil Uses For Skin – ত্বকের যত্নে টি ট্রি অয়েলের ব্যবহার

IMG_20230424_113452-1682316301653 Tea Tree Oil Uses For Skin - ত্বকের যত্নে টি ট্রি অয়েলের ব্যবহার
ত্বক এবং চুলের যত্নে টি ট্রি অয়েল ব্যবহার করেছেন কখনও?? যদি আপনার উত্তর নাহয় তবে একবার সময় নিয়ে আর্টিকেল টি পড়ুন,, বুঝে যাবেন আপনার ত্বকের যত্নে টি ট্রি অয়েল কতোটা কাজে আসতে চলেছে,, টি ট্রি অয়েলকে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল (Anti-bacterial), অ্যান্টি-ফাঙ্গাল (Anti-fungal) এবং ন্যাচারাল অ্যান্টি-সেফটিক (Anti-Septic) বলা হয়। স্কিন এবং হেয়ার কেয়ারে এই অয়েলটি অনেক বেশি উপকারী এবং কার্যকরী। এই গরমে রোদে ঘুরে ঘুরে মুখে কালি পড়ে গিয়েছে? তবে বলবো টি ট্রি অয়েল ব্যবহার করুণ,, ১ সপ্তাহে ফিরে পাবেন আপনার জেল্লা। ত্বক ভালো রাখার জন্যে উপকারী ভূমিকা পালন করে টি ট্রি অয়েল। এই এসেনশিয়াল অয়েল ব্যবহারে ত্বকের জেল্লাও হয় দেখার মতো।

টি ট্রি অয়েলের উপকারীতা


টি ট্রি অয়েল কী?
টি ট্রি অয়েল এক ধরনের এসেনশিয়াল অয়েল।
ত্বক ও চুলের যত্নে বেশ জনপ্রিয় এই তেল।
ত্বকের নানা সমস্যা মেটাতেও সাহায্য করে।
অস্ট্রেলিয়ার বিশেষ স্থানে এই টি-ট্রি পাওয়া যায়।
সেই গাছের পাতা থেকে এই অয়েল তৈরি করা হয়।


ত্বকের যত্নে টি-ট্রি অয়েলের ভূমিকা কী?
টি ট্রি অয়েল একধরনের এসেনশিয়াল অয়েল। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা মুখের দাগছোপ মলিন করার পাশাপাশি অ্যাকনেও সারিয়ে তোলে। সপ্তাহে ১-২ দিন এই ফেসপ্যাক ব্যবহার করুন।
২ থেকে ৩ ফোঁটা টি ট্রি অয়েল ব্যবহার করুন। টি-ট্রি অয়েল বা অন্য যে কোনও এসেনশিয়াল অয়েল কখনও সরাসরি মুখে লাগাবেন না। কেরিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে তবেই মুখে মাখবেন।।

ব্রণ দূর করতে টি-ট্রি অয়েল ব্যবহার করুন

টি-ট্রি অয়েল এবং অ্যালোভেরা জেল একসঙ্গে ত্বকে ব্যবহার করতে পারেন,, ​টি-ট্রি অয়েলের মতোই অ্যালোভেরা জেলও ত্বকের জন্যে খুবই উপযোগী সেটা আমরা সবাই জানি। একটি পাত্রে পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিন। এর মধ্যে আপনি কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিন। দুই উপাদান ভালো করে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। আপনার মুখে লাগিয়ে নিন। তারপর ১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে,, এবং এই এসেনশিয়াল অয়েল খুব ভালো প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে।

সব সময়ই আপনার মুখে ময়শ্চারাইজার ব্যবহারের প্রয়োজন আছে। কারণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই উপাদান লাগাতেই হবে। এতে অতিরিক্ত তেল নিঃসরণও নিয়ন্ত্রণে থাকবে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মুখে লাগিয়ে নিন কয়েক ফোঁটা টি ট্রি অয়েল। দারুণ কাজে আসবে। মুখের জেল্লা হবে দেখার মতো

রূপচর্চায় টি ট্রি অয়েলের ব্যবহার

ব্রণ কমে যাবে
প্রতিদিনই এই ভ্যাপসা গরমে ত্বকের অবস্থা শেষ হয়ে যায়,, এই সময়ে তৈলাক্ত ত্বকের সমস্যা বাড়তে পারে, সেটাই স্বাভাবিক। যদি আপনি মুখের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে চান তবেটি ট্রি অয়েলকে কাজে লাগান। এই এসেনশিয়াল অয়েল অ্যান্টি ব্যাকটেরিয়াল। অ্য়াকনের মতো সমস্যা সারিয়ে তুলবেই। কটন প্যাড নিন। তাতে পরিমাণ মতো গোলাপ জল ও টি ট্রি অয়েল মেশান। সেটি মুখে লাগান। একদম ২ দিনে কমে যাবে।।

টি ট্রি অয়েল ব্যবহারের নিয়ম

রোদে পোড়া ভাব দূর করতেও পারে এই অয়েল।।
স্কিনের রোদে পোড়া ভাব দূর করতে টি ট্রি অয়েল অনেক উপকারী। এজন্যে একটি বাটিতে

১ টেবিল চামচ বেসন,
১/২ চা চামচ অ্যালোভেরা জেল,
২ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে মিশিয়ে নিন।
এই মাস্কটি পুরো মুখে লাগিয়ে নিন।
২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
সপ্তাহে দুদিন ব্যবহারে রোদে পোড়া ভাব দূর হয়ে যাবে।


Tags – Tea Tree Oil , Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *