Spread the love

দিন দিন ধুলো, দূষণ, হিট স্টাইলিং টুলের জন্য আমাদের চুলের ওপর দিয়ে প্রচণ্ড ঝক্কি যায়,, তার ফলে চিরুনিতে গোছা গোছা চুল উঠে আসা, চুলের ফাঁকে সাদা সাদা খুসকি, চুলের ডগা ফেটে যাওয়ার মত সমস্যা দেখা দিচ্ছে,, প্রতিদিন চুলের ওপর দিয়ে যে অত্যাচার চলে সেই ক্ষতি সামলে উঠতে তার অনেক যত্ন আর পুষ্টি দরকার। একমাত্র সঠিক প্রডাক্ট ব্যবহার করেই সেই পুষ্টির জোগান দেওয়া সম্ভব।

IMG_20240926_183120-edited Top 3 Best Hair Fall Shampoo: চুল পড়া বন্ধ করতে সেরা ৩ শ্যাম্পু

হেয়ার কেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রডাক্ট হল শ্যাম্পু। যে কোনও শ্যাম্পু বাছবিচার না করেই ব্যবহার করতে শুরু করলে চুলের লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। কোন শ্যাম্পু কিনবেন সেই সংশয় এড়াতে আমরাই সেরা শ্যাম্পুর একটি তালিকা তৈরি করে দিলাম যা চুলের প্রতিটি সমস্যার দেখভাল করবে—

✓✓ চুল পড়া রোধে সেরা ৩ শ্যাম্পু —

1। চুলের যত্নে বেছে নিন ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু/ TRESemmé Hair Fall Defense Shampoo । কেরাটিন প্রোটিন দিয়ে এই শ্যাম্পুটি তৈরি যা চুলের গোড়া মজবুত করে এবং 97% পর্যন্ত চুল ওঠা কমিয়ে দেয়, চুলে একদম জট লাগতে দেয় না… এই শ্যাম্পুটির নিয়মিত ব্যবহারে চুল ক্রমশ মজবুত আর লম্বা হয়ে ওঠে।

2। Avimee হারবাল শকুন্তলা হেয়ার ফল কন্ট্রোল হেয়ার ক্লিনজার: এই শ্যাম্পু টি কেরাটিন প্রোটিন ক্ষতিগ্রস্ত চুলের স্ট্র্যান্ডগুলি মেরামত এবং শক্তিশালী করতে কাজ করে। এটি স্থিতিস্থাপকতা পুনরুদ্ধার করতে সাহায্য করে ,, নারকেল জল এবং অ্যালোভেরার রস মাথার ত্বককে গভীরভাবে হাইড্রেট করে ।

3। Indulekha Bringha Shampoo: এটি চুল পড়া এবং ভাঙ্গা কমিয়ে চুলের বৃদ্ধি এবং শক্তি বাড়াতে সাহায্য করে। এই শ্যাম্পু টিতে রয়েছে আমলা রীথা শিকাকাই যা আপনার মাথার ত্বককে প্রশমিত করে আপনার সেরা ফলাফল দেয় এবং আপনার অতিরিক্ত মসৃণ এবং সুন্দর উজ্জ্বল চুল দেয়। এটি আপনার চুলকে ঘন এবং আপনার শিকড়কে মজবুত করে।

আরোও পড়ুন,

রাতে শোয়ার আগে চুলের যত্ন যেভাবে নিবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *