Spread the love

White patches on skin fungal :মুখের ত্বক আমাদের এমনিতেই খুব স্পর্শকাতর। তাই ত্বকচর্চার ক্ষেত্রে আমরা মুখকেই প্রাধান্য দিই। এ মরসুমে ত্বক শুষ্ক হয়ে পড়ে …. এর পাশাপাশি অনেকের ত্বকে একটি সমস্যা হয়ে থাকে…..তা হল মুখের সাদা ছোপ। এ ধরনের ছত্রাকঘটিত ত্বকের সমস্যা শীতকালে খুব একটা দেখা যায় না। গরমকালে দেখা যায়….রাস্তাঘাটে প্রায়শই এমন কিছু মানুষের দেখা মেলে যাদের ত্বকে অল্প-বিস্তর ছোপ ছোপ সাদা রঙ দেখা যায়।

হরমোনারে বিভিন্ন সমস্যার কারণে প্রায়ই আমাদের ত্বকে নানারকম সমস্যা দেখা যায়। প্রায়ই আমাদের বা আমাদের আশেপাশের লোকেদের চামড়ায় সাদা সাদা দাগ হয়ে যেতে দেখি। শুধু হাতেই নয়, শরীরের বিভিন্ন অংশে যেমন, হাতে, ঘাড়ে, গলায়, কনুইতে এমনকি সারা শরীরেও এরকম সাদা দাগ হয়ে যেতে দেখা যায়। ভিটিলিগো (vit-ih-LIE-go) হল এমন একটি রোগ যার কারণে ত্বকের বর্ণ নষ্ট হয়ে যায়। বিবর্ণ অঞ্চলটি সাধারণত সময়ের সাথে সাথে বড় হতে থাকে।এই সাদা সাদা দাগ বা ছোপ হওয়া শরীরের যে কোনো অংশের ত্বকের উপর থেকেই শুরু হতে পারে।

শরীরে মেলানিনের অভাব কেন হয়?

দেহে মেলানিনের অভাব কেন হয় তার কারণ এখনও অজানা। তবে নিম্নলিখিত কিছু বিষয় এর সম্ভাব্য কারণ হতে পারে বলে মনে করা যায়।

শরীরে হঠাৎ সাদা দাগ

জেনেটিক মিউটেশন : জেনেটিক মিউটেশন হল আপনার শরীরের ডিএনএ এর ভিতরে কিছু রাসায়নিক পরিবর্তন যা আপনার মেলানোসাইটের কাজকে প্রভাবিত করতে পারে।

গায়ে সাদা দাগ কেন হয়

স্ট্রেস : শারীরিক এবং মানসিক চাপের প্রভাব মেলানোসাইট কোষগুলির উপর পড়ে। যদি কোনো রকম শারীরিক আঘাত পান তাহলে এই চাপ আরও বেড়ে যায়।

পরিবেশগত প্রভাব : সূর্যের অতিবেগুনী রশ্মির বিকিরণ এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের সংস্পর্শে আপনার দেহের মেলানোসাইট কোষগুলি ক্ষতিগ্রস্থ হয় ।।

এছাড়াও অনেক ভিটামিনের অভাবে এই রোগ দেখা দেয়….

ভিটামিন বি২এই ভিটামিনে রয়েছে রাইবোফ্ল্যাভিন নামক একটি যৌগ। যা ত্বক, চুল এবং নখের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভাবে উপকারী। ত্বকে সাদা দাগ, শুষ্কতা, লালচে ভাবের মতো সমস্যা দেখা দিলে বুঝে নিবেন এই ভিটামিনের অভাব হচ্ছে ।।।

মুখে সাদা দাগ হয় কেন

ভিটামিন বি৩—-স্বাস্থ্যজ্জ্বল ত্বক এবং ত্বকের প্রদাহ দূর করতে নায়াসিন বা ভিটামিন বি৩-র ভূমিকা অনস্বীকার্য। এই ভিটামিনের অভাবে সারা শরীরে সাদা দাগ, র‌্যাশ বা লালচে দাগও দেখা দিতে পারে।

ভিটামিন সি—-ত্বক এবং চুলের জন্য ভিটামিন সি কতটা গুরুত্বপূর্ণ, এ কথা সকলেই জানেন। শুধু তা-ই নয়, শরীরে প্রতিরোধশক্তি গড়ে তুলতেও ভিটামিন সি-র ভূমিকা আছে।

ঘরোয়া চিকিৎসা “””

আদা– আদা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান। আদার অনেক গুণ রয়েছে। ত্বকে সাদা দাগ হওয়ার এই সমস্যা থেকে প্রতিকার পাওয়ার জন্য আদার রস খেতে পারেন।

কপার– ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পেতে কপারের পাত্রে জল রেখে কালি পেটে সেই জল খান।

লাল মাটি– ত্বকের সাদা দাগ কমাতে লাল মাটি খুবই উপকারী। এতে প্রচুক পরিমানে কপার থাকে। আদার রসের সঙ্গে এই লাল মাটি ভালো করে মেশান। তারপর সেই মিশ্রন ক্ষতিগ্রস্থ জায়গায় লাগান।২০ মিনিট লাগিয়ে রাখুন।।

Read More,

Thyroid Symptoms In Female/ Male: মহিলাদের ও পুরুষদের মধ্যে থাইরয়েডের লক্ষণ

7 Days Glowing Skin Challenge At Home : ৭ দিনে মুখ উজ্জ্বল করার ঘরোয়া উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *