Categories: Skin Care

Which Scrub Is Best For Exfoliating – বাজারের সেরা ফেস স্ক্রাব

Spread the love

Which Scrub Is Best For Exfoliating | বাজারের সেরা ফেস স্ক্রাব


ত্বক পরিচর্যার রুটিনেএকটি গুরুত্বপূর্ণ ধাপ হল এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশন মুখ থেকে মৃত কোষ তুলে ফেলে, ত্বকের টেক্সচার নরম করে, ত্বক সবচেয়ে ভালোভাবে ফিজিক্যাল এক্সফোলিয়েট করার উপায় হল বিশেষভাবে তৈরি ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করা …


Which Scrub Is Best For Exfoliating All Skin Type

নিজে বানিয়ে নিতে পারেন এছাড়াও বাজারের সেরা ফেস স্ক্রাব কিনে নিতে পারেন….. কিনতু সাবধানে ঠিকভাবে ব্যবহার না করলে ত্বকের ওপর মাইক্রো-টিয়ার, অর্থাৎ সূক্ষ্ম কাটাছেঁড়া দেখা দিতে পারে। তাই দেখে নিন কোনটা বেস্ট…

Which Scrub is good for Skin

1। ম্যাড়মেড়ে ত্বকের রং স্কিনটোন নিয়ে চিন্তিত তাহলে ডার্মালজিকা ডেইলি মাইক্রোফোলিয়েন্ট এক্সফোলিয়েন্ট/ Dermalogica Daily Microfoliant Exfoliant দিয়ে নিমেষেই পেয়ে যাবেন উজ্জ্বল আর মসৃণ ত্বক। এতে রয়েছে ধানের তুষ থেকে প্রাপ্ত ফাইটিক অ্যাসিড যা ত্বকের রং উজ্জ্বল করে। অ্যালান্টয়েন আর কোলয়ডাল ওটমিলের স্নিগ্ধ ব্লেন্ড ত্বক শীতল আর সতেজ রাখে। 


Best face scrub for glowing skin


Best exfoliating scrub for face at home

2। প্রতিদিনের ক্ষতি আপনার ত্বককে ক্লান্ত আর অবসন্ন করে দেয়। এর জন্য St. Ives Energizing Coconut & Coffee Scrub -এর চনমনে সতেজ ফর্মুলা ক্লান্ত ত্বককে নতুন করে উজ্জীবিত করে তুলতে পারে, আর সেই সঙ্গে ত্বক নরমও করে। নিয়মিত ব্যবহার করলে কফি ব্রণ কমায় আর সেই সঙ্গে বয়সের দাগছোপ দূরে রাখে। 

Best Scrub for Skin Whitening

3। Biotique Coffee Energizing Face Scrub for All Skin Types

গভীরভাবে এক্সফোলিয়েট, ত্বককে পালিশ করে, কালো মাথা এবং সাদা মাথা দূর করে: কফি ফেস স্ক্রাব দিয়ে আপনার ত্বকের যত্নের ব্যবস্থাকে শক্তিশালী করুন। এটি ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস থেকে মুক্তি পেতে গভীরভাবে এক্সফোলিয়েট করে। এটি ত্বককে পলিশও করে। মৃত ত্বক দূর করে: মৃত ত্বকের ছিদ্র আটকে যায়, যা শেষ পর্যন্ত ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস তৈরি করে। ত্বককে গভীরভাবে এক্সফোলিয়েট করার জন্য তৈরি, এটি তৈলাক্ত ত্বক এবং অন্যান্য ত্বকের জন্যও একটি নিখুঁত ফেস স্ক্রাব।

ত্বকের অশুচিতা দূর করে: স্ক্রাব ময়লা, টক্সিন এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে। কফি এবং কোকোর মতো প্রাকৃতিক উপাদান ত্বকের পিএইচ ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করে।


Best face scrub in India

4। mCaffeine কফি ট্যান রিমুভাল ফেস স্ক্রাব 


ট্যান এবং ব্ল্যাকহেডস দূর করে, এক্সফোলিয়েটস: তাজা এবং উজ্জ্বল ত্বকের জন্য কফি এক্সফোলিয়েশনকে শক্তিশালী করে! এই ট্যান অপসারণ স্ক্রাবটি খাঁটি অ্যারাবিকা কফির সুগন্ধ নিঃসরণ করে যা আপনাকে আরও বেশি তৃষ্ণার্ত করে তুলবে। এই স্ক্রাবটি পুরুষ এবং মহিলাদের জন্য সেরা মুখের স্ক্রাব।

তৈলাক্ত ত্বকের স্ক্রাব


স্ক্রাব বানানোর নিয়ম

সুপারফুড কফি এবং ক্যাফিন মূলে: আপনি পর্যাপ্ত কফি এবং ক্যাফিন পেতে পারেন না এবং আপনার ত্বকও পারে না। এই জুটির ত্বকের জন্য অসংখ্য উপকারিতা রয়েছে এবং এটি কফি ফেস স্ক্রাবের মূলে রয়েছে। কফি এবং ক্যাফেইন আপনার ত্বককে গভীরভাবে এক্সফোলিয়েট, পলিশ এবং টোন করে। এই কম্বোটি সমানভাবে ভাল এবং একটি শক্তিশালী মুখের যত্নের রুটিনের জন্য আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে৷


এবং চাইলে আপনারা ঘরের তৈরী স্ক্রাব ব্যবহার করতে পারেন –

১/ চিনির স্ক্রাব

চিনির স্ক্রাবে সাধারণত প্রাকৃতিক ও ফ্যাটি অয়েল থাকে, ফলে এটি প্রকৃতিগতভাবে অনেক বেশি হাইড্রেটিং। চিনি দিয়ে এক্সফোলিয়েট করার সময় নারকেল তেল ব্যবহার করা হয়, তাই ত্বক আর্দ্র থাকে, এক্সফোলিয়েশনও হয় ভালোভাবে। 

আধ কাপ ওট্স মিক্সিতে গুঁড়ো করে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন চিনি। স্নানের আগে এই মিশ্রণ সারা গায়ে মেখে রেখে দিন। আধ ঘণ্টা পর ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন।


ফেস স্ক্রাব ব্যবহারের নিয়ম


২/ মসুর ডাল এবং কাঁচা দুধের স্ক্রাব

এই স্ক্রাব তৈরি করতে মসুর ডাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে রেখে কিছু কাঁচা দুধ দিন। এরপর এটা বেটে নিন। এই পেস্টটি আপনার ঘাড়ে, গলায় এবং মুখে লাগান। এটি ৫-১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

৩/ কফি এবং অ্যালোভেরার স্ক্রাব

এই স্ক্রাব তৈরি করতে এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণ মতো কফি পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই ঘরে তৈরি এই ফেসপ্যাকটি ত্বকে লাগান। মুখে ও ঘাড়ে লাগান। ৫ থেকে ৮ মিনিট রেখে দিন। এর পর হালকা হাতে স্ক্রাব করে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। 


আরোও পড়ুন,

How To Take Care Of Hair Daily At Home – ঘরোয়া উপায়ে চুলের যত্ন



Tags – Scrub , Skin Care, Skin Tips 

Bristy

Leave a Comment

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

12 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

14 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

14 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

22 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

1 day ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

2 days ago