Spread the love

Which Soap Is Best For Skin – কোন সাবান শরীর ফর্সা করে


এই গরমে ময়লা, দূষণ ও তাপমাত্রার কারনে প্রতিদিন ত্বকের ক্ষতি হচ্ছে। তবে ত্বককে তো পরিষ্কার রাখতে হবে তাইনা? ত্বককে পরিস্কার করার জন্য সাবানের মতো উচ্চতর স্কিনকেয়ার পণ্যগুলি ত্বকের সর্বোত্তম পিএইচ ভারসাম্য রাখতে প্রাকৃতিক সুরক্ষা পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে। ত্বকের পিএইচ মাত্রা ও রাসায়নিক ফর্মুলেশনের উপক ভিত্ত করে আমাদের ত্বকের স্বাস্থ্য নির্ধারণ করা হয় য প্রত্যেকরই ত্বকের ধরন আলাদা, তাই ত্বক পরিস্কার ও মসৃণ-উজ্জ্বল রাখতে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ধরনের সাবান বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।

সাবান শুধু পরিষ্কার করার কাজই নয়, ত্বকের নানা সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


IMG_20230705_120310-1688538802989 Which Soap Is Best For Skin - কোন সাবান শরীর ফর্সা করে

Which Soap Is Best For Skin Whitening

ত্বকের সমস্যার প্রধান কারণ হলো পিএইচ স্তর। সাধারণত বাণিজ্যিকভাবে তৈরি সাবানগুলোর পিএইচ মাত্রা ৯ থেকে ১১-র মধ্যে থাকে, যা ত্বকের পিএইচ মাত্রা বাড়িয়ে নানা সমস্যার সৃষ্টি করতে পারে। তাই কোন সাবান কোন ধরনের ত্বকের জন্য প্রয়োজন, সেটা না বোঝে সাবান ব্যবহার ত্বকের নানা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।


অ্যান্টি-ব্রন সাবান: বর্তমানে সাবান তৈরির বিভিন্ন কোম্পানি অ্যান্টি-ব্যাকটেরিয়াল, এক্সফোলিয়েটিং এবং কমেডোলাইটিক বৈশিষ্ট্যসহ বিভিন্ন ধরনের সাবান বাজারে নিয়ে এসেছে। এসব ব্রনরোধী সাবানগুলো মুখ, বুক এবং পিঠের ব্রনের স্থানে ব্যবহার করা যায়।


Which Soap Is Best For Skin In India

ভেষজ সাবান: বিভিন্ন ধরনের সাবানের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সাবান হিসেবে ধরা হয় ভেষজ সাবানগুলোকে। এসব সাবানে সাধারণত থাকে ক্যামোমাইল, ল্যাভেন্ডার, পেপারমিন্ট, স্পিয়ারমিন্ট, ওটমিল এবং অ্যাভোকাডোর মতো ভেষজ উপাদান।


ময়েশ্চারাইজিং সাবান: এ ধরনের সাবান ত্বককে আর্দ্র করে। ক্রিম, কোকো বাটার, নিউট্রাল ফ্যাট, ল্যানোলিনের মতো উপাদান থাকায় এই সাবানে তেলের পরিমাণ বেশি থাকে।


Which Soap Is Best For Skin In Summer

ত্বক উজ্জ্বলকারি কয়েকটি সাবানের নাম বলছি দেখে নিন –


১. ওলে-আল্ট্রা ময়েশ্চার বার

এই সাবানটি বিশেষত যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য তৈরি করা হয়। এই সাবানে রয়েছে শিয়া বাটার, যা ব্যবহারের পরে আপনার ত্বককে খুব নরম করে তুলবে। আপনার যদি নর্মাল স্কিন হয়, তবে এই সাবানটি আপনাকে কিছুটা তৈলাক্ত বোধ করতে পারে কারণ এতে ময়েশ্চারাইজারের পরিমাণ খুব বেশি।

এটি ত্বকে কোনও জ্বালা অনুভূত করে না।


কোন সাবান শরীরের জন্য ভালো


IMG_20230705_120113-1688538803678 Which Soap Is Best For Skin - কোন সাবান শরীর ফর্সা করে

Which Soap Is Best For Skin Allergy


ডাভ-ক্রিম বিউটি বার

২. ডাভ হ’ল প্রথম ব্র্যান্ড যা ময়েশ্চারাইজিং মিল্ক সমৃদ্ধ সাবান নিয়ে এসেছে। এমনকি স্নানের পরে দীর্ঘ সময় পরেও আপনার ত্বক দীর্ঘ সময় নরম অনুভব হবে। এটি কেবল ত্বককে ময়শ্চারাইজ করে সেইসঙ্গে এর নিজস্ব সুগন্ধও ছেড়ে যায়। স্নানের পর ত্বক নরম ও স্মুদ হয়।


IMG_20230705_120235-1688538803270 Which Soap Is Best For Skin - কোন সাবান শরীর ফর্সা করে

ফর্সা হওয়ার ডাক্তারি সাবান


৩. পিয়ারস পিওয়র অ্যান্ড জেন্টেল সোপ

পিয়ার্সের সাবান হালকা বাদামী ট্রান্সলুসেন্ট বার এখনও সবচেয়ে জনপ্রিয়।


IMG_20230705_120137-1688538803476 Which Soap Is Best For Skin - কোন সাবান শরীর ফর্সা করে

ডাফ সাবান দিয়ে ফর্সা হওয়ার উপায়


এর হালকা সুগন্ধ এবং শরীরকে ময়েশ্চারাইজ করার ক্ষমতা এটিকে সমস্ত বয়সের মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে।

এতে উপস্থিত গ্লিসারিন ত্বককে টানতে বাধা দেয়।

এতে কোনও রাসায়নিক থাকে না এটি ত্বককে দীর্ঘ সময়ের জন্য হাইড্রেটেড রাখে।


আরোও পড়ুন,

বয়সের ছাপ দূর করার প্রাকৃতিক উপায় – A Natural Way To Remove The Signs Of Aging



Tags – Body Soap , Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *