সামনেই শিক্ষক দিবস….. তাই আজকের এই প্রতিবেদনে আমরা তোমাদের জন্য সহজ ভাষায় শিক্ষক দিবসের বক্তৃতা নিয়ে এসেছি। যা তোমরা স্কুল, কলেজ বা যে কোনো শিক্ষক দিবসের অনুষ্ঠানে বলতে পারবে,,শিক্ষক দিবসের মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটি শিক্ষকরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছে… তাই তাদের অবদান ও ত্যাগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। আশা করি, এই বক্তব্যটি তোমাদের কাজে আসবে ……
Teacher Day Speech 2024( শিক্ষকের বক্তব্য)
১. আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, আপনাদের সবাইকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে, ৫ই সেপ্টেম্বর, সকলে শিক্ষক দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি। সকল শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাই। আপনারা শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ থাকেন না, আমার জীবন তৈরি করার হাতিয়ার ও আপনি….তাই শিক্ষক দিবসে আমাদের সকলের উচিত তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনাদের অবদান কখনো ভোলার নয়।
শিক্ষক দিবসের সেরা ৫ বক্তব্য
২. এই বিশেষ দিনে, আপনাদের বলতে চাই পাঠ্যপুস্তকের পাঠের চেয়ে আরও বেশি কিছু শিখিয়েছেন- আপনি আমাদের জীবনের পাঠ শিখিয়েছেন। নতুন নতুন জীবনে অধ্যায় শিখিয়েছেন। আপনাদের জানাই শত কোটি প্রণাম।
শিক্ষক দিবস উপলক্ষে কিছু কথা
৩. শিক্ষক দিবসের এই বিশেষ মুহূর্তে সকল শিক্ষকের প্রতি আমার প্রণাম। আজকের দিনটি বিশেষ কারণ এটি শুধুমাত্র শিক্ষক দিবস নয়, এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনও। তিনি ছিলেন একজন মহান শিক্ষক এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি প্রস্তাব করেন যে তার জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হোক। তার এই অনুরোধ মেনে, সেই থেকে প্রতি বছর ৫ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
5 সেপ্টেম্বর শিক্ষক দিবস বক্তব্য
৪. আপনি শিক্ষক হিসেবে আমাদের অনুপ্রেরণা দেখিয়েছেন… আপনাদের সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুরা আমরা সবাই এই উদযাপনের মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চাই।
আরোও পড়ুন,
Liver Damage Symptoms: লিভার রোগের লক্ষণ ও প্রতিকার