Lip Care Tips : শীত পড়তে না পড়তে ইতিমধ্যেই ঠোঁট ফাটতে শুরু করেছে অনেকের । এরমধ্যে একটু জল লাগলে কিংবা ঝাল খেলে একদম রক্ত বেড়িয়ে যায় বা জ্বলে ওঠে….. এর মধ্যে লিপস্টিক পরেও ঠোঁটের ফাটল আড়াল করা যায় না। তাই শীতে চাই ঠোঁটের একটু বাড়তি যত্ন । পর্যাপ্ত যত্ন নিলে শীতেও ঠোঁটে থাকবে বসন্তের কোমলতা। শরীরের অন্যতম স্পর্শকাতর একটি অংশ হল ঠোঁট।এক পলকে মানুষ প্রথমে যা দেখে তা হলো চোখ, একটা মেয়ের ঠোঁট মুখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ। কেননা, ঠোঁটের বাঁকা হাসিতে আটকে যায় প্রেমিক মন।
- শীতকালে ঠোঁটের যত্ন
- শীত মানেই ঠোঁট ফাটার সমস্যা? ঠোঁটের যত্ন নেবেন কী করে?
ঠোঁটের ঠিকঠাক যত্ন না নেওয়ায় ধীরে ধীরে কালচেও হয়ে যায়…. তবে কালো ঠোঁট গোলাপি করার ও ঠোঁট সুন্দর দেখানোর প্রাকৃতিক কিছু উপায় রয়েছে- । ঠোঁটের যত্ন নিতে ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া টোটকার উপর। দেখে নিন —
১) ঠোঁটের যত্নে অনেকেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন। তবে শুধু পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে চলবে না। পেট্রোলিয়াম জেলির সঙ্গে খানিকটা মধু মিশিয়ে নিতে পারেন। তার পর সারা ঠোঁটে বুলিয়ে নিন। সারারাত রেখে দিন,,এতে কোমল হবে ঠোঁট।
২) গ্লিসারিন তো ত্বকের যত্নে অনেকেই ব্যবহার করেন। তবে গ্লিসারিন ঠোঁটেও ব্যবহার করতে পারবেন। গ্লিসারিনের সঙ্গে অল্প অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে মাখতে পারেন। ময়েশ্চারাইজ়ারের কাজ করবে। ফাটবে না ঠোঁট।।
৩) শুষ্ক ঠোঁটের সমস্যা এড়াতে ভরসা হতে পারে নারকেল তেল,,, এই তেলে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান ভিতর থেকে যত্ন নেয় ঠোঁটের। ঠোঁট মসৃণ এবং মোলায়েম রাখতে সত্যিই দারুণ উপকারী ঠোঁট।
৪) বিটরুট :বিটরুট ঠোঁটের রঙ হালকা করা ও উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকর একটি উপাদান। বিটরুটের রস ঠোঁটে রক্তিম আভা নিয়ে আসে। তাই তাজা বিটরুটের রস ঠোঁটে লাগিয়ে ঠোঁটের কালচেভাব দূর করতে পারেন।২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।।
৫) এলোভেরা যে কোনো ফাটা দাগের ওপর এলোভেরা ঘষলে দাগ হালকা হয়ে যায়। এতে আপনার ঠোঁটের কালচেভাব দূর হবে। এলোভেরা ঠোঁটের আর্দ্রতার পরিমাণ ঠিক রেখে ঠোঁটকে রুক্ষতার হাত থেকেও পরিত্রাণ দেবে।
৬) গোলাপ জল হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। তুলোর সাহায্যে আপনার ঠোঁটে গোলাপ জল লাগান এবং কিছুক্ষণ পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলু।।
Read More,
Ayurvedic Health Tips: এই শীতে সুস্থ থাকতে মেনে চলুন আর্য়ুবেদিক ডায়েট টিপস্