Underarm Care Routine For Female – মহিলাদের জন্য আন্ডারআর্ম কেয়ার রুটিন
আন্ডারআর্মের কালো ভাব আমাদের সৌন্দর্যকে প্রভাবিত করে ।। ইমেজ খারাপ হয়ে এতে,, তবে চিন্তা করার দরকার নেই। আমি এমন কিছু টিপস শেয়ার করবো আজ যা মাথায় রাখলে এই সমস্যা থেকে বাঁচা যায়। বিভিন্ন কারণে বাহুমূলের কালো দাগ পড়ে যায়। দাগছোপ দূর করতে বাজারচলতি কোনও প্রসাধনী ব্যবহার না করে বরং ভরসা রাখুন ঘরোয়া কয়েকটি টোটকায়।
Underarms skin care routine
মূলত ওয়্যাক্সিং ক্রিমের ব্যবহারে বাহুমূলে কালো ছোপ পড়ে যায়। তবে চিকিৎসকদের মতে, মূলত যাঁদেক ত্বকে মেলানিন বা মেলানোসাইটের পরিমাণ বেশি, তাঁদের বাহুমূলে কালো দাগ হওয়ার প্রবণতা বেশি। কিংবা যাঁদের ত্বক খুব স্পর্শকাতর। সে ক্ষেত্রেও সুগন্ধি ব্যবহারের ফলেও এমন হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের সমস্যাও বাড়ে। মুখের পাশাপাশি আন্ডারআর্মগুলিও কালো হতে শুরু করে। এ কারণে মেয়েদের বেশ বিব্রত হতে হয়। আসুন আমরা আপনাকে বলি যে আন্ডারআর্মগুলি শরীরের একটি সেনজিটিভ অংশ, যার সৌন্দর্য মুখের মতোই গুরুত্বপূর্ণ।
বগল পরিষ্কার রাখার উপায়
ঢিলেঢালা পোশাক পরুন
প্রতিদিন আঁটসাঁট পোশাক পরে ভুল করবেন না। বিশেষ করে গ্রীষ্মকালে, কারণ এই সময়ে ঘামের কারণে চুলকানি এবং ত্বকের অন্যান্য সমস্যা শুরু হয়। অতিরিক্ত ঘর্ষণের কারণে আন্ডারআর্মের ত্বকের রঙ পরিবর্তন হতে শুরু করে।
Korean Underarms care
কী ভাবে শেভ করতে হয়
আপনি যদি আন্ডারআর্ম শেভ করেন তবে খুব দ্রুত শেভ না করে মৃদু ভাবে করুন। এছাড়াও, বেশি তাড়াহুড়ো করা ঝামেলার কারণ হতে পারে। অন্যদিকে, অতিরিক্ত ঘর্ষণ এবং জ্বালা পিগমেন্টেশন সমস্যা সৃষ্টি করতে পারে।
আন্ডার আমের কালো দাগ দূর করার উপায়
এক্সফোলিয়েশন
শুধু মুখের এক্সফোলিয়েশনই নয়, হাত, পায়ের এবং আন্ডারআর্মের ত্বকেরও বিশেষ যত্ন নিতে হবে। আন্ডারআর্মগুলি নরম এবং আলতো করে এক্সফোলিয়েট করুন। সপ্তাহে দুবার এই প্রক্রিয়াটি করার চেষ্টা করুন।
পাতিলেবুর রস
বাহুমূলের দাগছোপ তুলতে ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস। লেবুর রসে তুলো ভিজিয়ে বাহুমূলে লাগান। ১০-১৫ মিনিট রাখুন। তার পর ধুয়ে ফেলুন। লেবুর রসে থাকে অ্যাসিড উপাদান। নিমেষে কালো ছোপ তুলতে সাহায্য করে।
নারকেল তেল
শুধু চুলের যত্ন করতে নয়, বাহুমূলের দাগছোপ দূর করতে ব্যবহার করুন নারকেল তেল। খুব ভাল হয় যদি রাতে শোয়ার সময়ে নারকেল লাগিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে নিন। কয়েক দিন নিয়ম করে এটি করলে উপকার পাবেন।
শসা
গরমে শুধু শরীর ঠান্ডা রাখা ছাড়াও বাহুমূলের দাগছোপ তাড়াতে ভরসা রাখুন শসার উপর। পাতলা করে শসা কেটে নিয়ে বাহুমূলের দাগছোপের উপর ঘষে নিন।
আপেল
আপেল থেঁতো করে যদি নিয়মিত বাহুমূলে লাগাতে পারেন তবে অবশ্যই কমবে কালো ছোপ। কমবে দুর্গন্ধও।আপেলের মধ্যে থাকা AHA দূর জীবানু ও ব্যাকটেরিয়া রুখে কালো ছোপ দূর করতে পারে। এবার এই মিশ্রনটি বগলের নিচের ত্বকে ভাল করে ঘষে ১৫ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।