Spread the love


উকুন দূর করার সহজ 5 টি উপায় – Lice Removal Tips & Tricks

AVvXsEh40LsW5p_92raACdroHauY4iQFptfEEADwY9kbbkfJuZfO7sF1bUKpsM2-8FimplU4HXrO6If2jvaI09VTSpQAp_Rm1GkzgBmDI-V6iU_Y7gjXQX3bwWbj11pjJ5PFkqyauNnm6lw6HEOfPvl4TLLyGaDJuoryd93MtMspPxUC0PPG0Y88MxOTVrJs=w400-h271 উকুন দূর করার সহজ 5 টি উপায় - Lice Removal Tips & Tricks
উকুন হলো একটি বিরক্তকর সমস্যা। এই সমস্যাটি পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়ে
থাকে।এতে দেখতেও খুব বাজে লাগে। তাই আপনাদের আজ আমি জানাবো এই সমস্যা থেকে
মুক্তি পেতে হলে আপনাদের কি কি করতে হবে তবে আসুন দেখে নেওয়া যাক।

প্রাকৃতিক উপায়ে উকুন দূর করার উপায়

১/নিমপাতা বাটা: বহুগুণের এই নিমে আছে- অ্যান্টিব্যাকটেরিয়াল,
অ্যান্টিভাইরাস, এনালেজিক, অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিসেপ্টিক,
অ্যান্টিমাইক্রবাল, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিফাঙ্গাল এবং রক্ত বিশুদ্ধকরণ
উপাদান। উকুন তাড়াতে ব্যবহার করতে পারেন নিমপাতা। স্নানের এক ঘন্টা আগে নিমপাতা
বেটে চুলে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ঠাণ্ডা জলের শ্যামপুর সাহায্যে ধুয়ে নিন
এটি সপ্তাহে দুদিন ব্যবহার করুন দেখবেন এর ফল আপনারা পেয়ে যাবেন।

How To Remove Lice From Hair Permanently

AVvXsEjfBVYcU69rcFQBfzAT0HgXDcav2IZO6RA929HV4ZLrDNQFIT3RWxY4Wi0H52e8s9NKde61UiT1c4eyJzXQdCM40qSDcLxHbPPMlQouVtwMuEbL4Bk4yzTB7qPEAuVBya0cdXKW0zfXw6JFYjdLbvTDKI_fJ0IGUJUm0vikvJuSCHA064tq7R1j513_=w400-h300 উকুন দূর করার সহজ 5 টি উপায় - Lice Removal Tips & Tricks
২/পেঁয়াজের রস: এক টুকরো পেঁয়াজ কেটে তার থেকে রস বের করে ভালো করে
সম্পূর্ণ মাথায় 15 মিনিট ধরে ম্যাসাজ করুন তারপর হালকা উষ্ণ গরম জলে চুল গুলো
ধুয়ে চিরুনি দিয়ে চুল গুলো ওপর থেকে নিচ পর্যন্ত আচরান। দেখবেন উকুন
গুলো পড়ে যাচ্ছে।

মাথার উকুন চিরতরে দূর করার উপায়

৩/লেবুর রস:লেবু প্রাকৃতিক জীবাণুনাশক, যা উকুন দূর করবে। লেবুর রস বের
করে তা সরাসরি মাথায় লাগান। এটি এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এর পর চিরুনির
সাহায্যে উকুন দূর করুন। এ পদ্ধতিটি সপ্তাহে দুবার ব্যবহার করুন।
৪/রসুনের ব্যবহার: রসুনের দুটো কোষ নিয়ে দু চামচ লেবুর রসের সাথে
রসুনের পেস্ট করে চুলে 15 থেকে কুড়ি মিনিট সম্পূর্ণ ম্যাসাজ করুন তারপর
শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুদিন ব্যবহার করবেন।

দ্রুত উকুন দূর করার উপায়

৫/সাদা ভিনেগার ব্যবহার: সাদা ভিনেগার ব্যাবহার করতে পারেন। কিছুটা
ভিনেগার জলের সঙ্গে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করে
ধুয়ে ফেলুন। একদিন পরপর ব্যবহার করুন।
এগুলো ব্যবহার করুন ফল পেয়ে যাবেন। এবং ভেজা চুল বেঁধে রাখবেন না ।চুল সব সময়
পরিষ্কার রাখার চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *