সামনেই হোলি উৎসব (Holi Festival)। উৎসবের দিন কী পোশাক পরবেন সেই নিয়ে পরিকল্পনা শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। তবে, এখনও যদি কারও সেই পরিকল্পনা করা হয়ে না থাকে, তাঁদের জন্য আজকে আমাদের এই প্রতিবেদন। জেনে নিন হোলির উৎসবের দিন আপনি নিজেকে কীভাবে সাজিয়ে তুলতে পারেন-
১) হোলিতে সুতির সাদা কুর্তা সেট জিন্স এর সাথে পরতে পারেন,,,, আপনি হোলির আগে এমন সুন্দর একটি সাদা কুর্তা কিনে ফেলতে পারেন। দোলের দিন সাদা কুর্তার সঙ্গে রঙিন দোপাট্টা স্টাইল করুন। আর চোখ সেজে উঠুক গাঢ় কাজলে।
২) লং গাউন কিংবা টাই-ডাই লং স্কার্ট একদম উপযুক্ত আউটফিট। তাই তো এই সময় এমন পোশাকের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। দোলের দিনে এমন রঙিন লং স্কার্টের সঙ্গে সাদা ছোট্ট টপ স্টাইল করুন।
আরোও পড়ুন,
Dol Utsav Bengali Imeges,Pic, Quotes (দোল উৎসবের ছবি, শুভেচ্ছা,কবিতা)
৩) হলিতে সাদা শাড়ি ও বেশ ট্রেন্ড,,, ফ্য়াশন দুনিয়াতেও জনপ্রিয়। আর আপনিও খুব সহজে স্টাইল করতে পারেন ,, তাই এবার দোলে যেন সাদা শাড়ির সঙ্গে মাল্টি কালার ব্লাউজ আপনার কালেকশনে অবশ্যই থাকা উচিত।
৪) কুর্তার সঙ্গে ট্রাউজার, ফ্লেয়ারড প্যান্ট দারুণ স্টাইল করা যায়। আর তার সঙ্গে যদি একটি হেডব্যান্ডও পরতে পারেন, তাহলে তো আর কোনও কথাই নেই!
✓ আরাম অপরিহার্য: এমন পোশাক বেছে নিন যা চলাচলের সুবিধা দেয় এবং আপনার অসুবিধে হবে না।
✓ সহজে ধোয়া যায় এমন কাপড় পড়ুন রঙ এবং জল জড়িত হোলি উদযাপনের প্রকৃতির প্রেক্ষিতে, সহজে ধোয়া যায় এমন কাপড় থেকে তৈরি হোলি পোশাক বেছে নেওয়া অপরিহার্য।
✓ তেল লাগান:হোলি খেলতে বেরোনোর আগে, আপনার ত্বক ও চুলে তেল লাগান ,,, এটি রঙগুলিকে পরে ধুয়ে ফেলা সহজ করে এবং আপনার ত্বকে দাগ পড়া থেকে বাধা দেয়।
✓ চুল ঢেকে রাখুন: আপনার চুল আবার একটি বান বা বিনুনিতে বেঁধে রাখুন এবং স্কার্ফ বা ব্যান্ডানা দিয়ে ঢেকে দিন।
✓ মেকআপ এড়িয়ে চলুন: হোলিতে ভারী মেকআপ এড়িয়ে যাওয়াই ভাল। উৎসবের সময় ব্যবহৃত রং মেকআপের সাথে মিশে ব্রণ বা দাগ হতে পারে।
আরোও পড়ুন,
Happy Holi 2024: Top 20 Holi Wishes, Messages,Quotes, Images, Status
Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…
পুজোর ৫ দিন ঘুরে মেকাপ করে ত্বকের কি বারোটা বাজিয়ে দিয়েছেন? সেই ঝলমলে ত্বক আর…
ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Leave a Comment