Spread the love

সামনেই মকর সংক্রান্তি,, এই দিনে পূজো পার্বণ করলে ঘরে সুখ সমৃদ্ধি বেড়ে ওঠে।। সনাতন ধর্মে দান করাকে পুণ্য মনে করা হয়। দানের মাধ্যমে ব্যক্তি একদিকে যেমন পুণ্য অর্জন করতে পারে, তেমনই জীবনের একাধিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শাস্ত্র মতে প্রতিটি ব্যক্তিকে নিজের উপার্জনের কিছু অংশ দান করা উচিত। এর ফলে তাঁদের জীবনে কখও কোনও সমস্যা থাকবে না। ভগবান আশীর্বাদ রূপে ফেরত দিবে দ্বিগুণ।।

মকর সংক্রান্তির ইতিহাস?

হিন্দু কিংবদন্তি অনুসারে, সংক্রান্তি রাক্ষস শঙ্করাসুরকে পরাজিত করেছিল । পরের দিন, মকর সংক্রান্তিকে করিদিন বা কিনক্রান্তি বলা হয়। এই দিনে দেবী কিঙ্করাসুরকে বধ করেছিলেন। মকর সংক্রান্তিতে দানের গুরুত্ব অপরিসীম। এদিনের দান অক্ষয় ফল প্রদান করে থাকে। এমন কিছু দ্রব্য সামগ্রী রয়েছে, যা দান করলে দ্বিগুণ ফল লাভ করা যায়।

মকর সংক্রান্তির দিন ভুলেও করবেন না এই কাজগুলি

**জীবনে সমস্যা বা বাধা এলে মকর সংক্রান্তি তিথিতে গম, গুড়, ঘি, মিষ্টি দান করুন। কোনও অসহায় ব্যক্তিকে কিছু টাকা-সহ এই সমস্ত বস্তু দান করতে পারেন।

**রোজগার ও ধন বৃদ্ধির জন্য অন্ন ও সাদা চন্দনের কাঠ দান করুন। মন্দির বা কোনও স্থানে কলা গাছও লাগাতে পারেন।

**বার বার কোনও কাজে অসফল হলে অন্ন ও গুড় দান করুন এবং শমী গাছের চারা রোপণ করুন।ও অন্ন দানের পাশাপাশি মন্দিরে কর্পূর ও উপবীত দান করুন এবং তুলসীর চারা রোপণ করুন।

**সর্বকল্যানের জন্য পুরোহিতকে অন্নের সঙ্গে মিষ্টি, মধু, ঘী ও সুগন্ধী দান করুন।পারিবারিক সুখ-শান্তির জন্য খিচুড়ি দান করলে সুফল পাওয়া যায়।

মকর সংক্রান্তিতে এই ৩ কাজ করুন, সাফল্য মিলবে

**সময় খারাপ চললে নুন দান করুন।দরিদ্র, অসহায়দের অন্ন দান করলে অন্নপূর্ণার আশীর্বাদ লাভ হয়। এর ফলে ঘর ধন-ধান্যে ভরে থাকে। মকর সংক্রান্তির দিনে তিল বা তিল দিয়ে তৈরি সামগ্রী দানের ফলে পুণ্য লাভ করা যায়। এ ছাড়া, এদিন তিল দিয়ে বিষ্ণু, সূর্য ও শনির পুজো করা হয়।

**শাস্ত্র মতে মকর সংক্রান্তির দিনে গুড় ও ঘি দান করলে দেবগুরু বৃহস্পতি মজবুত হবেন। পাশাপাশি বৃহস্পতির দোষের কারণে আগত সমস্ত বাধাও দূর হবে। শাস্ত্র মতে মকর সংক্রান্তির দিনে গুড় দান করলে কোষ্ঠীর তিনটি গ্রহদোষ দূর হয়। এই দানের ফলে সূর্য, বৃহস্পতি ও শনি দোষ দূর করা যায়।

আরোও পড়ুন,

Bengali Pitha Recipe: মকর সংক্রান্তির সময় সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ৩ পিঠার রেসিপি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *