Spread the love

সেই প্রাচীন কাল থেকেই রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে, রূপচর্চায় এর উপকার অনেক আছে, হলুদে থাকা বিভিন্ন উপাদান ত্বকের জন্য উপকার বয়ে আনে। গায়ের রং উজ্জ্বল হওয়া, ব্রণ দূর করা, র‍্যাশ, অ্যালার্জিসহ বিভিন্ন ক্ষত ও পোড়া দাগ দূর করতে সাহায্য করে কাঁচা হলুদ। কাঁচা হলুদে রয়েছে জীবাণুনাশক ক্ষমতা। কীভাবে ত্বকের যত্নে হলুদ ব্যবহার করবেন দেখুন —–

IMG_20240628_214548-edited ত্বকের যত্নে হলুদের ব্যবহার|Uses Of Turmeric In Skin Care

1। ত্বক তৈলাক্ত হলে হলুদের সঙ্গে দুধ, ও লেবু মিশিয়ে ব্যবহার করুন। কিছুক্ষন ভালোভাবে ম্যাসাজ করুন,, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

2। ত্বক শুষ্ক হলে মধুর পরিবর্তে টক দই ব্যবহারে ভালো ফল পাবেন।

3। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের সঙ্গে মিশিয়ে নিতে পারেন এলোভেরার জেল । ব্রণের সমস্যা দূর করতে কাঁচা হলুদের সঙ্গে চন্দন গুঁড়া ও লেবুর রস মিশিয়ে নিন। ১৫ মিনিট পর উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

হলুদ দিয়ে কিভাবে ফর্সা হওয়া যায়

4। লেবুর রস ত্বকের কালো দাগ, ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। ত্বকের লোমকূপ সংকুচিত করে থাকে। তাই ত্বকের ওপর দাগ ছোপ থাকলে এই প্যাক ব্যবহার করুন।

হলুদ দিয়ে রূপচর্চা

IMG_20240628_214610-edited ত্বকের যত্নে হলুদের ব্যবহার|Uses Of Turmeric In Skin Care

5। ১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ কফি গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।

উজ্জ্বল ত্বক পেতে হলুদের ৩ টি ঘরোয়া প্যাক ব্যবহার করুন

6। হলুদ, এবং টমেটো মাস্ক: ত্বকের সানবার্ন দূর করতে এই প্যাকটি বেশ কার্যকর। ১/৪ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটোর পিউরি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এটি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনার পছন্দানুযায়ী বেছে নিন একটি প্যাক এবং ত্বকের নিন নিয়মিত যত্ন।

আরোও পড়ুন,

Sunscreen For Women: জেনে নিন ৩ টি সেরা মহিলাদের সানস্ক্রিন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *