Spread the love

Vitamin E capsules benefits| ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ফর্সা হওয়ার উপায়

আর মাত্র কয়েকদিন পরই পুজো। পুজোর আগে ত্বকের কিনতু প্রস্তুতি নিতে হয়,, ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ত্বকের যত্ন নিন ,, ২টো ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বার করে নিন। তাতে ১ চামচ টক দই এবং কয়েক ফোঁটা লেবুর রস ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই ফেস মাস্ক। এই ফেস মাস্ক ত্বকে পুষ্টি জোগায় এবং ময়শ্চারাইজ করে,


IMG_20230809_125643-1691566013075 Vitamin E capsules benefits - ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ফর্সা হওয়ার উপায়

ভিটামিন ই ক্যাপসুল মুখে ব্যবহারের নিয়ম

সপ্তাহে একদিন করতে পারলেই অনেক লাভ হবে। মুখের ক্লান্তি ভাব দূর হবে, রক্ত সঞ্চালন বাড়বে সেই সঙ্গে মুখের কালচে ভাবও একেবারে দূর হয়ে যাবে।

প্রথমেই একটা বড় বাটিতে ২ চামচ বেসন, চালের গুঁড়ো, কাঁচা দুধ দিয়ে খুব ভাস করে মিশিয়ে নিতে হবে। এবার এই পেস্ট মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন।

শুকনো হলে তা জল দিয়ে ধুয়ে নিন।

উজ্জ্বল ত্বকের জন্য

৩-৪টে ক্যাপসুল থেকে ভিটামিন ই তেল বার করে নিন। তারপর ২ টেবিল চামচ পেঁপের পেস্ট মধুর সঙ্গে ভিটামিন ই তেল মিশিয়ে নিন ভাল ভাবে।


IMG_20230809_125626-1691566013486 Vitamin E capsules benefits - ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ফর্সা হওয়ার উপায়

ভিটামিন ই ক্যাপসুল মুখে দিলে কি হয়

মুখ এবং গলায় এই মাস্কটি লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর মুখ ধুয়ে নিন। পেঁপের খোসায় রয়েছে পাপাইন, যা ত্বককে উজ্জ্বল করে। ভিটামিন ই ত্বকে পুষ্টি জোগায় এবং কোষ মেরামত করে। আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করে।


ত্বক ভাল রাখতে সরাসরি ভিটামিন ই ব্যবহার না করে, বরং দই, মধু, লেবুর রসের মিশ্রণ মুখে লাগাতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে।


Read More,

নাইট ক্রিম বানানোর ঘরোয়া উপায় || ( Best homemade night cream for glowing skin )


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *