Skin Care Tips

What Causes Pimples On The Face: গরমে মুখে ব্রণ হওয়ার ৫ কারণ

Spread the love

গরম এসে গেছে…. আর এই গরমে ত্বকের সমস্যা শুরু। মুখের নানা রকম সমস্যার মধ্যে জ্বলন্ত একটি সমস্যা হল ব্রণ। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এই সমস্যায় পড়েন। মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, ত্বকের পর্যাপ্ত যত্ন না নেওয়া— এমন কিছু কারণে ত্বকে ব্রণ হয়। বিশেষ করে ত্বক যদি তৈলাক্ত হয়, তা হলে ব্রণর পরিমাণ যেন আরও বেড়ে যায়।

ব্রণ হওয়ার কারণ ও ৫ প্রতিকার

✓ গালে ব্রণ : তৈলাক্ত ত্বক হলে, কম বয়সে গালে ব্রণ হওয়া স্বাভাবিক। তবে ধূমপানের কারণে ফুসফুসে সমস্যা হলে তা থেকেও কিন্তু গালের নির্দিষ্ট অংশে ব্রণ হয়। ত্বকের ভেতরের দিকে তেল জমে তৈরি হয় ব্রণ। এটা ছাড়াও ব্রণ হওয়ার পেছনে বয়স ও বংশগত কারণও থাকে।

** ব্রণের কারণ—-

১) জিনগত: বাবা অথবা মা যে কারও ব্রণ থাকলে সন্তানেরও ব্রণ দেখা দিতে পারে।

২) হরমোন জনিত সমস্যা: বয়সের সঙ্গে শরীরে আন্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে শরীরে সিবামের মাত্রা বাড়ে এবং মুখ, পিঠ, বুক ইত্যাদিতে ব্রণ দেখা দেয়।

৩) জীবনযাত্রার পরিবর্তন: ধূমপান, অ্যালকোহল অনিয়মিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত ঘুম ইত্যাদি ব্রণ সৃষ্টির অন্যতম কারণ।

৪) মানসিক চাপ: ব্রণ হওয়ার অন্যতম কারণ হতে পারে মানসিক চাপ।

কপালে ব্রণ হওয়ার কারণ

৫) ঘুমের সমস্যা, অর্থাৎ সঠিক পরিমাণে ঘুম না হওয়া অনেক রোগের কারণ। ব্রণও হতে পারে সঠিক ঘুম না হওয়ার কারণে।

৬) স্বাস্থ্যকর খাবার না খেলে প্রতিরোধকারী হরমোন তৈরিতে বাধা আসতে পারে। ফলে ব্রণ হওয়ার আশঙ্কা তৈরি হবে।

ব্রণ দূর করার টিপস

১. মাসে এক বার স্যালনে গিয়ে ফেসিয়াল করিয়ে নেওয়া যায়। এতে ত্বক পরিষ্কার থাকবে।

২. প্রতিদিন একটু তেতো জিনিস খাবার চেষ্টা করুণ,, যেমন করলো – এটি খেলে ব্রণের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

৩. এক চামচ অ্যালোভেরা সঙ্গে চার-পাঁচটি করে তুলসী ও নিমপাতা পেস্ট করে নিয়মিত খেলে ব্রণের সমস্যায় উপকার পাওয়া যেতে পারে।

থুতনিতে ব্রণ হওয়ার কারণ

৪. রাতারাতি ব্রণ দূর করে লেবুর রসলেবুর রস ও কফি গুঁড়ো প্যাক মিশিয়ে রাতারাতি ব্রণ দূর করা যায়। এতে ব্রণের কালো দাগ ও দূর হবে।

৫. মুখের ব্রণ দাগ কমায় ডিমডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যামিউনো অ্যাসিড রয়েছে। এই উপাদানগুলো ব্রণের জীবাণু ধ্বংস করে তাড়াতাড়ি ব্রণ কমিয়ে দেয়।

ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে তা আঙুলের ডগার সাহায্যে ব্রণের ওপর লাগান। ৪-৫ মিনিট রেখে ধুয়ে নিন।

আরোও পড়ুন,

Hair Pack: আর হিট নয়! ঘরোয়া ৪ প্যাক মেখে স্ট্রেট চুল পেয়ে যান

Bristy

Leave a Comment

Recent Posts

Subha Mahalaya In Bengali: মহালয়ার শুভেচ্ছা বার্তা

বাঙালির সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গাপুজো…মহালয়া থেকেই এই আমেজ শুরু হয়ে যায়… মহালয়ার দিনে ভোর…

3 days ago

মহালয়া ইতিহাস,তাৎপর্য মহালয়া কেনো পালন করা হয়? জানুন বিস্তারিত

বছর ঘুরে এলো মা…বনে বনে কাশফুলের দোলা লেগে যায়…. এরই মধ্যে চারিদিকে যেনো পুজো পুজো…

3 days ago

Tan Removing Face Pack: মুখের ট্যান দূর করার সহজ ৫ উপায়

পুজোর আগেই চকচকে ত্বক চাইছেন? কিনতু গরমে রোদে পুড়ে আমাদের ত্বকের অবস্থা বারোটা বেজে গেছে,,,…

3 days ago

মহালয়ার শুভেচ্ছা বার্তা, মেসেজ,ছবি ( Bengali Mahalaya Photos, SMS, Wishes)

বছর পেরিয়ে চলে এলো মহালয়া…. মহালয়া মানেই দেবীর আগমন… আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের…

4 days ago

Mahalaya 2024 Date Bengali: মহালয়া ২০২৪ অমাবস্যা তারিখ, সময়! দেখে নিন

বছর পেরিয়ে চলে এলো মহালয়া…. মহালয়া মানেই দেবীর আগমন… আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের…

4 days ago

Vitamin C Rich Foods: কি কি খাবারে ভিটামিন সি পাওয়া যায়

ভিটামিন সি শরীরের সবচেয়ে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এটি দেহের ক্ষতিকর পদার্থ থেকে আমাদের রক্ষা করে।…

6 days ago