Spread the love

হাতে গোনা আর মাত্র ৫ দিন, তার পরেই আসছে আলোর উৎসব। দীপাবলি। পুরো শহর আলোয় সাজবে… ইতিমধ্যেই অনেকে পরিকল্পনা শুরু করে দিয়েছেন উৎসবের দিনগুলিতে নিজেকে সাজিয়ে তুলবেন কী ভাবে। আবার নিজেকে একটু আকর্ষণীয় করে তুলতে বুঝে উঠতে পারছে না কি ভাবে সাজবেন,, তাদের জন্য রইলো টিপস্….

IMG_20241026_172423-edited Traditional Dress For Diwali: দিওয়ালিতে যেভাবে সেজে উঠবেন

যাঁরা খুব সাজতে ভালবাসেন তাঁরা এই দিপাবলিতে জোর দিন শাড়ি ও ব্লাউজে,, যেনো একটু নজর কারা হয়।

IMG_20241026_172537-edited Traditional Dress For Diwali: দিওয়ালিতে যেভাবে সেজে উঠবেন

• ‌যাঁরা খুব বেশি সাজতে চান না, তাঁরা আই মেকাপটা একটু ভারি করবেন। চোখের নীচে হাল্কা করে লাগিয়ে নিতে পারেন আইলানার।

IMG_20241026_172413-edited Traditional Dress For Diwali: দিওয়ালিতে যেভাবে সেজে উঠবেন

অনেকেই চান সকলের থেকে নিজেকে আলাদা দেখাতে। তাঁরা নির্দ্বিধায় ঠোঁটে লাগাতে পারেন নিউড লিপস্টিক। আর চোখকে মোহময়ী করে তুলতে ধূসর আইশ্যাডো আর লাইনার দিয়ে সাজিয়ে নিন চোখ।

IMG_20241026_172516-edited Traditional Dress For Diwali: দিওয়ালিতে যেভাবে সেজে উঠবেন

যাঁরা একটু গতানুগতিকতার বাইরে গিয়ে সাজতে চান, তাঁরা চোখের উপর সবুজ বা হাল্কা বেগুনি রঙের আইশ্যাডো লাগাতে পারেন। চোখের পলকে লাগিয়ে নিন মাশকারা। ঠোঁটের জন্য বাছতে পারেন হাল্কা রঙের লিপস্টিক।

IMG_20241026_172435-edited Traditional Dress For Diwali: দিওয়ালিতে যেভাবে সেজে উঠবেন

দীপাবলী মানেই একটু গাঢ় রঙের কাপড়,, তাই এইদিন মেরুন কালার টা বেছে নিতে পারেন।

IMG_20241026_172601-edited Traditional Dress For Diwali: দিওয়ালিতে যেভাবে সেজে উঠবেন

এই দীপাবলিতে শাড়ি পড়বেন বলে ঠিক করেছেন? তা হলে ব্যবহার করুন ম্যাট ফাউন্ডেশন। ঠোঁটে পড়ুন লাল লিপস্টিক। চোখে বাদামি আইশ্যাডো। গালে হাল্কা ফাউন্ডেশন। সব শেষে একটু হাইলাইটার লাগিয়ে নিন।

আরোও পড়ুন,

Diwali Skin Care: দিওয়ালির আগে ত্বক রাখুন দাগহীন,রইলো ৫ টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *