Spread the love

হাতে গোনা আর কদিন পরেই বিশ্বকর্মা পুজো । বিশ্বকর্মা পুজোর মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা। যাকে দেব শিল্পী বলা হয়। পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবসে বিশ্বকর্মা পুজো হয়।

IMG_20240911_001753-edited Vishwakarma Puja Date 2024: বিশ্বকর্মা পূজা ২০২৪ বাংলা তারিখ

** বিশ্বকর্মা পূজার তাৎপর্য— বিশ্বকর্মা পূজা হিন্দু পুরাণ অনুসারে ঐশ্বরিক স্থপতি এবং স্রষ্টা ভগবান বিশ্বকর্মার প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয়। ভগবান বিশ্বকর্মা দেব-দেবীর স্বর্গীয় আবাস, অস্ত্র এবং যানবাহন নির্মাণ করেছিলেন । তাই উৎসবটি শ্রমিক, কারিগর এবং শিল্প শ্রমিকদের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে।

Biswakarma puja date 2024 west bengal

** বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো হয় কেন জানেন –

কৃষ্ণের বাসস্থান, গোটা দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা দেবতা। আর অন্য সব দেবতাদের জন্য উড়ন্ত রথ বানিয়ে ছিলেন বিশ্বকর্মা। সেটা স্মরণ করতেই বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা তথা গোটা রাজ্যের আকাশে ঘুড়ি ওড়ানো হয়।

বিশ্বকর্মা পূজা কত তারিখ কি বার ২০২৪

এ বছর বিশ্বকর্মা পূজা কবে — বিশ্বকর্মা পূজা ভারত জুড়ে অত্যন্ত উত্সাহের সাথে পালিত হয়। এই বছর, বিশ্বকর্মা পূজা 17 সেপ্টেম্বর, 2024 এ পড়ে। সকল শ্রমিকদের মধ্যে যারা সৃজনশীলতা, দক্ষতা এবং সমৃদ্ধির আশীর্বাদের জন্য ভগবান বিশ্বকর্মার উপাসনা করেন।

বিশ্বকর্মাপুজো ২০২৪ তিথি– ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর পুজো হতে চলেছে বিশ্বকর্মার। সেদিন অমৃত যোগ দিবা ৭।৫২ গতে, ১০।১৬ মধ্যে, এবং ১২। ৪০ গতে ২। ১৬ মধ্যে, ৩।২ গতে, ৪।৪০ মধ্যে এবং রাত্রি ঘ ৬।১৬ মধ্যে ৮।৪০ গতে ১১।৬ মধ্যে, ১।২৭ গতে ৩।০৪ মধ্যে।

আরোও পড়ুন,

2024 Durga Puja Bengali Date And Time: ২০২৪ এর দুর্গাপূজা কবে, তারিখ, সময়, ক্যালেন্ডার

Durga Puja Banner Design HD: দুর্গা পূজার ব্যানার, ছবি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *