Spread the love

এই বিয়ের মরশুমে নিজের স্কীন কেয়ার করার ও সময় থাকে না।। কিনতু আমাদের ইনস্ট্যান্ট মুখে ঝলমলেভাব দরকার, তাই ত্বকের দ্রুত পরিচর্যা করতে চাইলে শিট মাস্কই সবচেয়ে সহজ উপায়। আপনাদের জন্য আমরা নিয়ে এলাম তিন ধরনের শিট মাস্ক, যা আপনাকে কোরিয়ানদের মতো উজ্জ্বল ত্বক দেবে।। এই শিট মাস্ক ত্বক কে হাইড্রেট , ব্যালেন্স , ময়শ্চারাইজ, করে খুব দ্রুত।

শিট মাস্ক কি ?

শিট মাস্ক বানানো হয় একদম পাতলা কটন ফেব্রিক, সিনথেটিক ফাইবার দিয়ে যেটা সিরাম বা হাইড্রোজেল এ ভেজানো থাকে। সিরাম গুলি ত্বকের প্রয়োজনীয় বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরী করা হয়।

Best Sheet Mask For Glowing Skin

কোন শিট মাস্ক কোন কাজ করে ?

বাজারে অনেক শিট মাস্ক এর প্রচুর ভ্যারিয়েশন আছে। বিভিন্ন শিট মাস্ক বিভিন্ন উপাদানে তৈরী , বিভিন্ন কাজ করে থাকে।তাদের সুবিধার জন্যই আমরা নিয়ে এলাম ৩ টি জনপ্রিয় শিট মাস্ক ইনগ্রেডিয়েন্ট , যায় উপকারিতা অনেক।।

১। Pomegrante Extract Mask: বেদনার এক্সট্রাক্ট ত্বক ব্রাইটেনিং , হাইড্রেটিং করে।

২। Charcoal Mask: চারকোল ত্বকের অতিরিক্ত তেল , সিবাম শোষণ করে নেয়।

৩। Impurities Removing Mask: এই ধরণের মাস্ক গুলো স্কিন কে গভীর থেকে পুষ্টি জোগায় ।

৪। Collagen Mask: কোলাজেন স্কিনের ইলাস্টিসিটি বাড়ায় , এতে স্কিন আরো টানটান এবং স্বাস্থকর দেখায়।

৫। Tea Tree Extract: টি ট্রি ত্বকের ছোপ ছোপ ব্লেমিশ দূর করতে সাহায্য করে …

Diy sheet Mask For Glowing Skin

শিটমাস্ক ব্যবহারের নিয়ম – • প্রথমে মুখ ভালভাবে পরিষ্কার করে নিন । • মুখ ভালভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে মুখে একটা টোনার ব্যবহার করে নিন । • শিটমাস্ক প্যাকেট থেকে বের করে মুখে ভালভাবে বসিয়ে নিন । প্যাকেটের সাথে যে অতিরিক্ত সিরাম থাকে সেটা ফেলে না দিয়ে মাস্কের উপর দিয়েই মুখে লাগান ।• ১৫ থেকে ২০ মিনিট রেখে মাস্ক তুলে ফেলুন । • মাস্ক তোলার পরে মুখ ধোবেন না । বরং ধীরে ধীরে আলতো হাতে সারা মুখে ম্যাসাজ করুন কিছুক্ষন ।• এরপরে ভাল একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন । • শিটমাস্কের প্যাকেটে থাকা বাড়তি সিরাম ফেলে না দিয়ে কোন পরিষ্কার কৌটায় রাখতে পারেন । ময়েশাচারাইজিং ক্রিম, ফেইসপ্যাক ইত্যাদির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন ।

Korean Sheet Mask For Glowing Skin

01. পন্ড’স স্কিন ব্রাইটেনিং সিরাম মাস্ক উইথ ভিটামিন ই অ্যান্ড নিয়াসিনামাইড+সি ড্যাফোডিল– ত্বকে মাত্র পনেরো মিনিটের মধ্যে ভিটামিন আর পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ যত্ন আর ভরপুর জেল্লা চাইলে আপনার দরকার পন্ড’স স্কিন ব্রাইটেনিং সিরাম মাস্ক উইথ ভিটামিন ই অ্যান্ড নিয়াসিনামাইড+সি ড্যাফোডিল/Pond’s Skin Brightening Serum Mask With Vitamin E & Niacinamide + Sea Daffodil শিট মাস্ক। এই শিট মাস্কটি ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে।।

২। Garnier Skin Naturals Bright Complete Vitamin C Serum Sheet Mask: ত্বককে হাইড্রেট করে, ত্বকের সামগ্রিক উজ্জ্বলতা বাড়ায় এবং কালো দাগ কম স্পষ্ট করে তোলে। লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ ত্বককে একটি উজ্জ্বল প্রাকৃতিক আভা দিতে সাহায্য করে।এটি একটি ম্যাট ফিনিশের সাথে তাজা অনুভব করে। গ্রিন টি নির্যাস দিয়ে সমৃদ্ধ যা ত্বককে বিশুদ্ধ করেহাইড্রা বোম্ব ডালিম: সমস্ত ধরণের, বিশেষত শুষ্ক এবং ডিহাইড্রেটেড ত্বকের জন্য উপযুক্ত শীট মাস্ক। ত্বককে গভীরভাবে হাইড্রেট করে এবং আর্দ্রতা পূরণ করে, ত্বককে সতেজ অনুভব করে।

3। . ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো শিট মাস্ক -ত্বকে চটজলদি উৎসবের দীপ্তি ফুটিয়ে তুলতে অন্যতম সেরা উপায় হল ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো শিট মাস্ক – ওয়াটারমেলন/ Lakmé Blush & Glow Sheet Mask – Watermelon শিট মাস্ক। এটি আপনাকে দেবে ফলের গুণে ভরা ফেসিয়াল করার উপকারিতা আর তার সঙ্গেই ত্বক পাবে সতেজতার অনুভূতি। মাত্র কয়েক মিনিটেই আপনার ত্বকে আর্দ্রতা বাড়িয়ে তুলবে।

Read More,

Sheet Mask Benefits|শিট মাস্কের ৫ উপকারীতা! যা দেবে কোমল ত্বক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *