Spread the love

অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী। তাদের মুখে বয়সের ছাপ পড়ে যায়। শুধু মুখে নয় চোখের পাশে, নিচে, ঠোঁটের পাশে বলিরেখা দেখা যায়। বর্তমান সময়ের ব্যস্ততা, মানসিক চাপ, রাত জাগার কারনে বয়সের আগেই বলিরেখা পড়ে যায় মুখে। অনেকে এই সমস্যা তাড়ানোর জন্য নানান নামী দামী ক্রিম ব্যবহার করেন। কিন্তু কিছুতেই এই সমস্যা যায় না ,, তাই ঘরোয়া উপায় ফলো করুন,, দেখবেন হাতে নাতে ফল পাবেন —

IMG_20241108_200347-edited Wrinkle: সামনেই বিয়ে? মুখের বলিরেখা দূর করার ৫ ঘরোয়া উপায়

1। ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল: রাতে শোওয়ার আগে এই দুটো তেল মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট ম্যাসাজ করুন,,তারপর আলতো ভাবে ম্যাসাজ করুন। এরপর সারারাত এটাকে মুখে লাগিয়ে রাখুন। পরদিন ধুয়ে ফেলুন।

2। ভিটামিন ই এবং গোলাপ জল: ভিটামিন ই এবং গোলাপ জল মেশান। এবার ভালো করে ম্যাসাজ করুন। সকাল বেলা উঠে ধুয়ে ফেলুন। রোজ রাতে এটা ব্যবহার করুন।

ত্বকের বলিরেখা দূর করার উপায়

3। রাত জাগার অভ্যাস ছাড়তে হবে। ১১ টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন।

4। হলুদে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য আছে। হলুদ ও কফি গুঁড়ো দিয়ে তৈরি ফেস মাস্ক মুখে ব্যবহার করুন,, এতে ত্বকের বলিরেখা দূর হয়। এটি সপ্তাহে দু’বার করুন।

5। নিয়মিত শরীরচর্চা করা উচিত। ত্বকে ফেসিয়াল ম্যাসাজ করবেন। ভাজাপোড়া, বেশি তেলযুক্ত খাবার, বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।

বার্ধক্য দূর করার উপায়

6। অধিক সূর্যালোক এড়িয়ে চলবেন। অ্যালোভেরা জেল মুখের বলিরেখা দূর করতে সাহায্য করে। রাতে শোওয়ার আগে অ্যালোভেরা জেল লাগিয়ে ঘুমিয়ে পড়বেন।

7। পেঁপে ত্বকের জন্য দারুন উপকারী। পেঁপের মাস্ক ব্যবহার করতে পারেন। সঙ্গে নিতে পারেন গোলাপ জল। এটি ১৫-২০ মিনিটের জন্য মুখে রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই প্রক্রিয়াটি সপ্তাহে দু’বার করুন। পেঁপেতে আছে বিটা ক্যারোটিন যা বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্য পাওয়া যায়।

আরোও পড়ুন,

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *