Categories: Skin Care

Which Facial Is Best For Glowing Skin At Home : পূজোর টাইমে কোন ফেসিয়াল করে ফর্সা হয়! একবার দেখুন !!

Spread the love

গ্লোয়িং স্কিন পাওয়ার উপায় : ত্বক যেমনই হোক, পূজোর সময় কিনতু একবার ফেসিয়ালের প্রয়োজন….. তবে প্রয়োজনে অনেকে ১৫ দিন পরপর করেন। ত্বকের ধরন বুঝে নিতে হবে প্রথমেই। কারণ, তৈলাক্ত ত্বকে যেটা মানিয়ে যাবে, শুষ্ক বা মিশ্র ত্বকের জন্য সেটার মাধ্যমে খুব একটা উপকার না পাওয়াটাই স্বাভাবিক। এ ছাড়া ত্বকভেদে প্রয়োজনও পাল্টে যায় অনেকখানি।

Papaya facial at home

তাই ত্বকের ধরন বুঝে ফেসিয়াল করা জরুরী….তৈলাক্ত ত্বকেএ ধরনের ত্বকের প্রধান সমস্যা তেলতেলে ভাব। ব্রণ, দাগ–ছোপ আর রোদে পোড়া ভাব বেশি দেখা যায়। তাই ত্বকের গভীর থেকে পরিষ্কার করবে, বেছে নিতে হবে এমন ফেসিয়ালই।

VLCC Fruit Facial Kit Benefits

এমন ফেসিয়াল করতে হবে যা ত্বকে আর্দ্রতা জোগাবে…. করানো যেতে পারে অরেঞ্জ ফেসিয়াল। রোদে পুড়ে যাওয়া তৈলাক্ত ত্বকের দাগ সারিয়ে এর উজ্জ্বলতা বাড়াতে জুড়িহীন এটি। গোল্ড বা লাইটেনিং ফেসিয়ালও এ ধরনের ত্বকে চমৎকার মানিয়ে যায়। মুখ পরিস্কার করার জন্য সামান্য পরিমাণ গোলাপ জল নিন। ওই তুলোর বল জলে ভিজিয়ে ত্বকের উপর অলতো করে ঘষে নিন। এতে মুখ পরিস্কার হবে নিখুঁতভাবে।

ফেসিয়াল করার পর কি করা উচিত

ক্লিনজিং হয়ে গেলে ভেজা তোয়ালে বা টিস্যু ব্যবহার করে মুখ মুছে নিন। এরপর ফেস স্ক্রাব:গোল্ড ফেসিয়ালের প্রথম ধাপ হিসেবে ক্লিনজিং শেষহলে এবার চাই প্রাকৃতিকভাবে স্ক্রাব ব্যবহার করা। এর জন্য লাগবে চিনি, মধু ও কয়েক ফোঁটা টমেটোর রস….প্রতিটি উপকরণ একসঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এই স্ক্রাব ব্যবহারের ফলে ত্বকের এক্সফোলিয়েশন খুব ভাল হয়। ২-৩ মিনিটের জন্য আলতো করে স্ক্রাব স্করুন ও ঠান্ডা জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন।ফেস মাস্ক- ফেসিয়ালের পর এবার চাই পুষ্টিকর একটি ভাল ও প্রাকৃতিক ফেস মাস্ক। এটি প্রস্তুত করার জন্য চাই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, বেসন, কয়েক ফোঁটা গোলাপ জল। এবার এই উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিন। এবার ফেস মাস্কটি মুখের মধ্যে প্রয়োগ করে প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর যদি চান বাজারের ভালো ফেসিয়াল ইউজ করতে পারেন……নীচে দাওয়া হলো —–

গোল্ড ফেসিয়ালএই ফেসিয়ালের পরে মুখে খালি জল দেবেন ।। রোদে বেরোলে ট্যান পড়ার আশঙ্কা থাকে। তাই রোদে যাবেন না।। মেকআপ পারলে কম করার চেষ্টা করবেন।।

ফেসিয়াল করার নিয়ম

1.ভিএলসিসি গোল্ড রেডিয়েন্স ফেসিয়াল কিটজনপ্রিয় ফেসিয়াল কিটের মধ্যে VLCC-এর গোল্ড ফেসিয়াল সবচেয়ে বেশি চাহিদার। ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে এর উপাদানে সোনা ব্যবহার করা হয়। কিটটিতে একটি কমফ্রে ক্লিনজার ও টোনার, একটি গোল্ড স্ক্রাব, একটি গোল্ড জেল, একটি তৈলাক্তহীন ময়েশ্চারাইজিং জেল রয়েছে।

2.ভিএলসিসি পাপায়া ফ্রুট ফেসিয়াল কিটVLCC-র পাপায়া ফ্রুট ফেসিয়াল কিট তাদের মধ্যে সেরা। ত্বকের জন্য উপকারী ফল হিসেবে পরিচিত পেঁপে দাগ ছোপ দূর করে, ত্বককে টানটান করে এবং দাগ কমানোর কাজ করে । এগুলো ছাড়াও ফেস প্যাকটি ব্রণ প্রতিরোধ, ত্বককে ঠান্ডা রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা আনতেও সাহায্য করে।

ফেসিয়াল করার উপকারীতা

যে ধরনের ফেসিয়ালই করুন না কেন, তার পরে সব ত্বকেরই কিছু যত্ন প্রয়োজন।• ফেসিয়াল করার পরেই অন্ততপক্ষে দু’ঘণ্টা ঘুম জরুরি। • শরীর হাইড্রেটেড রাখতে রোজ প্রচুর পরিমাণে জল খেতে হবে। • ফেসিয়াল করার পরে বারো ঘণ্টা মুখে জল না লাগানোই ভাল। • ফেসিয়ালের পরে অন্ততপক্ষে চব্বিশ ঘণ্টা রোদ এড়িয়ে চলতে হবে। • অন্তত পাঁচ দিন ত্বকে কোনও ফেস পিল বা রেটিনল ক্রিম ব্যবহার করবেন না।• এ সময়ে মাসাজ বা স্টিমও নেবেন না। নিলেও অন্তত এক সপ্তাহ পরে নেবেন।

আরোও পড়ুন,

Banarasi Blouse Designs 2023 – বেনারসি শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ পড়বেন দেখে নিন একবার!

Bristy

Leave a Comment

Recent Posts

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

2 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

16 hours ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

18 hours ago

Himalaya Anti Wrinkle Cream: বলিরেখা কমানোর বেস্ট ক্রিম

আজকাল রোদের তাপে, ধুলো বালি দূষণের কারণে বয়স না হতেই বয়স্ক লাগে অনেককে। মুখে চটজলদি…

18 hours ago

Summer Best Sunscreen: সান ট্যান দূর করতে সেরা ৩ সানস্ক্রিন

দিন দিন যেনো ত্বকের সমস্যা বেড়েই চলছে,, ত্বকে দাগ ছোপ হওয়া, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া…

1 day ago

Rose Water Spray: পুজোতে একটি স্প্রে দিয়েই ফেস গ্লো করুন

সামনেই তো পুজো এখন থেকেই রূপচর্চা একটু শুরু না করে দিলে হয়… কিনতু এর জন্য…

2 days ago